চোখ মেলেছেন তামিম কথাও বলেছেন

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৫ মার্চ ২০২৫, ০১:৫৩ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:৫৩ এএম

গত ক’দিন ধরেই দেশের রাজনৈতিক পেক্ষাপটে বইছে উত্তপ্ত লু হাওয়া। তার মাঝেও গতকাল সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট একটি ভিডিও মন ভারাক্রান্ত করে দিয়েছে সকলের। ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে নিথর পড়ে আছেন তামিম ইকবাল। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। ছোট্ট এই ভিডিও মুহূর্তের মধ্যেই ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। শেয়ার, কমেন্টে দোয়ার দরখাস্ত আর ফিরে আসার আকুল উৎকণ্ঠায় গোটা দেশ ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটাঙ্গন।

তাদের জন্য কিছুটা স্বস্তির খবর। প্রাথমিক বিপদ কেটে গেছে, চোখ মেলে তাকিয়েছেন ব্যাটিং গ্রেট, কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার। পরবর্তী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকছেন তিনি। অন্য যে কোনো দিনের মতোই শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের তিন ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে এদিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় মোহামেডান। নির্ধারিত সময়ে স্বাভাবিক ভাবেই টস করেন সাদা-কালোদের অধিনায়ক তামিম। এরপরই বদলে গেল সব কিছু। ড্রেসিং রুমে ফিরে তীব্র বুক ব্যথার কথা বলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। উৎকণ্ঠা-উদ্বেগের মধ্যে কাটে পরের সময়টা। ম্যাচ রেফারি দেবব্রত পালের অনুমতি নিয়ে তামিমকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যায় মোহামেডান কর্তৃপক্ষ। ইসিজি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় কিছুটা সমস্যা দেখা দিলে তামিমকে হাসপাতালে থাকতে বলেন চিকিৎসকরা। দেবব্রত পাল জানান, তামিম তখন নিজ থেকেই মোহামেডান কর্মকর্তাদের ঢাকায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তাই দ্রুত সময়ের মধ্যে বিকেএসপির মাঠে আনা হয় এয়ার অ্যাম্বুলেন্স।

হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরলেও এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারেননি তামিম। বরং তখনই আরেক দফায় বাড়ে বুকের ব্যথা। পরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ওই সময়ই ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন তামিম। তখন জ্ঞান হারিয়ে ফেলায় বাঁহাতি ওপেনারকে খুব দ্রুত আবারও কেপিজে হাসপাতালে আনা হয়। পুরোটা পথ তাকে ‘সিপিআর’ দিতে থাকেন মোহামেডানের ট্রেইনার ইয়াকুব চৌধুরি। তামিমের সঙ্গে থাকা ম্যাচ রেফারি দেবব্রত পাল পরে জানান, ওই সময় তামিমের মুখ দিয়ে ফেনা পড়ছিল এবং হৃৎস্পন্দন ছিল না কোনো। হাসপাতালে আনার পর তাই তামিমকে ‘ডিসি শক’ দেওয়া হয়। ততক্ষণে বিসিবিতে চলে যায় তামিমের অসুস্থতার খবর। এদিন ১৯তম সাধারণ সভার জন্য সকাল থেকেই বিসিবি কার্যালয়ে আসতে থাকেন বোর্ড পরিচালকরা। তবে তামিমের হার্ট অ্যাটাকের খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থগিত করা হয় বোর্ড সভা। হাসপাতালের উদ্দেশে রওনা হন বিসিবি কর্মকর্তারা।

খবর ছড়িয়ে পড়া মাত্রই দেশের ক্রিকেট সম্প্রদায়ে উৎকণ্ঠা দেখা দেয়। তামিমের খবর জানার জন্য উদগ্রীব হয়ে পড়েন সবাই। দেশের ক্রিকেটাররা তো বটেই দেশের বাইরেরও অনেক ক্রিকেটার তামিমের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে বার্তা দেন। দ্বিতীয় দফায় হাসপাতালে আনার পর এনজিওগ্রাম করানো হয় তামিমের। এতে তার ‘লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি’তে শতভাগ ব্লক ধরা পড়ে। এটি একইসাথে হৃৎপি-ের সামনে ও নীচের সারফেসে রক্ত সঞ্চালন করে। এই আর্টারির ব্লক যে কোনো মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। হাসপাতালের এক চিকিৎসক জানান, তামিমের যে হার্ট অ্যাটাক হয়েছে, চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের কাছে এর ডাক নাম ‘দ্য উইডো মেকার।’ অর্থাৎ এমন হার্ট অ্যাটাক কারও স্বামীর হলে ওই নারীর বিধবা হওয়ার শঙ্কা অনেক। গুরুতর অবস্থায় দ্রুত সময়ের মধ্যে স্টেন্টিংয়ের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু তখনও হাসপাতালে এসে পৌঁছাতে পারেননি তামিমের পরিবারের কোনো সদস্য। তাই পরিবারের পক্ষ থেকে অপারেশনের সম্মতিপত্রে সাক্ষর দেন ম্যাচ রেফারি দেবব্রত।

কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের চিকিৎসক মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তামিমের রক্তনালীর ওই ব্লকে সফল স্টেন্টিং করানো হয়। তবে তখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত হননি দেশের সর্বকালের সেরা ওপেনার। তাই হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তামিমকে। পরে সংবাদমাধ্যমে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর চিকিৎসক রাজীব হাসান বলেন, আপাতত পর্যবেক্ষণে থাকবেন তামিম। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ বলেন চিকিৎসক। ততক্ষণে হাসপাতালে চলে আসেন তামিমের পরিবারের সদস্যরা। সফলভাবে স্টেন্টিং করানোর পর থেকে পুরোটা সময় তার কাছে থাকেন স্ত্রী আয়েশা সিদ্দিকা। তামিমের বড় ভাই নাফিস ইকবালও সিসিইউয়ের কাছাকাছি থাকেন। এছাড়া বোর্ড সভাপতি ফারুক আহমেদ, পরিচালক মাহবুব আনাম, নাজমুল আবেদীন, আকরাম খান, মঞ্জুর আলমরাও হাসপাতালে চলে আসেন। তামিমের কাছের বন্ধুদেরও দেখা যায় উৎকণ্ঠিত।

স্টেন্টিংয়ের প্রায় ঘণ্টাদুয়েক পর জ্ঞান ফেরে তামিমের। তখন চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি সিসিইউ থেকে বেরিয়ে এই খবর জানান। একইসঙ্গে তিনি বলেন, আপাতত কিছুটা সুস্থ তামিম। হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দুঃসংবাদ পাওয়ার পর অধিনায়ককে ছাড়াই পুরো ম্যাচ খেলে মোহামেডান। শাইনপুকুরকে ২২৩ রানে অলআউট করে ৭ উইকেটের জয় পায় তারা। তামিমের অনুপস্থিতিতে ওপেনিং নেমে ৮৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষ করে হাসপাতালে চলে আসেন মোহামেডানে তামিমের সতীর্থ মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। সিসিইউতে প্রবেশ করে তামিমের সঙ্গে দেখা করেন মাহমুদউল্লাহ ও মুশফিক।

পরে এক বিবৃতিতে দ্রুততার সঙ্গে চিকিৎসার ব্যবস্থা নেওয়ায় কেপিজে স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। একইসঙ্গে পরিবারের মানসিক অবস্থার কথা বিবেচনা করে হাসপাতালে ভক্ত-সমর্থকদের হাসপাতালে ভিড় না জমাতেও অনুরোধ করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রেকর্ড রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার
প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি: মির্জা ফখরুল
বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান মিয়ানমারের সরকার প্রধান
চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে
তবে কি সংস্কারের পুকুরে ডুবছে নতুন স্বাধীনতা?
আরও
X

আরও পড়ুন

নীলফামারীতে শতবর্ষী বটগাছের ভেতর থেকে বেরিয়েছে ‘অলৌকিক হাত’!

নীলফামারীতে শতবর্ষী বটগাছের ভেতর থেকে বেরিয়েছে ‘অলৌকিক হাত’!

এবারের ঈদ এক ভিন্ন আবহে, এক নতুন বাস্তবতায়: মুশফিকুল ফজল আনসারী

এবারের ঈদ এক ভিন্ন আবহে, এক নতুন বাস্তবতায়: মুশফিকুল ফজল আনসারী

‘রাস্তাঘাট পুরাই ফাঁকা, এবার আরামদায়ক যাত্রা পাচ্ছি’

‘রাস্তাঘাট পুরাই ফাঁকা, এবার আরামদায়ক যাত্রা পাচ্ছি’

গণপরিষদ নির্বাচন নিয়ে যা বললেন রিজভী

গণপরিষদ নির্বাচন নিয়ে যা বললেন রিজভী

রেকর্ড রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার

রেকর্ড রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার

জুলাই বিপ্লবে নিহত ডা. সজীবের অসুস্থ মাকে তারেক রহমানের অক্সিজেন কন্সান্ট্রেটরসহ ঈদ উপহার

জুলাই বিপ্লবে নিহত ডা. সজীবের অসুস্থ মাকে তারেক রহমানের অক্সিজেন কন্সান্ট্রেটরসহ ঈদ উপহার

স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের বৈঠক অনুষ্ঠিত

স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের বৈঠক অনুষ্ঠিত

দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান : দুলু

দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান : দুলু

শেরপুরে স্বস্তির ঈদ বাজার, নেই অন্যান্য বছরের মতো ভোগান্তি

শেরপুরে স্বস্তির ঈদ বাজার, নেই অন্যান্য বছরের মতো ভোগান্তি

রাজধানীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

রাজধানীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি: মির্জা ফখরুল

প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি: মির্জা ফখরুল

বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরানের আইআরজিসি

বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরানের আইআরজিসি

গফরগাঁওয়ে শেষ মর্হুতে ঈদের বাজার  জমে ওঠেছে

গফরগাঁওয়ে শেষ মর্হুতে ঈদের বাজার জমে ওঠেছে

ইরানের গ্রেকো-রোমান দল এশিয়া চ্যাম্পিয়ন

ইরানের গ্রেকো-রোমান দল এশিয়া চ্যাম্পিয়ন

রাজশাহীতে অতিরিক্ত ভাড়া আদায়,গ্রামীন ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে অতিরিক্ত ভাড়া আদায়,গ্রামীন ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা

আশুলিয়ায় অটো রিকশা চালক কে হ'ত্যা করে অটোরিকশা ছিনতাই

আশুলিয়ায় অটো রিকশা চালক কে হ'ত্যা করে অটোরিকশা ছিনতাই

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান মিয়ানমারের সরকার প্রধান

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান মিয়ানমারের সরকার প্রধান

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিকদের বেতন-ভাতার ব্যবস্থা করবে-মতবিনিময়ে বক্তারা

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিকদের বেতন-ভাতার ব্যবস্থা করবে-মতবিনিময়ে বক্তারা

বগুড়ায় বাংলা বিষাক্ত বাংলা মদ পানে মৃত ২

বগুড়ায় বাংলা বিষাক্ত বাংলা মদ পানে মৃত ২

চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে

চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে