দুদকের মামলা

কারাগারে এস কে সুর

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সংস্থাটির আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব উপরোক্ত আদেশ দেন।
দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, এস কে সুরের বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তাকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে তিনি হাজির হননি। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করা হয়। এদিন এস.কে সুরকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে দুদকের একটি টিম গত সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস. কে. সুরকে গ্রেফতার দেখায়। তবে অপর একটি সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে দেশত্যাগের চেষ্টাকালে আটক করে আইন-শৃঙ্খলাবাহিনী। তার দেশত্যাগে সংস্থাটির নিষেধাজ্ঞা দেয়া ছিলো। এ কারণে আটক করার বিষয়টি তাৎক্ষণিকভাবে ইমিগ্রেশন পুলিশ অবহিত করে দুদককে। সংস্থার একটি টিমের কাছে তাকে হস্তান্তর করে। মামলা দায়েরের পর সেগুনবাগিচা (দুদক কার্যালয়) থেকে তাকে ‘গ্রেফতার’ দেখানো হয়।

কারাগারে আটক রাখার আবেদনে দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন বলেন, এস কে সুরের বিরুদ্ধে অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ ছিলো। তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বেনামে অর্জিত সব স্থাবর অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়।
তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সেই আদেশ ও সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি। সে কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় (নন-সাবমিশন) মামলাটি দায়ের করা হয়। মামলাটির তদন্ত চলছে এখন। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা আবশ্যক।
প্রসঙ্গত: ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালে ২৩ ডিসেম্বর ‘আর্থিক অনিয়মের’ অভিযোগে আলোচিত এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তার আগে গতবছর বছর ২৮ অগাস্ট আদালতের অনুমোদনক্রমে এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দ করে দুদক।
পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের অগাস্টে এস কে সুর ও তার পরিবারের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক।
এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্ণরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।
এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বাংলাদেশে ব্যাংকিংখাতে মাফিয়া হিসেবে পরিচিত বিতর্কিত এস.আলম গ্রুপের সকল অনিয়ম তার আশ্রয়-প্রশ্রয় ও পরামর্শে ঘটেছে। এস কে সুর মাসোহারা হিসেবে প্রতিমাসে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা নিতেন। এছাড়া ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়। যে ঘটনার সঙ্গে এস কে সুরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। রিজার্ভের গোপন তথ্য সাইবার অপরাধীদের হাতে তুলে দিয়েছেন তিনি। ওই সময়ে বিষয়টি আড়াল করার জন্য তৎকালিন গভর্নর ড. অতিউর রহমানকে নানা বুদ্ধি-পরামর্শ দিয়েছিলেন। এমনকি ফরেনসিক রিপোর্ট আড়াল করতে ওই সময়ে ভারতীয় রাকেশ আস্তানার আইটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়। এক্ষেত্রেও ভূমিকা রাখেন এস কে সুর।
অভিযোগ রয়েছে, এস কে সুর ডেপুটি গভর্ণর থাকাকালে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় ‘সহযোগিতা’ করেছেন এবং ‘সুবিধা’ নিয়েছেন। পি কে হালদারের কেলেঙ্কারিতে নাম আসায় ২০২১ সালের জুলাইয়ে এস কে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় এনবিআর। ওই বছর ১৫ মার্চ হাই কোর্ট এক এক আদেশে প্রশ্ন তোলেন, এস কে সুর চৌধুরীকে কেন গ্রেফতার করা হচ্ছে না। তবে ২০২২ সালের ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
পিকে হালদার নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন । ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পরিষদে বসিয়ে চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। এসব কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অংকের টাকা সরিয়ে বিদেশে পাচার করেছেন এবং এ কাজে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার ‘যোগসাজশ’ ছিল বলে তদন্তকারীদের ভাষ্য। পিকে হালদারের বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করেছে দুদক। দেশ ছাড়ার পর দুই বছর আগে ভারতে গ্রেফতার হন পি কে হালদার। গত সপ্তাহে অর্থ পাচারের এক মামলায় তাকে জামিন দেয় পশ্চিমবঙ্গের একটি আদালত। কারামুক্ত পি. কে. হালদার বর্তমানে ভারতে বসবাস করছেন। ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালিন সরকার বিরোধী প্রচারণায় তিনি এখন অর্থ ঢালছেন-মর্মে জানাগেছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

শেখ পরিবার একটি চোরের কারখানা’

শেখ পরিবার একটি চোরের কারখানা’

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই

শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি

শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি