ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ
৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম

পদ্মাসেতু দক্ষিণ থেকে ঢাকা। পদ্মাসেতু দক্ষিণ থেকে বরিশাল-যশোর খুলনা, বেনাপোসহ সীমান্তের সকল জেলার মানুষ স্বস্তিতে ঈদের ছুটি সকলে স্বস্তি বাড়ী ফিরছেন। এ ছাড়াও ঢাকা এক্সপ্রেসওয় হয়ে ভাঙ্গা ফরিদপুর অঞ্চলের ঘরে ফেরা মানুষ ও স্বস্তিতে ঘরে ফিরছে।
ঢাকা-ভাঙ্গা-শরীয়তুপুর-মাদারীপুরের এক্সপ্রেসওয়ে জেলা পর্যায়ের মহাসড়কেও নেন কোন ভোগান্তি। ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল ভাঙ্গায় এবারের ঈদযাত্রায় অনেকটা আনন্দের স্বস্তির। নেই যানজট। ঈদকে সামনে রেখে বাড়িমুখো লোকের ভিড় বেড়েছে। সরাসরি গন্তব্য ছাড়াও রাজধানী থেকে অসংখ্য মানুষ লোকাল বাসে ভাঙ্গা এসে তারপর গন্তব্যে যাওয়ার জন্য পুনরায় বাসে ওঠেন। তবে এ সড়কে এবার তেমন কোথাও নেই যানজট। পরিস্থিতিও স্বাভাবিক।
ভাঙ্গা হয়েই পরিবহনে সরাসরি ও ভেঙে ভেঙে মানুষ বিভিন্ন যানবাহনে ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বরিশাল, বরগুনা, মাদারীপুরসহ অন্তত ১৮ জেলায় ছুটে চলছে। এছাড়া দক্ষিণবঙ্গ থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায় মানুষ যাতায়াত করছে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ।এ কথাগুলো শুনে পাশের লোকটিও শান্তির নিঃশ্বাস ছাড়ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় গাড়ির চাপ অনেক বেশি হলেও নেই তেমন কোনো জট। বাস ছাড়া ট্রাকেও মানুষ যাতায়াত করছে। এছাড়া মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী লোকাল বাসের ছাদেও লোক যাতায়াত করছে। ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ও প্রাইভেটকারের ভিড়ও বেড়েছে। অনেকেই আবার মোটরসাইকেলে যাতায়াত করছে।
স্থানীয় হাইওয়ে থানা সূত্র জানায়, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার সড়ক ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার মধ্যে পড়েছে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু থেকে ভাঙ্গা পর্যন্ত ৩০ কিলোমিটার পথ। এক্সপ্রেসওয়ের সঙ্গে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ঈদযাত্রায় গাড়ির চাপ অনেক গুণ বেড়ে গেছে। বাড়িমুখো যাত্রী কোরবান আলী ইনকিলাবকে বলেন, রাজধানী থেকে পরিবার নিয়ে বেনাপোল গ্রামের বাড়িতে যাচ্ছি। এ পথে চলতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করি ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারবো।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ এ কথাটি যেন এখন বহুজনের কাছে গল্পের মত হয়। এ বিষয়ে মো. হারুন মোল্লা ইনকিলাবকে বলেন, বরগুনা যাবো। সরাসরি পরিবহনে সিট খালি পাইনি। ভেঙে ভেঙে যাচ্ছি। গাড়ি ও যাত্রীর চাপ আছে। তবে নির্বিঘেœ যেতে পারছি।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানান, ঈদযাত্রায় গত বুধবার বিকেল থেকে মহাসড়কে বাড়িমুখো মানুষের চাপ ও গাড়ির চাপ বেড়েছে। শনিবার এ চাপ আরো বেশি। এবার তেমন কোথাও কোনো যানজট নেই।
এ বিষয়ে মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান ইনকিলাবকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে পুলিশ মাদারীপুর জোন নিরাপদ রাখতে আমরা আন্তরিকভাবে য় কাজ করছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক না থাকলে আমাদের সকল অর্জন ব্যর্থ হবে: সেলিম উদ্দিন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বাংলাদেশ মাতাবে পাকিস্তানি ব্যান্ড,শুরু হয়েছে টিকিট বিক্রি

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অটোচালকের মৃত্যু

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক রিভিউ করছে : প্রেস সচিব শফিকুল আলম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

মার্কিন উপ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধির ফোনালাপ

সুপেয় পানির সংকট দূরীকরণে নোয়াখালীতে পদযাত্রা

শতাধিক ভ্যান ও মোটরসাইকেল নিয়ে গণসংযোগে মাহিন সরকার