গণশুনানির মাধ্যমে তিস্তার পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করব :আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
শুধু একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হয়নি। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে, একই দিন দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবং বিকেলে নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের প্রতিবেদনেÑ
নীলফামারী জেলা সংবাদদাতা জানান, আমি আগামী বছরের শুরুর দিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সাথে নিয়ে এই এলাকায় আসব। গণশুনানির মাধ্যমে মানুষের কথা শুনে শিল্প বাণিজ্য কৃষি ও তিস্তার পানির যে সমস্যা তা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করব। আমি আশাবাদী, আপনাদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে। নীলফামারীর জলঢাকায় গতকাল বুধবার বিকেলে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠান শুরুতে অবহেলিত জলঢাকা উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করার বিষয়বস্তু আলোকপাত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, কেন্দ্রীয় অন্যতম সমন্নয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাঈদ লিওন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতে আমির মোখলেছুর রহমানসহ স্থানীয় সমন্নয়করা।
রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান : সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলায় উন্নয়ন কার্যক্রম করবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেই সাথে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হবে। গণঅভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আহতদের সাথে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাসসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য এবং অ্যাজেন্ডা হচ্ছে দেশের সার্বিক সংস্কার করা। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আর্থিক অবস্থা থেকে শুরু করে সামাজিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বর্তমান সরকার রাষ্ট্রের সেসব ধ্বংস প্রতিষ্ঠানের সব প্রকার সংস্কার করতে চায়। সে জন্য একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সেই সংস্কার কমিশনের তিন মাস প্রায় শেষ হতে চলছে। সময় শেষে সংস্কার কমিশন তাদের প্রস্তাবনাগুলো সরকারের কাছে হস্তান্তর করবে। সেই প্রস্তাবনা অনুযায়ী স্টেকহোল্ডারদের সাথে পর্যালোচনার মাধ্যমে দেশ বৃহৎ সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে এগিয়ে যাবে। এসময় তিনি সবার অংশগ্রহণ, মতামত ও সহযোগিতা কামনা করেন।
শীতবস্ত্র বিতরণী ও চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম বজলুর রহমান জাহিদ, সদস্য সচিব কুদরত-ই-খুদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলের রাব্বি, জেলার সব সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ উপজেলার সর্বস্তরের লোকজন।
পরে দুপুরে তেঁতুলিয়া পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় শীতার্ত ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ জুলাই-আগস্টে শহীদ পরিবারের হাতে চেক প্রদান করা হয়। সেই সাথে তেঁতুলিয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে ও মানসম্পন্ন খেলোয়াড় তৈরির জন্য একটি মিনি স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। তেঁতুলিয়া উপজেলার সার্বিক উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু