বেক্সিমকোর ১৫ কারখানা বন্ধের নেপথ্যে কার স্বার্থ?
২১ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
কারাবন্দী সালমান এফ রহমানের মালিকানাধীন গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি পোশাক কারখানা ৪৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ৪০ হাজার কর্মী বেকার হয়ে পড়েছেন। শ্রম আইন অনুযায়ী জানুয়ারি পর্যন্ত এসব শ্রমিককে সুবিধা দেবে বেক্সিমকো। প্রয়োজনীয় এলসি সুবিধা না পাওয়া এবং রপ্তানি আদেশ না থাকায় এসব কারখানা বন্ধ করা হয়েছে বলে বেক্সিমকো কর্তৃপক্ষ জানিয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের বেতন পরিশোদের জন্য সরকার থেকে অর্থ দেয়া হবে। হঠাৎ করে এতোগুলো কারাখানা বন্ধ এবং ৪০ হাজার শ্রমিক বেকার হওয়ায় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, এতোগুলো কারখানা এভাবে বন্ধ করে দেয়া কোনো ভাবেই উচিত নয়। কারণ বেকার ৪০ হাজার শ্রমিক যাবে কোথায়? সোস্যাল মিডিয়ায় এ নিয়ে বিতর্ক চলছে।
কেউ বলছেন, গত শতকের নব্বই দশনে আদমজী জুট মিল বন্ধ করে দেয়ার পর ভারতে কয়েকটি নুতন পাটকল স্থাপন করা হয়। তেমনি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এতোগুলো কারখানা বন্ধ করে দেয়ার নেপথ্যের রহস্য কি? কেউ লিখেছেন, কারাবন্দী সালমান এফ রহমানের কারখানায় সরকারি প্রশাসক বসিয়ে প্রতিষ্ঠানগুলো চালু রাখা উচিত ছিল। কেউ লিখেছেন, কারখানা বন্ধের আগে পরিকল্পনা করতে হয় এবং শ্রমিকদের অন্যত্র কাজ খুঁজে নেয়ার সুযোগ দেয়া প্রয়োজন ছিল। কেউ লিখেছেন, ভারতের ইন্দনে এতোগুলো কারখানা বন্ধ করার বার্তা বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে নিরুস্বাহিত করবে। জানা যায়, বেক্সিমকোসহ কয়েকটি প্রতিষ্ঠানে প্রশাসন নিয়োগ করে সরকার ওই সব প্রতিষ্ঠান চালু রেখেছিল। সিদ্ধান্তটি প্রশংসিত হয়েছিল। কারণ প্রতিষ্ঠান যারই হোক তা চালু করে উৎপাদন অব্যহত রাখা উচিত। সেগুলো বন্ধ করে দিলে একদিকে শ্রমিকরা বেকার হয়ে যাবে অন্যদিকে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। উপদেষ্টাদের উদ্দেশ্য করে সোস্যাল মিডিয়ায় সোহেল কবির নামে একজন নেটিজেন লিখেছেন, ‘মাননীয় স্যারদের বলছি, কেউ অন্যায় করে থাকলে তার বিচার করুন। কিন্তু এভাবে একটা প্রতিষ্ঠান বন্ধ করতে পারেন না। আপনারা সব উপদেষ্টা মিলে বাকি জীবনে বেক্সিমকোর মতো একটা কারখানা তৈরি করে দেখাইয়ের জাতিকে’।
জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিক ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছিল। কারণ সরকার অনির্দিষ্টকালের জন্য নগদ সহায়তা দিতে পারছে না। বাধ্য হয়ে গত ১৫ ডিসেম্বর জারি করা বিজ্ঞাপ্তিতে বেক্সিমকো গ্রুপের এসব কারখানার সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ১৬ ডিসেম্বর থেকে ছাঁটাই কার্যকরের কথা জানানো হয়। এতে আরো বলা হয়, ছাঁটাই হওয়া শ্রমিকদের কারখানায় রিপোর্ট করার প্রয়োজন নেই। আগামী ৩০ জানুয়ারি আবার কারখানা খোলার সম্ভাব্য তারিখ পর্যন্ত সব ধরনের উৎপাদন কাজ বন্ধ থাকবে।
বন্ধ করে দেয়া কারখানাগুলোর মধ্যে আছে শাইনপুকুর গার্মেন্টস, আরবান ফ্যাশনস, ইয়েলো অ্যাপারেলস, প্রিফিক্স ফ্যাশনস, আরআর ওয়াশিং, বেক্সিমকো ফ্যাশনস, বেক্সিমকো গার্মেন্টস, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস, এসেস ফ্যাশনস, এসকর্প অ্যাপারেলস, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন ও ক্রিসেন্ট এক্সেসরিজ লিমিটেড। তবে বেক্সিমকোর ওষুধ ও সিরামিকস কারখানায় উৎপাদন চলমান থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বেক্সিমকোর অর্থ ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ওসমান কায়সার চৌধুরী বলেন, কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় উৎপাদন চালানো যাচ্ছে না। তিনি আরো বলেন, ছাঁটাই হওয়া শ্রমিকরা গত নভেম্বরে পুরো বেতন পেয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু
সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এক ফ্রেমে এক ট্রিলিয়ন ডলার
পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু
আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প, বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও