শীত-কুয়াশায় স্থবির জনজীবন
০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৫ এএম
কুয়াশার চাদরে ঢেকে গেছে সারা দেশ। মধ্যরাত থেকে সকাল পেরিয়ে অধিকাংশ এলাকায় দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। এমনকি অনেক জায়গায় সারাদিনই সূর্যের দেখা মিলেনি। কুয়াশার আঁধারির সাথে তীব্র ঠা-া বাতাস আর শীতের কামড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দেশের সর্বত্র ঠা-াজনিত সর্দি-কাশি-জ্বর, ডায়রিয়া, শ^াসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারদের চেম্বারে বেড়ে গেছে রোগীর ভিড়। শীত ও কুয়াশার বৈরী আবহাওয়ায় দিনে এনে দিনে খাওয়া মানুষজন, কৃষি-শ্রমিক, দিনমজুর, কুলি, ঠেলাগাড়ি ও ভ্যানচালকসহ দরিদ্র কর্মজীবী মানুষের রুজি-রোজগার ব্যাহত হচ্ছে। কৃষকদের মাঠে-ঘাটে কাজে যেতে কষ্ট-দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে এ যাবত সর্বনিম্ন তাপমাত্রা। সমগ্র রংপুর বিভাগ এবং রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশে দিন ও রাতের অধিকাংশ সময়েই মাঝারি থেকে ঘন কুয়াশা ভেদ করে সূর্যের তেজ স্থলভাগে আসতে পারছে না কিংবা সূর্যালোক ও রোদ মøান, দুর্বল হয়ে পড়ছে।
এ কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অস্বাভাবিক হ্রাস পেয়েছে। গতকাল মাদারীপুর, কয়রা ও গোপালগঞ্জে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.২, খুলনায় ১৭.৪, ঢাকায়ও ১৭.৫ ডিগ্রি সে.। রাজধানীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সে., অর্থাৎ রাজধানী ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র ৩ দশমিক ৯ ডিগ্রি সে.! গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.২ ডিগ্রি সে.।
উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি. বেগে হিমালয় ছুঁয়ে আসা হিমেল হাওয়ার জোরে ঠা-ার তীব্রতা বেড়ে গেছে। তাছাড়া ঊর্ধ্বকাশের শীতল জেটবায়ু তীব্র বেগে স্থলভাগের দিকে নামছে। ঠা-ার অনুভূতিকে আরো বাড়িয়ে তুলছে।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলায়ও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
আবহাওয়া বিভাগ (বিএমডি) এবং বৈশি^ক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলোর পূর্বাভাসে জানা গেছে, আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পেতে পারে। এরপর আগামী বুধবার নাগাদ দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। এই ‘শীত নামানো বৃষ্টি’র পর সারা দেশে ক্রমেই শীতের তীব্রতা বেড়ে যেতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ‘শীতল বলয়’ হিসেবে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক একটি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস
শরীয়তপুরে জাজিরা থানার ওসির অস্বাভাবিক মৃত্যু
গোয়ালন্দে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
যুক্তরাষ্ট্রে দাবানলের কবলে অভিনেত্রী নোরা ফাতেহি
হাসপাতালের তত্তাবধায়কের সাথে অসৌজন্যমূলক আচারণ জেলা প্রশাসকের মধ্যস্থতায় মিমাংশা
করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী
ভুঁইফোড় সংগঠন তৈরি ও অন্য দলের নেতাকর্মীদের যোগদান বন্ধ: বিএনপি
ঈশ্বরদী ইপিজেডে কর্মকর্তার অমানুষিক মারধরে শ্রমিকের মৃত্যু
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন
মানিকগঞ্জে খান বাহাদুর হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে বন্দুকধারীদের হামলা নিহত ১৯
কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার জরিমানা
কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব
আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে: প্রেস সচিব
ভাঙ্গায় ডাক্তারের ফাঁকা বাড়িতে মিললো কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১৫, ভাঙচুর ও ব্যাপক লুটের অভিযোগ
কারও পক্ষ নিয়ে কাজ করলে এবার অসুবিধা হবে: কর্মকর্তাদের সিইসি
রাঙামাটি মেডিকেল কলেজে শহীদ মনিরের নামে হল করার দাবি পিসিসিপি'র
মহেশপুরের ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত