তিন মাসের ব্যবধানে গুম হয় ছাত্রদল নেতা দুই সহোদর ভাই
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
মাত্র ১৬ বছর বয়সি ছোট ভাই মিরাজ খান গুম হলে আত্মরক্ষার্থে স্ত্রী ও সন্তানসহ চট্টগ্রামে চলে যান বরিশাল মহানগরীর জনপ্রিয় ছাত্রদল নেতা ফিরোজ খান। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তিন মাসের মাথায় ফিরোজ খানকেও তুলে নিয়ে যায়। গত ২০১২ সালে ৩ এপ্রিল মিরাজ এবং একই বছরের ২৪ আগস্ট গুম হন ফিরোজ খান। সেই থেকে আজো অজানা তাদের পরিণতি।
দুই ভাই গুমের পর পুরো পরিবারটি অভিভাবক ও পুরুষশূন্য হয়ে পড়ে। দিশেহারা হয়ে পড়েন তারা। পরিবারে হাল ধরা দুই পুত্র অপহরণের পর ধীরে ধীরে রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে রয়েছেন তাদের বৃদ্ধ মা ফিরোজা বেগম। অপরদিকে বিয়ের মাত্র ৪ বছর পর স্বামী গুমের ঘটনায় পাগলপ্রায় তার স্ত্রী। ঘটনার সময় ফিরোজ খানের তিন বছরের সন্তান জিসান এখন আর মনে করতে পারেন না বাবার স্মৃতি। ৫ আগস্ট হাসিনার পালিয়ে যাবার পর প্রেক্ষাপট পরিবর্তন হয়। গুমের শিকার অনেকে বেরিয়ে এলে উদ্ঘাটন হয় আয়না ঘরের রহস্য। অনেকের বেরিয়ে আসার পর আশায় বুক বেধেছেন ফিরোজ ও মিরাজের মা। স্বামী ঠিকই ফিরে আসবেন এ প্রতীক্ষায় রয়েছেন ফিরোজের স্ত্রী বৃষ্টি।
মিরাজ ও ফিরোজ দুই সহোদর। তাদের বাড়ি বরিশাল জেলা বিমান বন্দর থানা এলাকার চাঁদপাশায়। ফিরোজ ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক। পাশাপাশি ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি। ছিলেন ভালো ফুটবলারও। খেলতেন নিজ জেলার বাইরেও। ২০১২ সালের আগস্টে ফিরোজ যখন গুম হন তখন তিনি ২৮ বছরের যুবক। স্কুল জীবন থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলে যুক্ত হন। ফিরোজ খানের জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েন হাসিনার দোসর আওয়ামী লীগের স্থানীয়রা। ২০১২ সালে ফিরোজ খান যখন গুম হন তখন ফ্যাসিস্ট হাসিনার দল আ’লীগ রাস্ট্রীয় ক্ষমতায়। তখন বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরন আ’লীগে যোগ দিতে ফিরোজ খানকে বার বার চাপ প্রয়োগ করছিলেন। তাকে দেয়া হয় গাড়ি-বাড়িসহ ঠিকাদারির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবার লোভনীয় প্রস্তাব। কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন ফিরোজ খান। হিরন খানের প্রস্তাব নাকচ করাই কাল হয় ফিরোজের জীবনে।
এরপর গাড়ি ভাংচুর, নাশকতা, বিস্ফোরক, হত্যাসহ বিভিন্ন ধরনের রাজনৈতিক মামলায় আসামি করা হয় ফিরোজকে। এরপর হিরন তৎকালীন র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে মোটা অঙ্কের অর্থ দিয়ে দিয়ে দুই ভাইকে গুম করান। গতকাল ফিরোজ খানের স্ত্রী দৈনিক ইনকিলাব কার্যালয়ে এসে স্বামী ও দেবরের গুম হওয়া প্রসঙ্গে এভাবেই বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, তখন আ’লীগ সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিএনপির দেয়া হরতালসহ বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে থেকে আন্দোলন চাঙ্গা রাখতেন ফিরোজ খান। এজন্য তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হতো। শুধু তাই নয়, ফিরোজকে গুমের পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনার অংশ হিসেবে আগে অপহরণ করা হয় ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের একটি পদে থাকা ফিরোজের ছোট ভাই মিরাজকে। মিরাজ বেড়াতে এসেছিলেন ঢাকার মিরপুরের এক নম্বরে। ২০১২ সালের ৩ এপ্রিল রাত ৮টার দিকে রায়হানসহ তিন বন্ধু মেস বাসা থেকে রাস্তায় এসেছিলেন তারা টিফিন করতে। ঠিক ওই সময় একটি মাইক্রোবাসে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাদের তুলে নেয়া হয়। গাড়ির ভেতরে ৫ লাখ টাকা ঘুষ চাওয়া হয়। মায়ের সাথে যোগাযোগ করে টাকাও দিতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু ঘটনার রাত ৩টার দিকে দুই বন্ধুকে ছেড়ে দেয়া হলেও মিরাজের খোঁজ আজও মেলেনি। মিরাজের খোঁজ পেতে তার মা মিরপুর থানাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরে যান। কিন্তু তারা মিরাজকে গ্রেফতারের বিষয়টি সব সময় অস্বীকার করে। মিরাজের ঘটনায় কোনো থানায় জিডি পর্যন্ত নেয়নি। শুধু তাই নয় র্যাব কিংবা ডিবি একটি অভিযোগপত্র পর্যন্ত গ্রহণ করেনি।
ভাইয়ের এ পরিণতিতে নিজের ওপরও বিপদের শঙ্কা আঁচ করতে পেরে ফিরোজ খান বরিশাল ছেড়ে আত্মগোপনে চলে যান চট্টগ্রামে। সঙ্গে নিয়ে যান স্ত্রী ও তিন বছরের পুত্র সন্তানকে। কিন্তু সেখানেও রক্ষা হয়নি তার।
২০১২ সালের ২৪ আগস্ট চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ঈদ গাঁ বরফকল কলোনী মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বের হন ফিরোজ খান। সেখানের একটি দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন। এ সময় সাদা পোশাকের কয়েকজন এসে অস্ত্র ঠেকিয়ে ফিরোজকে তুলে নিয়ে যায় কিছু দূরে অপেক্ষমাণ মাইক্রোবাসে। ঘটনাস্থলে থাকা স্থানীয় থানা পুলিশের একজন এসআই ঘটনা প্রত্যক্ষ করেন এবং ফিরোজকে তুলে নেয়া মাইক্রোবাসের নম্বরটি টুকে রাখেন। এ ঘটনায় নানা নাটকীয়তা শেষে ডবল মুরিং থানা পুলিশ নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডাইরি নিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেন। সংসারের হাল ধরা বড় ছেলের এহেন পরিস্থিতিতে ফিরোজের মা র্যাব-পুলিশসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি।
এদিকে দিন যতই গড়াচ্ছে ফিরোজের পরিবার যেন ততই নিঃস্ব হতে চলেছে। ফিরোজের পরিবারের বিবাহিত একমাত্র বোন তার মায়ের কিছুটা সেবা করেন।
অপরদিকে অসহায় ফিরোজের স্ত্রী বৃষ্টি নিরুপায় হয়ে একমাত্র সন্তান মোহাম্মদ জিসানকে নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার পিত্রালয়ে চলে গেছেন। জিসান আজ ৮ম শ্রেণীর ছাত্র। বাবার স্মৃতি তার একেবারেই মনে নেই। তবে শিশুকাল থেকে বাবা ও চাচার অজানা কাহিনী শুনতে শুনতে সে আজ ট্রমায় ভুগছে। অন্য শিশুদের থেকে সে যেন সম্পূর্ণ আলাদা। একেবারেই কম কথা বলে।
একমাত্র সন্তানের ভবিষ্যৎ এবং স্বামী একদিন ফিরে আসবেন এর বাইরে অন্য কিছু ভাবছেন না ফিরোজের স্ত্রী। মাত্র ৪ বছরের বিবাহিত জীবন হলেও স্বামী ফিরোজই তার স্বপ্ন। যে কারণে পিত্রালয়ের একটি কক্ষে পুরাতন কাপড় সেলাই করে উপার্জিত অর্থ দিয়েই কোনোভাবে চালিয়ে যাচ্ছেন সংসার। তবে তিনি বিএনপি তথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্থানীয় নেতারা খোঁজ খবর না নিলে তারেক রহমানের নির্দেশে ২০১৭ সাল থেকে ছেলের লেখাপড়ার জন্য প্রতি মাসেই একটি নির্ধারিত খরচ পাচ্ছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে: আমীরে জামায়াত
রাজস্থানে ৩ দিনেও উদ্ধার হয়নি ৭০০ ফুট গর্তে আটকে থাকা শিশু
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা