সালাম মুর্শেদীর ৪ মামলায় জামিন নামঞ্জুর

Daily Inqilab খুলনা ব্যুরো

২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম


খুলনা-৪ আসনের সাবেক এমপি সালাম মুর্শেদীকে ৪টি মামলায় খুলনার দু’টি পৃথক আদালত কারাগারে প্রেরণ করেছেন। এর আগে তার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।
এর আগে গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আলতাফ মাহমুদ এর আদালতে হাজিরা শেষে দুপুর ১২টায় আসামিকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়। আব্দুস সালাম মুর্শিদিকে দিঘোলিয়া ৩টি ও ফুলতলার ১টি মামলায় আদালতে তোলা হয়।
এ সময় আদালত প্রাঙ্গনে উৎসুক জনতা সাবেক এমপি সালাম মুর্শিদিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং চোর চোর সেøাগান দেয়। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর নেতৃত্বে প্রায় ২ হাজার নেতাকর্মী খুলনা ডাকবাংলা মোড়ে দলের বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য নদীপথে ট্রলারযোগে রওনা হয়। তাদের কিছু নেতাকর্মী চন্দনীমহল (কাটাবন) ঘাটে অবস্থান করছে এমন সংবাদ পান বিএনপি’র ওই নেতা। বেলা সাড়ে ১১টার দিকে ট্রলার ওই স্থানে পৌঁছানোর সাথে সাথে আওয়ামী সরকারের সন্ত্রাসীরা তাদের ওপর শর্টগান, কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জিআই পাইপ, চাপাতি, বোমা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ মামলার বাদী বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু বলেন, সেদিন আমরা শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়ার জন্য ট্রলারযোগে খুলনায় যাচ্ছিলাম। ওইদিন আসামিরা আমাদের ট্রলারে ওঠে আমাদের ওপর অমানবিক অত্যাচার করে। আমাদের লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তারা। ইচ্ছামতো মারধর করে। আমাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। আমাদের অনেক নেতাকর্মী তাদের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন। অনেককে মারধর করে নদীতে ফেলে দেয়া হয়। পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসলে এবং সরকারের পতন হলে তিনি দিঘলিয়া থানায় ২০২৪ সালের ৪ অক্টোবর এ হামলার ঘটনায় মামলা দায়ের করেন, যার নং ৩। এ ঘটনায় তিনি সাবেক এমপি শেখ হেলালসহ ২১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় খুলনা ৪ আসনের সাবেক এমপি সালাম মুশের্দী ৯ নং আসামি। শুনেছি তার আইনজীবীরা জামিন নেয়ার জন্য আদালতে আবেদন করেছিল। কিন্তু আদালত না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এ হামলার বিচার চান বলে আরো জানিয়েছেন।
অপর মামলা থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি নেতা আজিজুল বারী হেলাল খুলনার দিঘলিয়ায় আসেন। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা ৫নং ওয়ার্ড বিএনপি নেতা সোহেল পারভেজ দলীয় নেতাকর্মী নিয়ে ফেরীঘাটের সামনে অবস্থান করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও অস্ত্রধারীরা অতর্কিতভাবে সালাম মুশের্দীর নির্দেশে তাদের ওপর হামলা চালায়।
উপস্থিত নেতাকর্মিদের ছত্রভঙ্গ করার জন্য গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে। এ সময়ে বিএনপি’র কিছু নেতাকর্মি গুরুতর আহত হন। এ ঘটনায় বিএনপি’র ওয়ার্ড নেতা সালাম মুশের্দীকে এক নম্বর আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নং-১১।
অপর একটি মামলা থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি নেতা খায়রুল ইসলাম মোল্লা দিঘলিয়া উপজেলার পুটিমারী বটতলার মোড়ে দলীয় কর্মসূচী শেষে খুলনার উদ্দেশ্যে নগরঘাট ফেরিঘাটের রাস্তায় পৌঁছান। সন্ধ্যা ৬ টার দিকে সালাম মুর্শেদীর নেতৃত্বে প্রায় ৮০-৯০ জন সন্ত্রাসী বিএনপি নেতাকে ঘিরে ফেলে। তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ##

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
আরও

আরও পড়ুন

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক