ড্রাইভার আবেদ আলীর লেনদেন ৪৫ কোটি টাকা
০৬ জানুয়ারি ২০২৫, ১২:২১ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২১ এএম
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)র চাকরিচ্যুত ড্রাইভার সৈয়দ আবেদ আলীর কয়েকটি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকা। অবৈধ সম্পদ অর্জন করেছেন ৫ কোটি ৩৭ লাখ টাকার। উভয় অভিযোগে আলোচিত এ গাড়িচালক, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে দায়ের হয়েছে পৃথক ৩টি মামলা।
গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো: আকতার হোসেন এ তথ্য জানান। তিনি আরো জানান, সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার।
আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও পুত্র ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ২টি ব্যাংক হিসাবে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
আবেদ আলীর পুত্র ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা প্রয়োগ করা হয়েছে।
গত বছর জুলাই মাসে পিএসসি’র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিপিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই সময় তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
দুদক সূত্র জানায়. ২০১৪ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে আবেদ আলীকে একবার বরখাস্ত করা হয়। নন-ক্যাডারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা ২০১৪ সালে ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়। তখন এক পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট প্রশ্নের অবৈধ উত্তরসহ চারটি লিখিত উত্তরপত্র হাতেনাতে আটক করা হয়। ওই মামলার তদন্তে সৈয়দ আবেদ আলীর সম্পৃক্ততার প্রমাণ মেলে। পরে তাকে বরখাস্ত করা হয়।
এক সময় কুলির কাজ করা আবেদ আলী গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। এরপর প্রশ্নপত্র ফাঁস চক্রে কোটি কোটি টাকা হাতিয়ে নিজ এলাকায় শিল্পপতি হয়ে যান। এছাড়া বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আবেদ আলী ও তার পুত্র সোহানুর রহমানকে গ্রেফতার করা হয়। গত ৯ জুলাই রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে তারা গ্রেফতার হন। একই অভিযানে গ্রেফতার করা হয় পিএসসির দুজন উপ-পরিচালক, একজন সহকারী পরিচালকসহ আরও ১৫ জনকে।
*********************
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাংগঠনিক দক্ষতায় মানবাধিকার লিডারশীপ এ্যাওয়ার্ড অর্জন কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি ইউসুফ
কেরানীগঞ্জে ১৬ বছর পরে ডিজিটাল প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ঠিকাদার নির্ধারণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা কান্ডের বিচারের দাবীত সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত
বিমান দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন পরিববহন মন্ত্রী
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
আবারো উচ্ছেদ হলো খালের উপর নির্মিত অবৈধ দোকান
বাংলাদেশ স্কাউট বেগমগঞ্জ উপজেলায় ত্রৈ-বার্ষিক ২০২৫ সম্মেলন অনুষ্ঠিত
কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না : শিক্ষা উপদেষ্টা
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ
ভোটচোর ও গণহত্যাকারীর বিচার করা হবে- সৈয়দপুরে শিবির সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম
দ্রুত নির্বাচন দিয়ে জনগনের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন বগুড়ায় সমবায় দলের পথসভায় সাবেক এমপি জ্যোতি
পশ্চিম তীরে ৩ ইহুদিকে গুলি করে হত্যা
টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য
সিংগাইরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুস সালাম আর নেই
ভারতের আগরতলায় ফিরলেন সহকারি হাই কমিশনার
ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলা হুথিদের
শ্যামনগরে গম খেতে ইটভাটার পড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু
জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা
হরিরামপুরে বিশৃঙ্খলার দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক
ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র