আল বিদা মাহে রমজান
৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম

আরবী ঈদ শব্দটির অর্থ হলো, আনন্দ উৎসব যা বছরান্তে বারবার ফিরে আসে। আর ফিতর শব্দটির অর্থ হলো-ভঙ্গকরা, ভাঙ্গা। মাহে রমযানের ত্রিশ দিন সিয়াম সাধনার পর তাকওয়া ভিত্তিক জীবন গঠনের অনুশীলনকারীরা শাওয়াল মাসের প্রথম তারিখে রোযা ভঙ্গের যে উৎসব পালন করেন, তাকেই ঈদুল ফিতর বলা হয়। এটা মূলতঃ এক মাস রোযা পালনের সাফল্য লাভের উৎসব। এ উৎসব পালন হয় আল্লাহর যিকির তাকবীর ও সালাত আদায়ের মাধ্যমে। হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নূর নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) ঈদুল ফিতরের দিন বের হন। অতঃপর খুতবার পূর্বে সালাত শুরু করেন। (সহীহ বুখারী : ২/৯৫৮)। ঈদের সালাতে অংশ গ্রহণ করার অনুমতি মহিলাদের জন্যও আছে। হযরত উম্মু আতিয়্যাহ (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে বিশ্বনবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) আদেশ করেছেন। আমরা গৃহবাসিনী সবাইকে। তবে, ঋতুবতী মহিলারা ঈদের সালাত আদায় থেকে বিরত থাকবে।
বাকী পুণ্যের কাজে ও মুসলমানদের দোয়ায় শরীক হবে। আমি আরজ করলামÑ ইয়া রাসূলাল্লাহ! আমাদের কাছে কারো চাদর বা ওড়না নেই। রাসূলুল্লাহ (সা:) বললেন : তার অন্য গুণ তাকে ওড়না পরিয়ে দেবে। (সহীহ মুসলিম : ২/৮৯০)। হযরত ইবনু আব্বাস (রা:) হতে বর্ণিত আছে যে, সাইয়্যেদুল মুরসালীন রাসূলুল্লাহ (সা:) ঈদুল ফিতরে দু’ রাকআত সালাত আদায় করেন। এর পূর্বে ও পরে কোন সালাত আদায় করেননি, অতঃপর বিলাল (রা:) কে সঙ্গে নিয়ে নারীদের নিকট এলেন এবং সাদকাহ প্রদানের জন্য তাদেরকে নির্দেশ দিলেন। তখন তারা দিতে লাগলেন। নারীদের কেউ দিলেন আংটি, আবার কেউ দিলেন গলার হার। (সহীহ বুখারী : ২/৯৬৪) ঈদুল ফিতর-এর দিন নির্দোষ আনন্দ প্রকাশ করা দোষণীয় নয়। হযরত আয়েশা (রা:) হতে বর্ণিত যে হযরত আবু বকর (রা:) ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিনে তাঁকে দেখতে এলেন। তখন বিশ্ব নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) হযতর আয়েশা (রা:) এর বাড়ীতে অবস্থান করছিলেন।
এ সময় দুজন অল্প বয়স্ক বালিকা এ কবিতাটি উচ্চৈস্বরে আবৃত্তি করছিল যা আনসারগণ ‘বুআস’ যুদ্ধে আবৃত্তি করেছিল। তখন হযরত আবু বকর (রা:) দু’বার বললেন, এ হল শয়তানের ঢাল। তখন নবী কারীম (সা:) বললেন : হে আবু বকর। ওদেরকে ছাড়। প্রত্যেক সম্প্রদায়েরই ঈদ আছে, আর আজ হলো আমাদের ঈদের দিন। (সহীহ বুখারী : ৫/৩৯৩১)। ইসলামী ঈদের দিনের একটি অন্যতম বৈশিষ্ট্য এই যে, এই দিনে তাকবীর ধ্বনির মাধ্যমে মহান আল্লাহ তায়ালার মাহাত্ম্য বর্ণনা করা হয়। সে দিন চতুর্দিকে আল্লাহু আকবার (আল্লাহ মহান) এই ঈমান বর্ধক ধ্বনি শ্রুতিগোচর হয়। এ রূপ করার জন্য দ্বীন ইসলাম ঈমানদারদেরকে বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ দিয়েছে। হযরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত আছে যে, নবী করীম (সা:) বলেছেন : তোমরা তোমাদের ঈদগুলোকে ‘তাকবীর’ (আল্লাহু আকবার) ধ্বনি দ্বারা সুসজ্জিত করো। (তিবরানী : আত তারগীব ওয়াত্ তাতীব)। ঈদ উৎসব মুসলিম মিল্লাতের একতা ঐক্যের অতুলনীয় বহিঃপ্রকাশ। যখন তারা একটি উন্মুক্ত প্রান্তরে সমবেত হয়, তখন একতাও ঐক্যের বাস্তব রূপ তাদের মাঝে ফুটে উঠে। একই সাথে ঈদের দিনটি উপহার, পুরস্কার ও উপঢৌকন প্রদানের দিন। এই দিনে বিশ্ব মুসলিম মিল্লাত প্রাণ-খুলে উপহার ও উপঢৌকন বিতরণ করে থাকেন। আমীন!
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

আবারও বিয়ের পিঁড়িতে শবনম ফারিয়া?

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শন, জামায়াত সেক্রেটারির নিন্দা

মিয়ানমারে ফের ভূমিকম্প, নিহত ছাড়াল ৩০০০

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক না থাকলে আমাদের সকল অর্জন ব্যর্থ হবে: সেলিম উদ্দিন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বাংলাদেশ মাতাবে পাকিস্তানি ব্যান্ড,শুরু হয়েছে টিকিট বিক্রি

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অটোচালকের মৃত্যু

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক রিভিউ করছে : প্রেস সচিব শফিকুল আলম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু