মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
মাদারীপুরে কামাল মাতুব্বর (৫৫) নামে এক ‘মানবপাচারকারী মাফিয়া’কে গণপিটুনির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মৃত কাদের মাতুব্বরের ছেলে কামাল মাতুব্বরকে বেশকিছু লোকজন ঘিরে ধরে মারধর করছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুুপুরে কামাল একটি মামলার হাজিরা দিতে আদালতে আসছিলেন। পরে একাধিক ভুক্তভোগী তাকে গণপিটুনি দিয়ে মাদারীপুর সদর থানায় সোপর্দ করেন। তার বিরুদ্ধে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে একাধিক মামলায় রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের শতাধিক যুবককে উন্নত জীবন আর ভাগ্য বদলের স্বপ্ন দেখায় কামাল। পরে তাদের লিবিয়া দিয়ে অবৈধপথে ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেয়ার কথা বলে। এরপর লিবিয়াতে আটকে রেখে দফায় দফায় নির্যাতন করে। এরপর হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এমনই ভুক্তভোগী রাজীব মাতুব্বর, নিজাম, তাইফুল ও তাহের, মুজাম হাওলাদর, শাহাবুদ্দিন, তারেক মাতুব্বরসহ শতাধিক যুবককের পরিবারের কাছ থেকে প্রথমে ১৩-১৪ লাখ টাকা হাতিয়ে নেয় কামাল মাতুব্বর। এরপরে লিবিয়া পৌঁছালে মাফিয়াদের হাতে বিক্রি করেন মানবপাচারকারী কামাল মাতুব্বর। লিবিয়ার মাফিয়ারা বন্দিশালায় আটকে রেখে যুবকদের ওপর চালায় অমানুষিক নির্যাতন। মুক্তিপণের টাকা আদায় করতে পরিবারকে নির্যাতনের ভিডিও দেখিয়ে ২০-৪০ লাখ হাতিয়ে নেয় মাফিয়া ও মানবপাচারচক্র। প্রতিটি পরিবার ভিটেমাটি সহায় সম্বল বিক্রি দালালের হাতে টাকা তুলে দিয়ে হন নিঃস্ব। টাকা হাতিয়ে নেয়ার পরে লিবিয়ার বন্দিশালা থেকে কেউ কেউ ফিরে আসতে পারলেও অনেকে এখনও নিখোঁজ। নিখোঁজ ও বন্দীদের ফিরে পেতে মানবপাচাকারী কামাল মাতুব্বরের বাড়িতে ভিড় করেন ভুক্তভোগী পারিবার ও স্বজনরা। কিন্তু টাকা হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দেন কামাল মাতুব্বর। ভুক্তভোগীরা খোজ খবর নিয়ে জানতে পারেন, বৃহস্পতিবার কামাল আদালতে হাজিরা দিতে আসবে। কামাল হাজিরা দিতে গেলে ভুক্তভোগীরা ঐক্যবদ্ধ হয়ে তাকে ঘিরে ধরে। একপর্যায়ে গণপিটুনি দিয়ে আটক করে মাদারীপুর সদর থানায় সোপর্দ করেন।
ভুক্তভোগী রাজিব মাতুব্বর ইনকিলাবকে বলেন, কামাল মাতুব্বর লিবিয়া পাঠিয়ে আমাকে একটা অন্ধকার ঘরে এক মাস আটকে রেখে নির্যাতন করে। আমার পরিবার থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। মুক্তিপণের টাকা দিয়ে কোনমতে বেঁচে ফিরে এসেছি। আমি মানবপাচারকারী দালাল কামাল মাতুব্বর এর শাস্তি চাই।
মাদারীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আসামি কামাল মাতুব্বরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলায় হাজিরা দিকে আদালতে এসেছিল। পরে লোকজন তাকে ধরে এনে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও সব মামলায় জামিনে রয়েছে। তাই আদালতের রি-কল দেখে তাকে পরিবারের জিম্মায় বৃহস্পতিবার রাতেই ছেড়ে দেয়া হয়েছে। তাৎক্ষণিক পরিস্থিতির কারণে আমাদের জিম্মায় ছিল। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৮ ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগালসম্যান
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
পেঁয়াজ চাষিদের মাথায় হাত