উপদেষ্টারা ঈদ করবেন রাজধানীতে
৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ বেশির ভাগ উপদেষ্টাই রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতর পালন করবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন চুপ্পু ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নামাজ আদায় করবেন। এর মধ্যে কয়েকজন উপদেষ্টা ঢাকায় ঈদের নামাজ পড়ে নিজ এলাকায় আত্মীয়-স্বজন ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করবেন। তবে মন্ত্রীপরিষদ বিভাগ সচিব দেশের বাহিরে ঈদ করবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট উপদেষ্টার পিএস, জনসংযোগ কর্মকর্তা ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব ড. মো.আবদুর রশিদ কানাডায় মেয়ের বাসয়ি ঈদ করবেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শাহজাহান মিয়া। তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন চুপ্পু ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নামাজ আদায় করবেন। শাহজাহান মিয়া বলেন, ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা ছাড়াও অন্যান্য উপদেষ্টা, কূটনীতিকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। মুসল্লিদের নিরাপত্তার জন্য ঈদগাহে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। প্রাথমিক চিকিৎসার জন্য প্রস্তুত থাকবে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষ যাতে ঈদ করতে পারে সে কারণে স্ব-স্ব দায়িত্ব পালতে তৎপর উপদেষ্টারা।
যেসব উপদেষ্টা রাজধানীতে ঈদ করবেন তারা হলেন, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ,আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ ও জ্বালানি এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ঢাকায় ঈদ করবেন। এ ছাড়া দুর্যোগ ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ অন্য উপদেষ্টারাও ঈদে ঢাকায় অবস্থান করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় ঈদের নামাজ শেষে নিজ এলাকা মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাবেন। সেখানে তিনি আত্মীয়-স্বজন ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম ঢাকায় ঈদ জামাত পড়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আত্মীয়-স্বজন ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে যাবেন। শ্চিত করেছেন তাঁর মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকায় ঈদ করবেন বলে নিশ্চিত করেছেন তাঁর পিএস শামছুদ্দিন মাসুম। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ঢাকায় ঈদ করবেন বলে জানিয়েছেন তার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সালাউদ্দিন।
এদিকে প্রশাসনে বড় বড় কর্মকর্তারা অনেকই রাজধানীতে ঈদ পালন করবেন। তবে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব ড. মো.আবদুর রশিদ কানাডায় ঈদ করবেন। প্রধান উপদেষ্টার মূখ্য সচিব সিরাজুল উদ্দিন মিয়া,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড, নাসিমুল গনি, ভেীত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আমকল হোসেন আজাদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক,জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড.মো. মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ বেশ কয়েকজন সচিব ঢাকা ঈদ পালন করবেন।
এ বিষয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সচিব ড. মো.আবদুর রশিদ ইনকিলাবকে বলেন, আসলে এবার কানাডায় ঈদ করতে যাচ্ছি। দোয়া করবেন। বেশিদিন থাকা হবে না। ঈদের ছুটি শেষ হলেই চলে আসবো।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। শাহজাহান মিয়া বলেন, গত বছরের মতো এবারও আমরা আধুনিক ও সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকলেও প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকাবাসীকে প্রধান ঈদ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সকল ব্যবস্থা সম্পন্ন করেছি, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন। মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পদক্ষেপের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক।
##.0
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক না থাকলে আমাদের সকল অর্জন ব্যর্থ হবে: সেলিম উদ্দিন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বাংলাদেশ মাতাবে পাকিস্তানি ব্যান্ড,শুরু হয়েছে টিকিট বিক্রি

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অটোচালকের মৃত্যু

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক রিভিউ করছে : প্রেস সচিব শফিকুল আলম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

মার্কিন উপ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধির ফোনালাপ

সুপেয় পানির সংকট দূরীকরণে নোয়াখালীতে পদযাত্রা

শতাধিক ভ্যান ও মোটরসাইকেল নিয়ে গণসংযোগে মাহিন সরকার