জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র
১০ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। চিঠির বিষয়টি ভারত স্বীকার করেছে। সেই চিঠির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র পাঠানো হবে। হাসিনার ভিসা এক্সটেন্ড করার বিষয়ে হিন্দুস্তান টাইমসের সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, কারও পাসপোর্ট বাতিল করা হলে সব দেশকে জানিয়ে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো ইস্যু থাকে না। গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিং এসব তথ্য জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর ক্ষেত্রে তার স্ট্যাটাস বিবেচ্য বিষয় নয়। তিনি বলেন, আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। এখন আমরা অপেক্ষা করবো। এ বিষয়ে আসলে কোনো ধরা-বাধা নিয়ম নেই। আমরা অপেক্ষা করছি। বাংলাদেশ সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করেছে-এই প্রেক্ষাপটে তিনি কোন মর্যাদায় ভারতে আছেন- এ প্রশ্নের জবাবে মোহাম্মদ রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার সঙ্গে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই। এটা (স্ট্যাটাস) আমাদের কোনো বিবেচ্য বিষয় নয়। তিনি বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে আমাদের মিশনের মাধ্যমে সে দেশের সরকারকে জানিয়ে দেওয়া হয়। আর কারও পাসপোর্ট বাতিল হলে তার ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে ভারত। বাংলাদেশও ভারতের নাগরিকদের জন্য ভিসা সীমিত করবে কি না জানতে চাইলে রফিকুল আলম বলেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। নিশ্চয় মন্ত্রণালয় বিবেচনায় রেখেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আগামী ২০-২৪ জানুয়ারি চীনে দ্বিপাক্ষিক সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য, রোহিঙ্গা সংকট, কৃষিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে রফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সর্তক রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়। তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসাপ্রাপ্তির বিষয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুইজন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছে। তিনি আরও বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য কাজ করছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর কাছ থেকে একাধিক রিপোর্ট ইতোমধ্যে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে দেওয়া হয়েছে। বাকি রিপোর্টগুলো আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষাঙ্গিক কিছু তথ্য প্রাপ্তির অপেক্ষায় আছি। আগামী সপ্তাহের মধ্যে সে সব তথ্যাদি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছি।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণের প্রেক্ষিতে, বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলীর নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের নিমিত্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে গঠিত একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তকাজের স্বার্থে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের চাওয়া তথ্যাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ করেছে। সরবরাহকৃত তথ্যাদির প্রাপ্তি স্বীকার করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইতোমধ্যেই একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রম শেষে তদন্ত প্রতিবেদনটি কবে প্রকাশ করা হবে, সে সংক্রান্ত কোনও তথ্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি।
মোজাম্বিকে চলমান রাজনৈতিক সঙ্কটে সেখানে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভকারীদের তা-বে ইতোমধ্যে প্রায় ৫০০ বাংলাদেশি মালিকানাধীন দোকান লুটপাট ও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় অনেক বাংলাদেশি নিঃস্ব হয়ে পড়েছেন। মোহাম্মদ রফিকুল আলম জানান, মোজাম্বিকের মাপুটো, নাম্পুলা এবং জাম্বেজিয়া প্রভিন্সে বসবাসকারী বাংলাদেশি নাগরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আফ্রিকার দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা মূলত ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বেশিরভাগই গ্রোসারি দোকান পরিচালনা করেন। এছাড়া, বেশ কিছু বাংলাদেশি কৃষিখাতে নিয়োজিত আছেন।
তিনি জানান, বাংলাদেশ দূতাবাস লিসবন, মোজাম্বিকের সমবর্তী দায়িত্বে রয়েছে এবং মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিতে কমিউনিটির নেতাদের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মোজাম্বিকে বাংলাদেশি কমিউনিটির সুরক্ষার জন্য লিসবনে অবস্থিত মোজাম্বিক দূতাবাসের মাধ্যমে মোজাম্বিক পররাষ্ট্র মন্ত্রণালয়কে দূতাবাস অনুরোধ করেছে। মাপুটোতে অবস্থানরত বাংলাদেশি অনারারি কনসাল ও মোজাম্বিকের বাংলাদেশি কমিউনিটির আহ্বায়কের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য গ্রহণ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।
রফিকুল আলম আরও জানান, এমন পরিস্থিতিতে অল্প কিছু প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। এর সঠিক সংখ্যা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ভৌগোলিক সন্নিকটতার কারণে প্রিটোরিয়াতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনকে নির্দেশনা প্রদান করা হয়েছে মালাউ-এর ব্ল্যান্টায়ার শহরে গিয়ে দেশে ফিরতে আগ্রহীদেরকে প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদান করার জন্য। বাংলাদেশ হাই কমিশনও মাপুটোর কাছে একটি অধিকতর নিরাপদ স্থান হতে কন্সুলার সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো। আজ সরকারি দল ও বিরোধী দলের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনার ফল ইতিবাচক হলে পরিস্থিতির আরো উন্নতি ঘটবে বলে আশা করা যায়। অন্যথায়, পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর মোজাম্বিকের সংবিধান পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল নিশ্চিত করে ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির প্রার্থী ড্যানিয়েল চাপোকে বিজয়ী ঘোষণা করে। এই ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলেন যিনি বর্তমানে নির্বাসনে রয়েছেন, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। নির্বাচনী অনিয়ম এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ফলে মাপুটোসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা চরম আকার ধারণ করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে