চট্টগ্রামে রেল স্টেশন টার্মিনালে উপচেপড়া ভিড় ফাঁকা হচ্ছে বন্দরনগরী

ঘরে ফেরায় উৎসবের আমেজ

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৯ মার্চ ২০২৫, ১২:২৭ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ১২:২৭ এএম

স্বজন-প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম থেকে আপন ঠিকানায় ছুটছে মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনাল, বাস কাউন্টার সর্বত্রই যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে এবার নেই আগের মতো ঝক্কি-ঝামেলা, টিকিটের কালোবাজারি, সড়ক-মহাসড়কে নেই তীব্র যানজট। অনেকটা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা। তাতে যাত্রাপথেই বিরাজ করছে উৎসবের আমেজ। এবার লম্বা ছুটির কারণে বিপুল সংখ্যক মানুষ এই মহানগরী ছাড়ছে। তাতে প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই মহানগরী।
এক মাসের সিয়াম সাধনার পর দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারা দেশের মতো চট্টগ্রামেও এখন সাজ সাজ রব। ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে সর্বত্রই। অনেকেই ছুটছেন গ্রামের বাড়ি। ঈদের ছুটি, সরকারির ছুটি, সরকারের নির্বাহী আদেশে ছুটি-সব মিলিয়ে এবার টানা নয়দিন বন্ধ। এত লম্বা ছুটি যেন ঈদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে। স্বজন পরিজনের সাথে মিলিত হতে মহানগরী ছেড়ে আপন নীড়ে ফিরছে মানুষ, যারা জীবিকার তাগিদে আছেন বন্দর নগরীতে।
গতকাল শুক্রবার নগরীর রেল স্টেশন এবং প্রতিটি বাস টার্মিনালে ছিল যাত্রীর প্রচন্ড চাপ। তবে যাত্রীরা চাহিদা মতো ট্রেন ও বাসের টিকিট পেয়েছেন। মূলত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে ঘরে ফেরা। এই কারণে ট্রেন বাসে টিকিটের তেমন সঙ্কট নেই। তবে দূর পাল্লার বাসের সঙ্কট রয়েছে। আর লম্বা ছুটি হওয়ায় ধাপে ধাপে মানুষ নগরী ছেড়ে যাচ্ছে। এর ফলে মোটামুটি স্বস্তিদায়ক পরিবেশেই হচ্ছে এবারের ঈদযাত্রা। প্রায় সবার চোখেমুখে আনন্দের ছটা।
যাত্রীরা বলছেন, এবার ট্রেনের টিকিট পেতে বিড়ম্বনা ছিল না। ভাড়া কিছুটা বাড়তি নেয়া হলেও বাসের টিকিটও মিলেছে। ফ্যাসিবাদি শাসনের সময় আগের রাত থেকে রেল স্টেশনে শুয়ে বসে টিকিট কাটার জন্য এবার কষ্টদায়ক ও অমানবিক অপেক্ষা করতে হয়নি ট্রেন যাত্রীদের। অন-লাইনেই টিকিট কিনতে পেরেছেন তারা। আর তাই কোন ঝামেলা ছাড়াই এবার বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা।
দলে দলে ট্রেনে-বাসে নগরী ছাড়ছে মানুষ। বাস টার্মিনাল, রেলস্টেশন-সবখানেই মানুষের ভিড়। প্রতিদিনের কর্মস্থলে পৌঁছানোর তাড়া, সংসারের নিত্য চাহিদা মেটানোর তাগিদ, যানজট, সড়কে দুর্ভোগসহ আরও নানা নাগরিক বিড়ম্বনা- সবকিছুকে আপাতত ছুটি দিয়ে মানুষ ছুটছে তার ঘরের পানে। দেশের সবচেয়ে বড় ইপিজেড চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড ও বেসরকারি কোরিয়ান ইপিজেডের কারখানা ছুটি হয়ে গেছে ২৫ মার্চ। ওইদিন থেকে শ্রমিকেরা বাড়ি ফিরছেন। ইপিজেড, স্টিল মিল এলাকায় শত শত বাস যাত্রীদের নিয়ে গন্তব্যে ছুটে যাচ্ছে। প্রথমদিকে সেখানে যাত্রীর চাপ আর যানবাহনের ভিড় জটলায় কিছুটা বিড়ম্বনা হলেও এখন তেমন পরিবেশ নেই। যাত্রীরা আরামে বাসে উঠে গন্তব্যে যেতে পারছেন। একই চিত্র নগরীর কদমতলী, বহদ্দারহাট, সাগরিকা, অলংকার, শুভপুর ও মুরাদপুর বাস টার্মিনালে। এসব টার্মিনালে বাস ভর্তি হতেই গন্তব্যে ছুটছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও একই চিত্র। চট্টগ্রাম রেলস্টেশনে বিপুল যাত্রীর সমাগম। তবে আগের মতো হুড়োহুড়ি কিংবা অস্বস্তির পরিবেশ নেই। আগে যারা টিকিট পেয়েছেন তারা নির্ধারিত সিটে বসছেন। যারা টিকিট পাননি তাদের অনেকেও ট্রেনে উঠছেন, ভ্রমণ করছেন। রেলের কর্মকর্তারা জানান, এবার কোন ট্রেনের সিডিউল বিপর্যয় হয়নি। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। চালু হয়েছে বেশ কয়েকটি বিশেষ ট্রেন। ফলে যাত্রীদের চাপ সামাল দেয়া যাচ্ছে।
চট্টগ্রাম থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে গত ২৪ মার্চ। ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রী পরিবহনের মধ্য দিয়ে এ ঈদযাত্রা শুররু হয়। তবে শুরুর দিন থেকে তিনদিন ধরে চট্টগ্রাম রেলস্টেশনে ঘরমুখো মানুষের তেমন জটলা ছিল না। স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী বলেন, শুরুর দিকে ভিড় কম থাকলেও টানা বন্ধ শুরু হওয়ার পর চাপ বেড়েছে। ঈদ উপলক্ষে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। বিশেষ ট্রেন চলছে। যাত্রীর চাপ আছে, তবে এবার অস্বস্তিকর পরিবেশ নেই।
ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে প্রতিদিন ট্রেনে করে ১৫ হাজার যাত্রী তাদের নির্ধারিত গন্তব্যে ফিরে যাচ্ছেন। রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিাম টিকিট বিক্রি শুরু হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ বিক্রি করা হবে ফিরতি যাত্রার ১ ও ২ এপ্রিলের টিকিট।
দূর পাল্লার বাসের সঙ্কট থাকলেও যাত্রীদের তেমন ভোগান্তি হচ্ছে না বলে জানান কাউন্টারের কর্মকর্তারা। তারা বলছেন, এবার ঈদের আগে বাড়ি ফেরার সময় বেশি পাওয়া গেছে। তার কারণে ধাপে ধাপে মানুষ বাড়ি ফিরছে। তাতে একটু দেরি হলেও বাস মিলছে। দ্বীপ উপজেলা সন্দ্বীপের সাথে এবার ফেরি সার্ভিস চালু হওয়ায় চরম আনন্দে বাড়ি ফিরছেন দ্বীপবাসী।
চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে আগামী সোমবার অথবা মঙ্গলবার অর্থাৎ ৩১ মার্চ অথবা ১ এপ্রিল। তবে ঈদ যেদিনই হোক, বন্ধ থাকছে পুরো সপ্তাহ। কিছু বেসরকারি কলকারখানা-প্রতিষ্ঠান আজ শনিবারও খোলা থাকবে। তবে সার্বিকভাবে বন্ধ শুরু হয়ে গেছে গতকাল থেকেই।
মহানগরীর জনসংখ্যা প্রায় পৌনে এক কোটি। এর বড় অংশ কর্মস্থলের কারণে এই নগরীতে বসবাস করেন। চট্টগ্রাম বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেডসহ বিভিন্ন কল-কারখানায় কর্মরত লাখো শ্রমিক চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা। গত কয়েকদিন থেকেই এসব শ্রমিকদের বড় অংশ নগরী ছাড়তে শুরু করেছেন। আগের ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগের বাইরে অন্যান্য বিভাগের বাসিন্দারা মোটামুটি শনিবারের মধ্যেই বন্দরনগরী ছেড়ে যাবেন। আর চট্টগ্রামের আশপাশের জেলা এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দারা রোববারের মধ্যে নগরী ছাড়বেন।
লাখো মানুষ নগরী ছেড়ে যাওয়ায় রাস্তঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে ঈদের ছুটিতে নগরীতে তিনগুণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, মানুষ যাতে নির্বিঘেœ বাড়িতে যেতে পারে, কোনো অনাকাঙ্খিত অপরাধমূলক ঘটনা বা বিড়ম্বনার শিকার না হন, সেজন্য পুলিশ রমজানের শুরুতেই প্ল্যান করেছি। রেলস্টেশন এবং বাস টার্মিনালগুলোতে আমাদের সার্বক্ষণিক টহল রয়েছে। সাদা পোশাকের পুলিশও নজরদারিতে রেখেছে। #

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ঈদের জামাতে আসিফ কেন আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন, জানা গেল কারণ
ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা
১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান
এপ্রিলেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম
ঈদে বিভিন্ন সেনা ক্যাম্প ও সিএমএইচ পরিদর্শন সেনাপ্রধানের
আরও
X

আরও পড়ুন

গোদাগাড়ীতে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করে প্রশাংসায় ভাসছেন ইউএনও

গোদাগাড়ীতে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করে প্রশাংসায় ভাসছেন ইউএনও

মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৩ জন আহত

মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের ৩ জন আহত

সুন্দরগঞ্জে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব

সুন্দরগঞ্জে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব

নেতাদের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

নেতাদের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

ঈদের দিনেও রক্তাক্ত পাকিস্তান, একাধিক সংঘর্ষে নিহত ৬

ঈদের দিনেও রক্তাক্ত পাকিস্তান, একাধিক সংঘর্ষে নিহত ৬

কেমন ছিল অটোমানদের ঈদ উৎসব?

কেমন ছিল অটোমানদের ঈদ উৎসব?

ইবি ক্যাম্পাসে ঈদ-উল-ফিতর উদযাপিত

ইবি ক্যাম্পাসে ঈদ-উল-ফিতর উদযাপিত

হাসপাতালে ঈদ কাটানো রোগীদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

হাসপাতালে ঈদ কাটানো রোগীদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ঈদের ২য় দিনেও চলবে ডিএনসিসির ঈদমেলা

ঈদের ২য় দিনেও চলবে ডিএনসিসির ঈদমেলা

ঈদে ভক্তদের কি বার্তা দিলেন চার খান?

ঈদে ভক্তদের কি বার্তা দিলেন চার খান?

খেলাধূলার কোন বিকল্প নেই : বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা

খেলাধূলার কোন বিকল্প নেই : বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা

ঝিনাইদহের শৈলকূপায় ঈদ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকূপায় ঈদ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ঈদের জামাতে আসিফ কেন আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন, জানা গেল কারণ

ঈদের জামাতে আসিফ কেন আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন, জানা গেল কারণ

ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা

ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা

কিশোর গ্যাংয়ের হামলায় হাফেজ ফারুকের ঈদ পরিণত হল বিষাদে!

কিশোর গ্যাংয়ের হামলায় হাফেজ ফারুকের ঈদ পরিণত হল বিষাদে!

শহীদ তামীম ও শহীদ সিফাতের পরিবারের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

শহীদ তামীম ও শহীদ সিফাতের পরিবারের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে : সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

জাতীয় সংসদ নির্বাচনই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে : সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক

১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান

১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান

মিয়ানমারে ভূমিকম্পে নিহতদের স্মরণে ৭ দিনের জাতীয় শোক

মিয়ানমারে ভূমিকম্পে নিহতদের স্মরণে ৭ দিনের জাতীয় শোক