বিসিএস (প্রশাসন) কল্যাণ সমিতির বিবৃতি আজ ‘অবস্থান কর্মসূচি’ পালন করবে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম :: বিএএসএ-এর সঙ্গে কমিশন বসবে, তখন ভুল বুঝাবুঝি থাকবে না : জনপ্রশাসনের সিনিয়র সচিব

আব্দুল মুয়ীদ চৌধুরীকে অপসারণ পূর্বক কমিটি পুনর্গঠনের দাবি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম


জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী›কে অপসারণ পূর্বক কমিটি পুনঃগঠন করতে হবে। তারা দেশী-বিদেশী দুষ্ট চক্রের এজেন্ট। এ আমরা তাদের আবাঞ্চিত ঘোষণা এবং সুপারিশ প্রত্যাখান করা হয়েছে। জুডিশিয়াল সার্ভিস কমিশন-এর ন্যায় গুরুত্বপূর্ণ ক্যাডারের জন্য আলাদা সার্ভিস কমিশন গঠনের দাবি। গতকাল রোববার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও কমিশনের সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছুর রহমান বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রদত্ত বক্তব্যর প্রতিবাদে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমিতি পক্ষে থেকে ‹বিবৃতি দেয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রায় দুই শতাধিক পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা পূর্ববর্তী কর্মসূচীর অংশ হিসেবে জনপ্রাশন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে আজ সোমবার আবারো ‹অবস্থান কর্মসূচী› পালন করেন। বিসিএস (প্রশাসন) কল্যাণ সমিতির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এ বিবৃতিতে এ দাবি জানানো হয়। দাবি গুলো হচ্ছে,কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী›কে অপসারণ পূর্বক কমিটি পুনঃগঠন করতে হবে। তারা দেশী-বিদেশী দুষ্ট চক্রের এজেন্ট। আমরা তাদের আবাঞ্চিত ঘোষণা এবং সুপারিশ প্রত্যাখান করছি। অযাচিত ও অনাবশ্যক মতবিনিময় সভার নামে দুরভিসন্ধিমূলকভাবে প্রশাসনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিষয়টি তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশ্বের যে সকল দেশে আধুনিক জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান, সেখানে কোথাও টেকনিক্যাল-প্রফেশনাল কর্মকর্তাগণকে কোটা-ব্যবস্থার মাধ্যমে সিভিল প্রশাসনে অন্তর্ভুক্তির ব্যবস্থা নেই। তদুপরি, সিভিল প্রশাসনের স্বাতন্ত্র-কে উপেক্ষা করে, বিভিন্ন সার্ভিসের কাজের ধরণ, বৈশিষ্ট্য, ইত্যাদির পার্থক্য কে বিবেচনায় না নিয়ে সকল জেনারেল-টেকনিক্যাল-প্রফেশনাল সার্ভিসকে একত্রে ক্যাডার ভুক্তকরণ ব্যবস্থাটিও আধুনিক প্রশাসনের সাথে অসামঞ্জস্য এবং নজিরবিহীন। একটি যুগোপযোগী, নিরপেক্ষ ও পেশাদার সিভিল প্রশাসন গঠনের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারকে পৃথক করে পূর্বের ন্যায় সকল পদসমূহ অন্তর্ভুক্ত করে ‹বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস› প্রতিষ্ঠা করার দাবী জানাচ্ছি। এ ক্ষেত্রে ‹জুডিশিয়াল সার্ভিস কমিশন-এর ন্যায় গুরুত্বপূর্ণ ক্যাডারের জন্য আলাদা সার্ভিস কমিশন গঠন করা যেতে পারে।

গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সাথে আয়োজিত মতবিনিময় সভায় কমিশন প্রধান নাব আব্দুল মুয়ীদ চৌধুরী ও কমিশনের সদস্য সচিব জনপ্রশান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো.মোখলেছুর রহমানের বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তারা উভয়েই প্রশাসন ক্যাডারের সদস্যদের আবেগ, অনুভূতি ও স্বার্থকে আঘাত করে বক্তব্য প্রদান করেছেন। উপসচিব পদে পদোন্নতি প্রসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে তাদের উস্কানিমূলক বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস। দেশী-বিদেশী কুচক্রী মহলের এজেন্ট হিসেবে তারা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে বিব্রত করা ও সরকারের সঙ্গে প্রশাসনে কর্মরত কর্মচারীদের বিরোধ সৃষ্টি করার লক্ষ্যেই তাঁরা এমন অনাখাঙ্খিত বক্তব্য দিয়েছেন। মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিলেট ডিভিশনের আদেশের আলোকে বিগত ২২ বছর যাবত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের সদস্যদের জন্য ৭৫% এবং অন্যান্য ক্যাডারের সদস্যদের জন্য ২৫% পদ সংরক্ষিত রয়েছে। সকল ক্যাডার কর্মকর্তাগণ তা মেনে নিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ কাজ করে যাচ্ছেন। দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক নিস্পত্তিকৃত একটি বিষয় অযাচিত ও অপ্রাসঙ্গিকভাবে বক্তব্য দিয়ে তাঁরা মহামান্য আদালতকে পর্যন্ত অবজ্ঞা করেছেন। এ ছাড়া উক্ত কমিশন উপসচিব ও যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের অবান্তর একটি প্রস্তাবও পেশ করেছেন। উপসচিব ও যুগ্ম-সচিব পদের জন্য পরীক্ষা চালু করা হলে পদোন্নতি প্রত্যাশীগণ দাপ্তরিক কাজ বাদ দিয়ে পুনরায় ছাত্রের ন্যায় পড়ার টেবিলে বসে যাবেন। ফলে অধিকাংশ দপ্তর কাঙ্খিত সেবাদানে ব্যর্থ হবে।অন্যান্য ক্যাডার থেকে যারা পুলভুক্ত হবেন, নীতিনির্ধারণী কাজে পূর্ব অভিজ্ঞতার অভাবে মন্ত্রণালয়/বিভাগের কাজেও তাদের দক্ষতা প্রদর্শনে সুযোগ থাকে না। অপর দিকে প্রশাসনিক/নীতিগত কাজ/রাষ্ট্রীয় উপাচার/ রাজনৈতিক বিষয়াবলীতে অভিজ্ঞ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণের সেবা থেকে রাষ্ট্র বঞ্চিত হবে। ফলশ্রুতিতে বাংলাদেশ একটি ‹ব্যর্থ রাষ্ট্রে› পরিণত হবে। বিধায় সংস্কার কমিশনের এ ধরণের উদ্ভট প্রস্তাব বাস্তবায়ন যোগ্য নয়। আমরা কমিশনের এসব কল্পিত প্রস্তাবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রায় দুই শতাধিক পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা পূর্ববর্তী কর্মসূচীর অংশ হিসেবে জনপ্রাশন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে ‹অবস্থান কর্মসূচী› পালন করেছেন। তারা মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করে প্রধান উপদেষ্টার নির্দেশনা কার্যকর করার জন্য দাবি জানান। আজ সোমারে মধ্যে দাবি পূরণের আশ্বাস প্রদান করলে কর্মকর্তাগণ তাঁদের ‹অবস্থান কর্মসূচী› আজকের মত মুলতবি পূর্বক পুনরায় মন্ত্রিপরিষদ সচিব আজ সকাল ১০ টায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে ‹অবস্থান কর্মসূচী› পালন করা হবে। তাারা জানান যে, পদোন্নতি বিষয়ে ড. জাকির আহমেদ খান-এর নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচী অব্যাহত থাকবে। তাঁরা এ বিষয়ে প্রধান উপদেষ্টার সদয় হস্তক্ষেপ কামনা করেন বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক এবিএম আব্দুস সাত্তার।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন তার কার্যালয়ের সামনে অবস্থানরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। নিজের মিনি কনফারেন্স রুমে বৈঠকে বসেছেন সিনিয়র সচিব। এর আগে দুপুর পৌনে ১টায় নিজ দপ্তরে আসেন তিনি। এর আগে আজ রোববার বেলা সাড়ে ১১টার পর থেকে সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সিনিয়র সচিব মোখলেস উর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি-দাওয়া পেশ করতে জড়ো হন তারা। কমিশনের সুপারিশের বিষয়গুলো সামনে আসার পরই এ ব্যাপারে প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। একই দিন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের জেলা শাখা সভাও করেছে। পদাধিকারবলে জেলা প্রশাসকেরা এই সংগঠনের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসকেরা সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে কার্যবিবরণী পাঠিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরছেন। প্রশাসন ক্যাডার উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন চায়।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো মোখলেস উর রহমান বলেছেন, কয়েকটি মৌলিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। চলতি সপ্তাহেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সঙ্গে বসবে কমিশন। এরপর কারো মধ্যে ভুল বুঝাবুঝির সুযোগ থাকবে না। গতকাল রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন সিনিয়র সচিব ড. মো মোখলেস উর রহমান। তিনি বলেন, প্রশাসন ক্যাডার থেকে লিখিত পেলাম। এটা আমরা কমিশনে দেব। তিনি আরও জানান, কমিশন এর আগে ২৩টা হয়েছে। এটা ২৪তম। এবার আরও ৬টা কমিশন হয়েছে। সিনিয়র সচিব আরও জানান, এ সপ্তাহে একটি ওয়ার্কশপ বা সেমিনার করে বা ক্লোজ ডোর আলোচনা করে তারা মতামত দেবে। এটার পরে কারো মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তে সৃষ্ট সমস্যা সমাধানে গতকাল প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন। পরে তাদের সঙ্গে বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা তাদের ক্যাডারে অন্তর্ভুক্ত না রাখার সুপারিশের বিপক্ষে। মানে তারা ক্যাডারেই থাকতে চান। এরই মধ্যে ২৫টি ক্যাডার নিয়ে গঠিত ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি সভা করে। সভায় পরিষদের সঙ্গে পরিষদভুক্ত ২৫টি ক্যাডারের পৃথক সংগঠনের নেতাদের মতবিনিময় হয়। সভা থেকে প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পরিচালনা ও কোটামুক্ত উপসচিব পুলের দাবিতে কলমবিরতিসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সোমবার প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন এ বিষয়ে বিবৃতি দেবে। এ ছাড়া আগামী ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন করা হবে। সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
আরও

আরও পড়ুন

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক