ঢাকা   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
হাসিনার লুটপাটের অনুসন্ধান

দেশ ছাড়ছেন আমলা-কামলারা

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা লুটপাটের সঙ্গে সংশ্লিষ্ট আমলা,পদস্থ কর্মকর্তা,ব্যবসায়ী ও ঠিকাদারদের ভূমিকা ও নাম। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক)ও সাবেক পদস্থ কর্মকর্তা যেমন রয়েছেন, তেমনি রয়েছে ডাকসাইটে আমলাদের নাম। পাঁচ সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের সংগৃহিত প্রাথমিক তথ্য-উপাত্তের মধ্যেই প্রমাণ মিলছে তাদের সংশ্লিষ্টতা।র এ বিষয়ে টিম গঠনের পর পরই প্রকল্প সংশ্লিষ্ট এ আমলাদের অনেকে দৃশ্যপটের আড়ালে চলে গেছেন। কেউবা চেষ্টা চালাচ্ছেন স্বাভাবিক অবসরের পূর্ণ সুবিধা নিয়ে দেশ ছাড়ার। তথ্য নির্ভরযোগ্য সূত্রের।

সূত্রটি জানায়, শেখ হাসিনা উন্নয়নের ধোঁয়া তুলে একেকটি মেগা প্রকল্প ফাদতেন। প্রকল্পগুলোর প্রধান উদ্দেশ্যই ছিলো নিজে,পরিবারের সদস্য, ঘনিষ্ট আমলা, ব্যবসায়ী,ঠিকাদার ও বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত প্রকৌশলীদের অবাধ লুন্ঠনের উছিলা তৈরি করা হয়। সাধারণ মানুষ এতে আদৌ কোনো উপকৃত হবেন কি না-সেই ভাবনা ছিলো সুদূর পরাহত। প্রকল্পের নামে ফসলি জমি কয়েকগুণ দামে অধিগ্রহণ, মাটি ভরাট, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ সংযোগ,গ্যাস,পানি ও স্যুয়ারেজ লাইন নির্মাণে ব্যয় করতেন হাজার হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকালে কয়েকদফায় বাড়ানো হতো বাস্তবায়ন ব্যয়। তদুপরি প্রকল্প থেকে মানুষ তেমন কোনো উপকৃত হয়নি। কোনো কোনো প্রকল্প পরিবেশ দূষণ, ফসলি জমি বিনষ্ট ,মানুষকে ভিটেমাটি ছাড়াকরণসহ নানামুখি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে তেমন কোনো ভূমিকা না রাখলেও প্রকল্প সংশ্লিষ্ট আমলা-কামলা আর ঠিকাদাররা হয়েছেন শত শত কোটি টাকার মালিক। তারা বিভিন্ন দেশে গড়ে তুলেছেন সেকেন্ডহোম। এক সময় হাসিনা সরকারের অবসান হতে পারে-এমন আশঙ্কা তাদের মধ্যে সবসময়ই ছিলো। তাই ধূর্ত আমলা-কামলারা পরিবার-পরিজনকে আগেভাগেই স্যাটেল করেছেন আমেরিকা,কানাডা,বৃটেন,ফ্রান্স,অস্ট্রেলিয়া,সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ায়। ৫ আগস্ট হাসিনা উৎখাত হওয়ার পর এখন হাত পড়েছে তার দুর্নীতিতে। এসব দুর্নীতির সুষ্ঠু তদন্ত হলে ধরা খানে হাসিনার দুর্নীতির সহযোগী প্রকল্প সংশ্লিষ্টরা। এ কারণে তারা যে যেভাবে পারেন, ছাড়ছেন দেশ।

প্রধান উপদেষ্টার কার্যালয় এবং দুদকসূত্রগুলো জানায়, গত ২৩ ডিসেম্বর শেখ হাসিনার বহুল প্রচারিত ৯টি প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে টিম গঠন করে দুদক। উপ-পরিচালক মো: সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত টিমের অপর সদস্যরা হলেন, উপ-পরিচালক মো: সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান ও সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর। উক্ত টিম ইতিমধ্যেই প্রকল্পে সংঘটিত দুর্নীতি সম্পর্কে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন সংগ্রহ করে। অনুসন্ধান পর্যায়ে রেকর্ডপত্র চেয়ে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা দফতরে চিঠি পাঠানো হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে, মীরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প-২, বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই ১ম পর্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ২টি মডার্ণ ফায়ার স্টেশন স্থাপন প্রকল্প, মীরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন,বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন) উন্নয়ন প্রকল্প এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। চিঠির মাধ্যমে যাচিত রেকর্ডপত্রের মধ্যে রয়েছে প্রকল্প প্রস্তাব, প্রাক্কলন,অনুমোদিত প্রস্তাব,প্রাক্কলন, বাজেট অনুমোদন, বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয়কৃত অর্থের পরিমাণ, এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং প্রকল্পে সংঘটিত দুর্নীতি বিষয়ে কোনো তদন্ত হয়ে থাকলে সেই প্রতিবেদন এবং প্রকল্প সময়ে পৃথক সারসংক্ষেপের কপি। তদন্ত সংশ্লিষ্টরা আশা করছেন, এসব রেকর্ডপত্র হাতে পেলেই প্রকল্পের নামে অর্থ অপচয়,লুন্ঠনে কোন্ পর্যায়ে কার কি ভূমিকা সেটি পরিষ্কার হয়ে যাবে।

প্রাথমিকভাবে সংগৃহিত তথ্যে কোন্ কর্মকর্তা প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে কোন্ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন, তাদের চিহ্নিত করা গেছে। চিহ্নিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ‘মীরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল’র প্রকল্প পরিচালক (তৎকালিন যুগ্ম-সচিব) মোহাম্মদ এনামুল হক, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (পিডি) মো: মাহবুব হোসেন,বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক,চট্টগ্রামের তৎকালিন বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)র নির্বাহী পরিচালক (সাবেক সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন, বেজা’র সাবেক চেয়ারম্যান পবন চৌধুরী, একই সংস্থার মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: মনিরুজ্জামান, পিপিপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, নির্মাতা প্রতিষ্ঠান ‘এনডিএ’র পরিচালক নির্ঝর এন.আনোয়ার,চট্টগ্রামের সাবেক এমপি মাহবুব উর রহমান,এসএম আল মামুন,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কবির বিন আনোয়ার, মো: নজিবুর রহমান, হেলালুদ্দীন আহমদ, মো: জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. আহমদ কায়কাউস, তোফাজ্জল হোসেন মিয়া এবং ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। এ ছাড়া এ ৯ প্রকল্পের পরিকল্পনা থেকে শুরু করে অর্থায়ন ও বাস্তবায়নের নানা পর্যায়ে যুক্ত ছিলেন, আব্দুস সোবহান সিকদারকে ইতালির রাষ্ট্রদূত করে আগেই দেশের বাইরে পাঠান হাসিনা। তবে শেখ মো: ওয়াহিদুজ্জামান, মো: আবুল কালাম আজাদ, মোহাম্মদ শফিউল আলম,সাবেক পূর্ত সচিব শহীদুল্যাহ খন্দকার দেশেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছ্ েমাস দুই আগে ইকবাল মাহমুদকে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে।

এদের মধ্যে কামাল আব্দুল নাসের চৌধুরী, আবুল কালাম আজাদ, হেলালুদ্দীন আহমদ, ড. জাহাঙ্গীর আলম, এবং নজিবুর রহমান হত্যা মামলায় গ্রেফতার রয়েছেন। ৫ আগস্টের পর কৌশলে পালিয়েছে গেছেন কবির বিন আনোয়ার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালিন সরকার শপথ নেয়ার দিন ৮ আগস্ট বাতিল করা হয় হাসিনার অনুগত এবং বহু দুর্নীতির সাক্ষী তোফাজ্জল হোসেন মিয়া। তিনি এবং শফিউল আলম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। হাসিনার দুর্নীতির আরেক দোসর দুদকের সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) ইকবাল মাহমুদ দেশে এলেও ৫ আগস্টের পর দেশত্যাগ করেন বলে জানা গেছে। আত্মগোপনে রয়েছেন আব্দুল্লাহ-আল মাহমুদ ফারুক, শহীদুল্যাহ খন্দকার, শেখ মো: ওয়াহিদ উজ্জামান, এম.আব্দুল আজিজ ও আব্দুস সোবহান সিকদার।

দুদকের অনুসন্ধানাধীন আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক (পিডি) মো: মাহবুব হোসেনকে ২০২১ সালে দুদকের সচিব করে পাঠান শেখ হাসিনা। এক বছরের বেশি দায়িত্ব পালন শেষে তাকে পূর্ণ সচিব হিসেবে নিয়োগ দেয়া হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। আজ (রোববার) তিনি পূর্ণ সচিব হিসেবে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা । মো: মাহবুব হোসেনের পরিবার আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনিও যেকোনো মুহূর্তে দেশত্যাগ করবেন বলে জানা গেছে।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানাধীন ৮ প্রকল্পে ২১ হাজার কোটি টাকা আত্মসাৎ হয়। আত্মসাৎকৃত অর্থ শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং উপরোক্ত আমলা, প্রকৌশলী ও ঠিকাদারদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। শেষোক্ত রূপপুর পারমাণবিক প্রকল্পের ৫৯ হাজার কোটি টাকার অধিকাংশই পকেটস্থ হয় শেখ পরিবারের।

এদিকে হাসিনার এই মেগা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট আমলা-কামলাদের জরুরিভিত্তিতে গ্রেফতার করার অভিমত ব্যক্ত করেন সংস্থাটির সাবেক আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি বলেন, অনেক দুর্নীতিবাজ আমলা এবং ব্যবসায়ী নামক দুর্নীতিবাজদের দেশত্যাগ ঠেকিয়ে দিয়েছে দুদক। কিন্তু এতেই আশ্বস্ত হওয়ার কিছু নেই। হাসিনার দুর্নীতির সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে দুদকের দুর্নীতিবিরোধী অভিযান ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত
সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল
আরও

আরও পড়ুন

তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন

তারকাখচিত বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন

নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

নতুন ছয় লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

সিংগাইরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার

২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ

২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল রিজার্ভ

সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই

রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের

রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের

১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি

১৪৮ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি

৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন

৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন

প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত

প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত

ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী  কর্মী  বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি

ভিসা সত্যায়নের বেড়াজালে বিপুল সংখ্যক সউদীগামী কর্মী বায়রা নেতৃবৃন্দের সাথে বিএমইটির ডিজি

মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে

মোবাইলের ব্যাককভারে প্রিন্ট করা ছবি লাগানো প্রসঙ্গে

প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক

প্রেমিকাকে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক

সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত

সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে পত্র দিয়ে তথ্য উপদেষ্টার অনন্য দৃষ্টান্ত

ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ পরিবহনকে জরিমানা

গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ

গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় উৎসবের আমেজ

সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল

সাইবার আক্রমণ: আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি সচল

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ অবৈধ অভিবাসী আটক

১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী