এবার স্বস্তির ঈদযাত্রা
৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। নাড়ীর টানে ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী। কিন্তু প্রতিবছরের চেয়ে এবারের ঈদযাত্রা একেবারেই ভিন্ন চরিত্রের। রেল-বাস-নৌপরিবহনে নেই কোন ধরনের অরাজকতা। ট্রেনে এবছর সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। দূরপাল্লার লাক্সারিয়াস বাসের টিকেট অনলাইনে বিক্রি হওয়ায় এবং এবং সময়মতো ছেড়ে যাওয়ায় টার্মিনালগুলোতেও তেমন ভিড় নেই। বরিশাল রুটের লঞ্চগুলোতেও রয়েছে শৃঙ্খলা। তবে এ বছর আকাশ পথে অথ্যৎ অভ্যন্তরীণ রুটে বিমান যাত্রীর সংখ্যা বেড়েছে। ঘরমুখো যাত্রীরা এবার স্বস্তিতে বাড়ি ফিরছেন। আর এর সবই সম্ভব হয়েছে সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে।
গতকাল শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে জনগণ নির্বিঘেœ ও ভালোভাবে ঈদযাত্রা করতে পারে এবং ঈদ শেষে নিরাপদে ঢাকায় ফিরে আসতে পারে। জনগণ এবার স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছে।
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল শনিবার তিনি ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় যাত্রীরা তার কাছে ঈদ যাত্রাকে স্বস্তির বলে সন্তোষ প্রকাশ করেন।
রাজধানী ঢাকা থেকে প্রতিদিনই ছুটে যাচ্ছেন লাখো মানুষ। অন্যান্য বছরের তুলনায় এবছর সড়ক, রেল ও নদীপথে ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক হচ্ছে। একই চিত্র আকাশ পথেও। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে ছুটছেন ঘুরমুখো মানুষ। সড়ক কিংবা নৌ পথের ঝামেলা এড়াতে যারা পূর্ব থেকে বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুক করে রেখেছিলেন, তারাই ভিড় করছেন এখানে। গতকাল শনিবার সকালে রাজশাহী ও সৈয়দপুর, কক্সবাজার রুটে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলার ফ্লাইট ছেড়ে গেছে। অন্যান্য রুটেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট পরিচালনা করছে চারটি এয়ারলাইন্স। এগুলো হলো বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ার এবং এয়ার এস্ট্রা। বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ঈদে আমাদের বিভিন্ন রুটে চারটি ফ্লাইট বাড়ানো হয়েছে, তারপরও সব টিকিট শেষ। যাত্রী সাধারণের কথা চিন্তা করেই আমরা ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছি।
এদিকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘরমুখী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ছাড়া হয়। প্রতিবছরই ট্রেনে ঈদযাত্রায় নানান বিড়ম্বনার শিকার হতে হয়। তবে এবারের চিরচেনা সেই চিত্রে পরিবর্তন এসেছে। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন ছাড়ছে, আর যাত্রীদের জন্য যাত্রা হয়েছে আগের চেয়ে স্বস্তিদায়ক। গতকাল শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, ট্রেন ছাড়ার আগেই যাত্রীরা স্টেশনে এসে অপেক্ষা করছেন। তবে আগের মতো প্রচ- ভিড় কিংবা বিশৃঙ্খলার দৃশ্য চোখে পড়েনি। প্ল্যাটফর্মের বাইরের অংশে কিছুটা ভিড় থাকলেও, ভেতরে কেবল টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে, ফলে অবৈধভাবে কেউ স্টেশনে প্রবেশের সুযোগ পাচ্ছে না। এতে স্টেশনের পরিবেশ আগের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন যাত্রীরা। অতীতে দেখা গেছে, ট্রেনের ছাদেও মানুষ উঠে যেত, যা ছিল ঝুঁকিপূর্ণ ও অবৈধ। তবে এবার রেলওয়ে কর্তৃপক্ষ সেই চিত্র পাল্টে দিয়েছে। প্ল্যাটফর্মের প্রবেশপথেই কঠোর নজরদারি থাকায় টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারছেন না। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়েছে, যাতে নির্ধারিত যাত্রীসংখ্যার চেয়ে কিছুটা বেশি মানুষ ট্রেনে ভ্রমণের সুযোগ পান। ফলে অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও ট্রেনের ছাদে ওঠার চিরচেনা বিশৃঙ্খল দৃশ্য এবার দেখা যাচ্ছে না। কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, সকাল ৯টা পর্যন্ত ১০টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং কোনও ট্রেনই বিলম্ব হয়নি। সকালের কিছু ট্রেনে যাত্রীর চাপ বেশি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে এসেছে।
এদিকে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল তুলনামূলক ছিল অনেকটাই ফাঁকা। রাজধানীর রাস্তাগুলোয় গাড়ি কম, বাজারে মানুষ কম, সড়কে নেই তেমন যানজট। মার্কেট-বিপণি বিতানগুলোতেও নেই অতীতের মতো ক্রেতার ভিড়।
গতকাল গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের তেমন ভিড় ছিলোনা। কোথাও বাস কাউন্টার একদম ফাঁকা দেখা গেছে। কাউন্টার ম্যানেজারদের অলস সময় কাটাতে দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। জনপ্রতি ২০০-২৫০ টাকা বেশি বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ করেন যাত্রীরা। আর কাউন্টার ম্যানেজারদের দাবি, তারা নিয়মমাফিক ভাড়া আদায় করছেন।
রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল এলাকায় বাস কাউন্টার ও আশপাশের এলাকা ঘুরে সাধারণ সময়ের মতোই যাত্রীদের উপস্থিতি দেখা যায়। কোথাও ভিড় দেখা যায়নি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল যাত্রায় মহাসড়কে যানজট না থাকায় সায়দাবাদ থেকে প্রায় প্রতিটি বাস নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে। যাত্রীদের মনেও ছিল প্রশান্তি।
শনিবার সকাল থেকেই রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। পরিবহন মালিক-শ্রমিকরা জানিয়েছেন, সড়কে যানজট না থাকায় ঈদযাত্রায় বাড়তি চাপে সমস্যা হচ্ছে না মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে। অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা।
ঈদযাত্রা স্বস্তিদায়ক করা প্রসঙ্গে সড়ক সচিব মো. এহছানুল হক বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, পুলিশ, শ্রমিক-মালিক সমিতির নেতাদের সঙ্গে একযোগে বসে আমরা এ চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এবারের ঈদযাত্রায় কোনও ধরনের চাঁদাবাজি থাকবে না; অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না; ছিনতাই, চুরি, ডাকাতি হবে না; মলম পার্টির উপদ্রব থাকবে না; সর্বোপরি মানুষ শান্তিতে ও নির্বিঘেœ ঘরে ফিরে যাবে এবং একইভাবে আসার সময় আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাবো। সড়ক সচিব বলেন, বিআরটিএ প্রতিটি বাস টার্মিনালে বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও পুলিশ ও র্যাবের টিম সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। বাড়তি ভাড়া আদায়সহ যাত্রীদের সব ধরনের সমস্যা সমাধানে অভিযোগ পাওয়া মাত্রই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে জনগণ এবার স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছে। সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে জনগণ নির্বিঘেœ ও ভালোভাবে ঈদযাত্রা করতে পারে এবং ঈদ শেষে নিরাপদে ঢাকায় ফিরে আসতে পারে। তিনি বলেন, ‘সবাই ছুটি ভোগ করছে। কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস-এর সদস্যরা কিন্তু ছুটিতে যাচ্ছেন না। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা যেন সুসংহত থাকে; সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফাঁকা ঢাকায় কোনও ষড়যন্ত্রের হুমকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনও ষড়যন্ত্রের হুমকি নেই। যদি কোনও ষড়যন্ত্রের হুমকি থাকে জনগণকে সাথে নিয়ে আমরা এ ষড়যন্ত্র মোকাবিলা করবো। জনগণ সঙ্গে থাকলে ও মোকাবিলা করলে কেউ কোনও ষড়যন্ত্র করতে পারবে না। তিনি রাজধানীর বাস টার্মিনাল, প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলো যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেন। তাছাড়া তিনি নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের কোনও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।
এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে থাকবে। কোনো ফাঁকা বুলি নয় বরং দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই ডিবি ক্রমাগত নগরবাসীর আস্থার প্রতীকে পরিণত হচ্ছে।
ঈদে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ৫০টি থানা এলাকায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। পুলিশকে সহায়তায় অক্সিলিয়ারি ফোর্স নিয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা পালন করবে। ইউনিফর্মড পুলিশের পাশাপাশি ডিবির উল্লেখযোগ্য সংখ্যক টিম মাঠে কাজ করে যাচ্ছে। নগরবাসীর নিরাপত্তায় ডিবি ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে ও যাবে। ডিবির সাইবার টিম তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে। সাইবার স্পেস ব্যবহার করে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে। প্রো-অ্যাকটিভ পুলিশিং এর অংশ হিসেবে ডিবির জাল সর্বত্র বিস্তৃত করা হয়েছে। ঢাকা মহানগরীকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে ডিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

মিয়ানমারে ফের ভূমিকম্প, নিহত ছাড়াল ৩০০০

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক না থাকলে আমাদের সকল অর্জন ব্যর্থ হবে: সেলিম উদ্দিন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বাংলাদেশ মাতাবে পাকিস্তানি ব্যান্ড,শুরু হয়েছে টিকিট বিক্রি

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অটোচালকের মৃত্যু

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক রিভিউ করছে : প্রেস সচিব শফিকুল আলম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

মার্কিন উপ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধির ফোনালাপ

সুপেয় পানির সংকট দূরীকরণে নোয়াখালীতে পদযাত্রা