দুই পিয়নের নামেও পূর্বাচলে প্লট বরাদ্দ নেন হাসিনা
২২ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
ভোটারবিহীন নির্বাচনে শেখ হাসিনা যে রাম-রাজত্ব কায়েম করেছিলেন তার দৃষ্টান্ত এখন খুঁজে বের করতে হয় না। ক্ষমতার অপব্যবহার কোথায়, কোন্ মাত্রায় হয়েছে সেটিও এখন আর উদঘাটনের বিষয় নয়। গরিবের ভিটা-মাটি কেড়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ধনীদের জন্য পূর্বাচলে যে আবাসিক প্রকল্প গড়েছে তাতে শুধু হাসিনার অনুগত, তোষামোদকারী সাবেক মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, বিচারক, আইনজীবী, সাংবাদিক, শিল্পীরাই প্লট পাননি। দেশ ও জাতি গঠনে ‘অসামান্য অবদান রাখা’র কোটায় ৮শ’৩০ টি প্লট ভাগ-বাটোয়ারা হয়েছে হাসিনার সোহবতে আসা আয়া-বুয়া, ড্রাইভার-অফিস পিয়নদের মাঝে। হাসিনা তাদের দু’হাতে নগদ অর্থ লোপাটের ব্ল্যাঙ্ক চেকতো দিয়েছেনই, পুরস্কৃৃত করেছেন পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দ প্রদানের মাধ্যমে।
রাজউকের তথ্য মতে, অন্তত: ১৫ জন গাড়ি চালককে হাসিনা পূর্বাচলে প্লট প্রাপ্তির ব্যবস্থা করেন। প্লট বরাদ্দ দেন বেশ কয়েকজন অফিস সহকারী (পিয়ন)কে। এদের মধ্যে সৌভাগ্যবান দুই পিয়ন হচ্ছেন ফজলে বারী ওয়ালিদ এবং মো: রকিব উদ্দিন (রনি)। অবশ্য এ দুই পিয়নের কপাল খোলে ‘গোপালী’ কোটায়। গোপালগঞ্জ বাড়ি হওয়ায় শেখ হাসিনার বিশেষ বিবেচনায় পূর্বাচলে প্লট দেন এ দুই পিয়নকে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী, কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ফজলে বারী ওয়ালিদ এবং একই পদে কর্মরত আরেক পিয়ন মো: রকিব উদ্দিন (রনি)কে প্লট দেয়ার নির্দেশটি দেয়া হযেছে গত ২৮ মার্চ। অর্থাৎ হাসিনা উৎখাত হওয়ার মাত্র ৫ মাস আগে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ (প্রশাসন শাখা-৬) যুগ্ম-সচিব মোহাম্মদ মিজানুর রহমান রাজউক চেয়ারম্যান বরাবর এ নির্দেশনা (প্রধানমন্ত্রীর কার্যালয়ের তারিখ ১১/০৩/২০২৪, পত্র সংখ্যা : ০৩.০০১.০০০০.০০.০০.০৯.২০১৮ (অংশ-৩)-৮) দেন।
দুই পিয়নের প্রত্যেককে ৩ কাঠা করে প্লট প্রদান সংক্রান্ত চিঠিতে বলা হয়, জনাব ফজলে বারী ওয়ালিদ,অফিস-সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জনাব মো: রকিব উদ্দিন (রনি),অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক দাখিলকৃত রাজউকের আবাসিক প্লট বরাদ্দ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী আবেদনকারীদ্বয়ের অনুকূলে সমন্বিতভাবে রাজউকের আওতাধীন পূর্বাচল আবাসিক প্রকল্প এলাকায় ৩ (তিন) কাঠা আয়তনের একটি আবাসিক প্লট বরাদ্দ প্রদানের জন্য সদয় নির্দেশনা প্রদান করেছেন। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর উপরোক্ত নির্দেশনা বাস্তবায়নার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পিয়ন হিসেবে কাজ করে শুধু রাজউকের প্লটই বাগিয়ে নেননি। ফজলে বারী ওয়ালিদ এবং রকিব উদ্দিন রনি তদবির বাণিজ্যের মাধ্যমে মালিক হয়েছেন কোটি কোটি টাকার। নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ৫ আগস্ট পালিয়ে যাওয়ার কয়েক দিন আগে (১৪ জুলাই) পিয়নের শত শত কোটি টাকার মালিক হওয়ার স্বীকারোক্তি দিয়েছেন হাসিনা স্বয়ং। চীন সফর শেষে আহূত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, আমার বাসার পিয়ন ছিলো (জাহাঙ্গীর আলম)। সে এখন ৪শ’ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। তার জবানীতে আসা সেই পিয়নের মতোই দুই পিয়ন ওয়ালিদ এবং রকিব উদ্দিন রনি।
এদিকে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার এবং প্রকৌশলী আলমগীর হাসিন কমিটির অপর দুই সদস্য। গত ২৪ অক্টোবর বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির ডিভিশন বেঞ্চ এক আদেশে এ কমিটি গঠন করেন। পরবর্তী ১২০ দিনের (চার মাস) মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে ভারতে পালিয়ে যাওয়া হাসিনা পরিবারের ৬ সদস্যের নামে পূর্বাচল নিউটাউন প্রকল্পে বরাদ্দকৃত ৬০ কাঠা প্লট এবং রাজউকের অন্যান্য প্রকল্পে বরাদ্দকৃত প্লট বাতিল চেয়ে রিট করেন সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী। এ প্রেক্ষিতে হাইকোর্ট এ কমিটি গঠন করেন।
এদিকে শেখ হাসিনার দুই পিয়নের নামে প্লট বরাদ্দের অভিযোগ আমলে নিয়ে পৃথক অনুসন্ধান শুরু করেছে দুদক।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিছু দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায়: মেজর হাফিজ
আইন ভাঙায় জরিমানা দিতে বাধ্য হলেন কাতারের আমির
জি-২০ সম্মেলন বয়কট করছে যুক্তরাষ্ট্র
গাঁজা বিক্রি নিষেধ করায় খুন
ফরাসী নাগরিকদের জরুরী ভিত্তিতে মালি ত্যাগের পরামর্শ
অনুষ্ঠিত হলো উদ্ভাবন, নীতি ও সহযোগিতাকে কেন্দ্র করে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট
স্বাস্থ্যের মিঠু চক্র এখনো সক্রিয়, মানি লন্ডারিং মামলা থেকে রেহাই পেতে সিআইডির কর্মকর্তাদের ম্যানেজের চেষ্টা
ধামরাইয়ে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্যালি
কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি
খালেদা জিয়ার আসনে এবার প্রার্থী না দেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
বগুড়ায় আরডিএ’র নিয়োগ জালিয়াতি, রিমান্ডের জিজ্ঞাসাবাদে দুই চাকরি প্রার্থী
প্রাথমিক শিক্ষকদের ছত্রভঙ্গ করা প্রসঙ্গে যা বলছে পুলিশ
ড্রোন সাফল্যের পর এবার নৌ প্রতিরক্ষায় বড় চমক দেখাতে পারে ইরান
আয়না ঘর সৃষ্টি করে হাজার-হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে : খায়ের ভূঁইয়া
ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংকের সাথে ইবির চুক্তি স্বাক্ষর
হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান; ৪ লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে নিষিদ্ধ আ.লীগ–যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন যেন কোনো রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে
