নানা আয়োজনে সারাদেশে বিজয় উদযাপন
১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ এএম
সারা দেশে নানা আয়োজনে গতকাল সোমবার মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, বিজয়র্যালি, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিশেষ দোয়া। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
ময়মনসিংহ ব্যুরো জানায়, এ উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। ফিতা কেটে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
বগুড়া ব্যুরো জানায়, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বগুড়ায় দিনটি উপলক্ষে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করা হয়। শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে প্রথমে জেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক হোসনা আফরোজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, আব্দুল করিম, আরাফাত হোসেন, পি. এম. ইমরুল কায়েস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিফ প্রমুখ।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক কর্মসূচি পালন করছে। মহল্লায় মহল্লায় বাজানো হচ্ছে দেশাত্মবোধক গান। আয়োজন ছিল ক্রীড়া প্রতিযোগিতা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
কক্সবাজার ব্যুরো জানায়, কক্সবাজার প্রেসক্লাবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী, শামসুল হক শারেক প্রমুখ।
খুলনা ব্যুরো জানায়, খুলনার গল্লামারী স্মৃতিসৌধে সূর্য ওঠার সাথে সাথে ফুলে ফুলে ভরে গল্লামারী স্মৃতিসৌধ। সূর্যদয়ের সাথে সাথে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ। তাদের সঙ্গে ছিলেন খুলনার জেলা প্রশাসক। এরপর খুলনার বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, কেসিসির কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে জানান, দিবসটি উপলক্ষে রূপগঞ্জে সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের বর্নাঢ্য আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন কলেজ সভাপতি তৌসিফ মনির চৌধুরী, কাঞ্চন পৌর সাবেক মেয়র মজিবুর রহমান ভুঁইয়া, অ্যাড. সরাফত আলী মিয়া প্রমুখ।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন প্রমুখ।
নীলফামারী জেলা সংবাদদাতা জানান, নীলফামারীতে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে। এর পর বিচার বিভাগ ও জেলা পুলিশ পুষ্পমাল্য অর্পণ করে।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে নওগাঁয় আনন্দর্যালি করেছে জেলা বিএনপি। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, দিবসটিতে প্রশাসনের গাফিলতিতে বিজয় স্তম্ভে শ্রদ্ধা না জানিয়ে উপজেলা চত্বরের শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
হিলি সংবাদদাতা জানান, হিলিতে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন নির্বাহী কর্মকর্তা অমিত রায়। দিবসটি উপলক্ষে হিলি আই সিপি গেট জিরো পয়েন্টে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ইবি সংবাদদাতা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
চবি সংবাদদাতা জানান, বিজয় দিবস উপলক্ষ্যে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জাতীয় পতাকা হাতে বিজয় র্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমনে সহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত বিজয় মেলা অনুষ্টিত হয়েছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, জেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ও শহিদ মুক্তিযোদ্ধা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, গাবতলী উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন ইউএনও নুসরাত জাহান বন্যা।
উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, উলিপুরে আব্দুল জব্বার কলেজে আলোচনা সভায় বৈষম্যবিরোধী কুড়িগ্রাম জেলার যুগ্ন আহ্বায়ক আইনু ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হায়দার আলী মিয়া।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, সুন্দরগঞ্জে এ উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন দল, শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেনের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলায় ১৫ বছর পর বিএনপি ও জামায়াতে ইসলামী মুক্ত ভাবে এ দিবসটি পালন করে। কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইযাসমিন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নাচোল বাসস্ট্যান্ডের গোল চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।
ডিমলা (নীলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, ডিমলায় নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয় দিনটি। বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া সভাপতিত্ব করেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে পৌর সদরের ডাক বাংলো সংলগ্ন স্থানীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ও থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এ কে এম শামসুল ইসলাম সূর্য ও সাবেক নান্দাইল পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালী সহকারে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
বরিশাল ব্যুরো জানায়, সকালে সূর্যোদয়ের সাথে বরিশালে ২১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। সকালে বিভাগ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে বরিশালে বধ্যভূমীতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বরিশাল বেলপার্কে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ পুলিশ, র্যাব, আনসার, বিএনসিসি, বয়স্কাউটসহ বিভিন্ন শিশু-কিশোর সংগঠনের অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার রায়হান কায়সার। মহান মুক্তিযুদ্ধের শহীদানের রুহের মাগফিরাত কামনাসহ দেশের সমৃদ্ধি কামনা করে বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, নানা কর্মসূচিতে মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মহান বিজয় দিবস উদযাপন করা। এসময় জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুরে শহরের রাজবাড়ি মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা পুলিশ সুপার আবুল কালাম আযাদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, গাজীপুর জেলা ও মহানগর বিএনপি, গণঅধিকার পরিষদ, গাজীপুর প্রেসক্লাব, রোটারী ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষ্য সকালে গাজীপুর সদর মেট্রোথানা জামায়াতে উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করে।
শরীয়তপুর জেলা সংবাদাদাতা জানান, শরীয়তপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপি’র পক্ষে জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ তাদের সঙ্গে ছিলেন।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, ফ্রি-চিকিৎসা ক্যাম্পসহ নানা আয়োজনে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান বিজয় উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমীন, কলেজের উপাধক্ষ, অধ্যাপক ডা বোরহান উদ্দিন আহমেদ, হাসপাতালের চিফ কো-অর্ডিনেটর, ডা. জামিলুর রহমান সহ সকল চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মুন্নু মেডিকেল কলেজ নার্সিং ইউনিটের সকল নার্স।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩১ বার তোপধ্বনি ও পরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা পরিষদ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানান।
নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদীতেজেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এর পরপরই পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার শামীমা পারভীন। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পৃথক পৃথকভাবে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীতে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফিন। এরপরে পুলিশ সুপার, জেলা বিএনপিসহ অঙ্গসংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, পটুয়াখালী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, শ্রীপুর উপজেলা প্রশাসন, থানা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন ও স্থানীয় সুশিমল সমাজ স্পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস.এ রফিকুল ইসলাম শ্রীপুর রেলষ্ট্রেশনে ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
নগরকান্দা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলাম, স্কুল, কলেজ, সরকারি, বে-সরকারি, বিভিন্ন ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
দুমকী (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল, প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মামুন অর রশিদ, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও অনান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সিংগাইরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন, সকাল ৮টায় পতাকা উত্তোলন, মেলা উদ্বোধন, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামান শিশির-এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম প্রমুখ।
সদরপুর (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনসহ প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, বিএনপি ও জামায়াত ইসলামী ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, কালীগঞ্জে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কালীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা মহিলা সংস্থা, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিস, উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা শিশু পার্ক সংলগ্ন মাঠে উপজেলা বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, উপজেলা সহকালী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর এ এলাহী।
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ হতে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য প্রদান করা হয়। পরে উপজেলা কোর্ট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে য় জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপস্হিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমুখ।
টঙ্গী সংবাদদাতা জানান, টঙ্গীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজয় দিবসের আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। টঙ্গীতে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাসক বসির উদ্দিন, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলামসহ শত শত নেতাকর্মী বিজয় র্যালিতে অংশ নেন। বিকেলে আলহাজ¦ মেরাজ উদ্দিনের সভাপতিত্বেও শেখ আজিজুল হকের সঞ্চালনায় টঙ্গী প্রেসক্লাব আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছরে দেশের যে ক্ষতি করে গেছে তা আগামী ২৫ বছরেও পূরণ হবে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী