ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১
ডি-৮ সম্মেলনে ড.মুহাম্মদ ইউনূস

ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিরা গভীরভাবে উদ্বিগ্ন

Daily Inqilab কূটনৈতিক সংবাদদাতা

২১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিরা গভীরভাবে উদ্বিগ্ন। ফিলিস্তিনিরা অবহেলিত জাতি নয়, প্রতিটি ফিলিস্তিনিদের জীবন মূল্যবান। গত বৃহস্পতিবার কায়রোতে ডি-৮ সম্মেলনে আয়োজিত এক বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, গাজা ও লেবাননের মানবিক সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই বিশেষ অধিবেশন আয়োজনের জন্য বাংলাদেশ মিসর সরকারের প্রশংসা করতে চায়। আমরা এমন এক সময়ে এখানে সমবেত হয়েছি, যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও ১৪ মাস ধরে চলা নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে গেলে খুব সামান্যই করা যাবে।
তিনি বলেন, কিছু অন্তত বলতে গেলেও দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক রীতিনীতি, আইন ও কনভেনশনের প্রতি ইসরায়েলের নির্লজ্জ অবজ্ঞায় আমরা চরম হতাশ। লেবাননে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে, তাতে আরও উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। এটি পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ও দীর্ঘমেয়াদি পরিণতি ডেকে আনতে পারে-যা কেবল অর্থনীতি নয়, বিশ্বসমাজ ও রাজনীতিকে প্রভাবিত করতে পারে।
ড. ইউনূস বলেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনি ভাইবোনদের সঙ্গে সংহতি প্রকাশ করে, তাদের ইতিহাসের এই অস্তিত্বের সময়ে আমাদের ঐক্য এবং অবিচল অঙ্গীকার কায়রো থেকে প্রকাশ করতে হবে। ইতিহাসজুড়ে বাংলাদেশ ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। আমরা ধারাবাহিকভাবে ইসরায়েল পরিচালিত অবৈধ দখলদারিত্ব এবং সহিংস দমন-পীড়নের তীব্র নিন্দা করেছি। আমরা এই সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পক্ষে অবিচল রয়েছি। যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও সম্প্রীতির সঙ্গে পাশাপাশি বসবাস করবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনকে একটি সম্পূর্ণ স্বাধীন ও কার্যকর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে আমরা এই বিষয়টিও বিস্তারিতভাবে প্রকাশ করেছি, যখন আদালত ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে অভিহিত করেছে। এই বছরের অ্যাডভাইজরি মতামতের পাশাপাশি ২০০৪ সালের ঘোষিত একটি মতামত উভয়ই সম্মিলিত ঘোষণায় গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি সরবরাহ করে। তিনি বলেন, এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, বরং একটি সর্বজনীন সমস্যা। কারণ যেখানে মানুষের মর্যাদা পরীক্ষা করা হয়। এটি দুর্বলদের রক্ষার জন্য সর্বজনীন অঙ্গীকারের বিষয়। নিঃসন্দেহে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, লেবাননসহ এ অঞ্চলজুড়ে প্রায় ৬০ লাখ বাংলাদেশি অভিবাসী কর্মী এবং প্রবাসী পেশাজীবী রয়েছেন, যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের নিরাপত্তা ও সুরক্ষা ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধে সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নিতে এই অঞ্চলের বাইরের সব পক্ষ ও অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, গাজা, পশ্চিম তীর ও লেবাননের গণহত্যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এ কারণেই গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দ্বারস্থ হয়ে মানবতাবিরোধী জঘন্য অপরাধের দ্রুত তদন্তের দাবি জানায় বাংলাদেশ। জবাবদিহির বিষয়ে এ ধরনের পদক্ষেপ অপরাধীদের আরও এবং ভবিষ্যতের নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। পাশাপাশি, আসুন আমরা একটি টেকসই দ্বি-রাষ্ট্র সমাধানের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা জোরদার করি।
ড. ইউনূস বলেন, মানবিক হস্তক্ষেপের বাইরে, গাজা, পশ্চিম তীর এবং লেবাননের পুনর্গঠনের চিন্তাভাবনাকে অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েলের বোমাবর্ষণের পর ফেলে রাখা চার কোটি টন ধ্বংসস্তূপ সরাতে অন্তত ১৫ বছর সময় লাগতে পারে। আমরা ধারণা করছি, ধ্বংসস্তূপে নিহতদের ১০ হাজারেরও বেশি মরদেহ থাকতে পারে। সুতরাং, ডি-৮ ফিলিস্তিন ও লেবাননে পুনর্গঠনের ব্যয়ের আনুমানিক হিসাব দিয়ে একটি প্রক্রিয়া শুরু করুক। এরপরই আমরা সম্পদ আহরণের জন্য আন্তর্জাতিক কৌশল প্রণয়নের ওপর জোর দিতে পারি। পরিশেষে, আরও একবার আমি প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আলসিসির প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই উদ্যোগের জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাই।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
আরও

আরও পড়ুন

প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া

প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া

ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়

ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়

শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার

শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার

অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল

অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল

টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা

টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু

সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ

সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ

ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন

ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এক ফ্রেমে এক ট্রিলিয়ন ডলার

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এক ফ্রেমে এক ট্রিলিয়ন ডলার

পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু

পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু

আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি

আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি

দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু

দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু

অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প, বাইবেলে হাত না রেখেই শপথ

অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প, বাইবেলে হাত না রেখেই শপথ

এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি

এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি

ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ

ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ

আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন

আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন

যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২

যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও