সেনা অফিসার হওয়ার স্বপ্ন শেষ কলেজ শিক্ষার্থীর
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
বাবা ফারুক মোল্লা ছিলেন সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তার একমাত্র পুত্র রাহাতুল হাসান ছোটবেলা থেকে যেমন মেধাবী তেমনি তীক্ষè বুদ্ধির অধিকারী। ফারুক মোল্লা চেয়েছিলেন তার পুত্র সেনাবাহিনীর ঊর্ধ্বতন চৌকষ কর্মকর্তা হয়ে দেশের সেবায় নিজেকে উজাড় করে দিবেন। বাবার ইচ্ছে পুরনে রাহাত সেভাবেই নিজেকে প্রস্তুত করেছিলেন। এসএসসিতে গোল্ডেন জিপিএ পেয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হন কুমিল্লার ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে। রাহাত বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হয়ে এক গুলিতে সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন শেষ তার। এখন চোখের দৃষ্টি ফিরে পাবার পাশাপাশি সুস্থভাবে বেঁচে থাকাটাই যেন একমাত্র চাওয়া রাহাতের। ডান চোখে গুলিবিদ্ধ এ শিক্ষার্থীর এখন বাম চোখও আক্রান্ত। এখন তার চিকিৎসা চলেছে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। তাকে সার্বক্ষণিক সেবায় নিয়োজিত রয়েছেন তার মা পারুল আক্তার। রাহাত যতবারই চোখের কালো গ্লাস খুলেন ততবারই পারুল ছেলেকে ছড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
গতকাল দুপুরে হাসপাতালের বেডে শুয়ে থাকা রাহাতের সাথে কথা হয়। তিনি এ প্রতিবেদকের কাছে তুলে ধরেন ঘটনার দিনের আদ্যপান্ত। রাহাত বলেন, ঘটনার দিন গত ৩ আগস্ট। ওই দিন বেলা ১২টার দিকে কুমিল্লা পুলিশ লাইনসের সামনে রাস্তায় অবস্থান নিয়েছিলেন তার কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৫-৬শ’ শিক্ষার্থী। হঠাৎই রাস্তার মাঝখানে এসে পুলিশের এপিসি কার থেকে শিক্ষার্থীদের দিকে গুলি আর গুলি। সাথে গরম পানি, টিয়ার সেল। অন্যদিকে ছাত্রলীগের হামলা। এর মধ্যেও ফ্যাসিস্ট হাসিনাবিরোধী শ্লোগান চলছিলো। কিন্তু আমরা পুলিশ-ছাত্রলীগসহ ফ্যাসিস্টদের অস্ত্র শক্তির কাছে বেশিক্ষণ টিকতে পারিনি। গুলিবিদ্ধদের শরীরের তাজা রক্তে রাজপথ তখন রক্তাক্ত। সারা শরীরে গুলিবিদ্ধ হয়ে রক্তের মধ্যেই পড়ে থাকি রাস্তায়। কিছুক্ষণ পর কয়েকজন সহপাঠী এগিয়ে এসে উদ্ধার করে নিয়ে যায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিন তাকে পাঠানো হয় ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে। সেই থেকে এখানেই ভর্তি।
মেধাবী এ শিক্ষার্থীর পাশে থাকা মা পারুল আক্তারের কাছে ছেলের বর্তমান অবস্থা জানতে চাইলে হাসপাতালের মধ্যেই ছেলেকে ছড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তিনি বলেন, তিনটি মেয়ের পরে একমাত্র ছেলে রাহাতের জন্ম। সবার অতি আদরের। তিন মেয়ের সবাই শিক্ষিত। লেখাপড়া শেষে বড় মেয়ের বিয়ে হয়েছে। মেঝ মেয়ে সম্প্রতি হিসাব বিজ্ঞানে মাস্টার্স শেষ করেছে। ছোট মেয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। কিন্তু সব আশা-ভরসা ছিলো ছেলে রাহাতকে নিয়ে। এসএসসি গোল্ডেন জিপিএ লাভ করায় ওর উপর আমাদের প্রত্যাশাটা আরো বেশি ছিলো। এখন ওর সারা শরীরেই গুলি। শরীরে অর্ধশত গুলি ছিলো। অনেকগুলো বের করা সম্ভব হয়নি। তবে বেশি আক্রান্ত চোখের গুলিতে। ডান চোখে গুলি লাগে। যে গুলি এখনো ভেতরে রয়ে গেছে। চিকিৎসক বলেছেন, চোখের গুলি বের করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ডান চোখের কারণে এখন বাম চোখও আক্রান্ত হয়েছে। চিকিৎসক বলেছেন, বাম চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবার সম্ভাবনা ক্ষীণ। এখন বাম চোখ রক্ষা করার চিকিৎসা চলছে। যতদিন বেঁচে থাকবেন ততদিনই বাম চোখের চিকিৎসা নিতে হবে।
পারুল বলেন, তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক। জীবনের সবটুকু আয় এবং সঞ্চয় সন্তানদের শিক্ষার পেছনে খরচ করেছেন। ছেলের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে পারেন না বলে তার বাবা তেমন একটা হাসপাতালে আসেন না।
কুমিল্লা জেলার কোতোয়ালি থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা রাহাত। কুমিল্লাতেই তার বেড়ে ওঠা। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে রাহাত বলেন, যেহেতু চিরদিনের জন্য একটি চোখ হারালাম। শরীরে গুলি নিয়ে কাটাতে হবে বাকি জীবন। এহেন পরিস্থিতিতে আগের স্বপ্নতো আর পূরণ সম্ভব হবে না। এখন ২৪-এর সংগ্রামে আহতদের প্রয়োজনে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পাশাপাশি শিক্ষা এবং কর্মস্থানের দায়িত্ব সরকার বহন করবে এটাই জাতি প্রত্যাশা করেন। আর এ প্রত্যাশার প্রাপ্তিতেই আমিও তৃপ্ত হবো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর