জমজমাট গরম কাপড়ের বাজার
০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৫ এএম
হাড় কাঁপানো শীতে কাবু রাজধানীবাসী। গত দু’দিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। ফলে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কাপড় কিনতে মার্কেটগুলোতে ভিড় করছেন সব শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর বিভিন্ন বিপনীবিতানসহ ফুটপাতগুলোতেও যেন ঈদের কেনাকাটার মতো জমজমাট অবস্থা। হঠাৎ গরম কাপড়ের বিক্রি বেড়ে যাওয়ায় বিক্রেতারাও বেশ খুশি।
গতকাল রাজধানীর মৌচাক-মালিবাগ এলাকা এবং মতিঝিল ও গুলিস্তানের ফুটপাত এলাকায় শীতের পোশাক কিনতে আসা লোকজনের ছিল প্রচ- ভিড়। ক্রেতারা বলছেন, গত দু’দিন ধরে হঠাৎ বেশি শীত পড়ায় তারা গরম কাপড় কিনতে এসেছেন। আর হঠাৎ শীত বাড়ায় গরম কাপড়ের বেচা-কেনাও বেশ জমে উঠেছে।
মৌচাক-মালিবাগ, বেলী রোড, ইস্টার্নপ্লাস, টুইনটাওয়ার, গাজীভবন, পলওয়েল মার্কেট, চায়নাভবন, কর্ণফুলি গার্ডেনসহ আশেপাশের সব মার্কেটেই ছিল উপচে পড়া ভিড়। দেখে মনে হয় যেন ঈদের কেনা-কাটা চলছে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দরকষাকষি যেমন হচ্ছে, বিক্রিও হচ্ছে দেদারছে।
তবে এসব মার্কেটের পাশাপাশি ফুটপাতের দোকানে বেচা-বিক্রি আরও বেশি। নারী, পুরুষ, শিশুসহ সব বয়সীদের কাপড় পাওয়া যাচ্ছে ফুটপাতের দোকানে। ক্রেতারা বলছেন, মার্কেটের তুলনায় ফুটপাতের দোকানগুলোতে দাম তুলনামূলকভাবে কিছুটা কম থাকায় তারা এসব দোকান থেকে কেনাকাটা সারছেন। অন্যদিকে দোকানের বিক্রেতারা বলছেন, ক্রেতা বেশি হওয়ায় ব্যবসা বেশি করতে কম লাভেই কাপড় বিক্রি করে থাকেন তারা। আর মার্কেটের দোকানের তুলনায় তাদের আনুষঙ্গিক খরচ কম হওয়ায় কম দামে কাপড় বিক্রির পরও ক্ষতির মুখে পড়তে হয় না বলে জানান এই দোকানগুলোর বিক্রেতারা।
মতিঝিল আরামবাগে আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তায় হলিডে মার্কেটও ছিল বেশ জমজমাট। খিলগাঁও থেকে হলিডে মার্কেটে আসা শাহানা পারভীন বলেন, হলিডে মার্কেটে একসঙ্গে সব ধরনের জিনিস পাওয়া যায়। তোলনামূলক অন্যান্য মার্কেট থেকে এখানে দামও কিছুটা সস্তা। তাই পছন্দমতো দরদাম করে কাপড় কেনা যায়। এজন্যই পরিবারের সদস্য ও নিজের জন্য শীতের কাপড় কিনতে এসেছি।
কমলাপুর থেকে আসা হারুন বলেন, আজ অফিস ছুটির দিন। অন্য দিন কেনাকাটা করার তেমন সুযোগ পাই না। এজন্য আজ আসলাম। এই হলিডে মার্কেটে ভাল মানের কাপড়ও পাওয়া যায়। মার্কেটের তুলনায় এখানে কম দামে কাপড় পাওয়া যায়। পরিবারের সবার জন্য কেনাকাটা করছি।
হলিডে মার্কেটের দোকানদার জামাল উদ্দীন বলেন, গত দু’দিন ঢাকায় শীত বেশি। কিছুদিন আগে শীতের জন্য একটু পাতলা কাপড় হলেও চলতো। এখন মোটা কাপড় ছাড়া চলাচল কষ্টকর হয়ে পড়ছে। এজন্য মার্কেটে ক্রেতার সংখ্যা বেশি। বেশ ভালো বিক্রি হচ্ছে।
অন্য এক দোকানের বিক্রেতা সুজাত বলেন, আমরা একদামে কাপড় বিক্রি করি। অনেক বিক্রি হওয়ায় কম লাভে কাপড় ছেড়ে দেই। তাই আমাদের ক্রেতার সংখ্যাও বেশি। ঢাকায় হঠাৎ শীত বেড়েছে তাই এখন বিক্রিও বেশ ভালো হচ্ছে।
হলিডে মার্কেট কাপড়ের মান ভেদে ২০০ টাকা থেকে দুই হাজার টাকা দামের কাপড় বিক্রি হচ্ছে। সোয়েটার ৩০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হুডি ৪০০ থেকে ৮০০ টাকায়, জ্যাকেট ১০০০ থেকে ২০০০ টাকা, ফুলহাতা গেঞ্জি ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া চাদরের মান ভেদে ৪০০ টাকা থেকে ২০০০ টাকা, মহিলাদের সোয়েটার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত এরকম দামের কাপড়ের চাহিদা বেশি দেখা গেছে। তাছাড়া কানটুপি, মাফলার ও মোজার দোকানেও ছিল প্রচুর ভিড়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের অবিশ্বাস্য জয়ের নায়ক সোহান
শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস
শরীয়তপুরে জাজিরা থানার ওসির অস্বাভাবিক মৃত্যু
গোয়ালন্দে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
যুক্তরাষ্ট্রে দাবানলের কবলে অভিনেত্রী নোরা ফাতেহি
হাসপাতালের তত্তাবধায়কের সাথে অসৌজন্যমূলক আচারণ জেলা প্রশাসকের মধ্যস্থতায় মিমাংশা
করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী
ভুঁইফোড় সংগঠন তৈরি ও অন্য দলের নেতাকর্মীদের যোগদান বন্ধ: বিএনপি
ঈশ্বরদী ইপিজেডে কর্মকর্তার অমানুষিক মারধরে শ্রমিকের মৃত্যু
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন
মানিকগঞ্জে খান বাহাদুর হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে বন্দুকধারীদের হামলা নিহত ১৯
কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার জরিমানা
কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব
আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে: প্রেস সচিব
ভাঙ্গায় ডাক্তারের ফাঁকা বাড়িতে মিললো কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১৫, ভাঙচুর ও ব্যাপক লুটের অভিযোগ
কারও পক্ষ নিয়ে কাজ করলে এবার অসুবিধা হবে: কর্মকর্তাদের সিইসি
রাঙামাটি মেডিকেল কলেজে শহীদ মনিরের নামে হল করার দাবি পিসিসিপি'র