প্রয়োজন ‘নগর আদালত’

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম

আইনের আশ্রয় পাওয়া ও দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রাপ্তির অধিকার নাগরিকের সাংবিধানিক অধিকার। এটি নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্রের। মানুষের ব্যক্তি পর্যায়ের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দেশের বিচারব্যবস্থায় ২০০৬ সালের ‘গ্রাম আদালত আইন’ গঠিত হয়। এ আদালত এখন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্ষুদ্র বিষয় নিষ্পত্তির জন্য মানুষকে প্রচলিত আইন আদালতের শরণাপন্ন হতে হয়। সেখানে পদ্ধতিগত কারণে মানুষকে বছরের পর বছর একটি অত্যন্ত স্পষ্ট বিষয় নিয়েও আদালতের বারান্দায় ঘুরতে হয়। যা মানুষের জন্য অত্যন্ত দুঃসহ ভোগান্তির কারণ হয়ে দেখা দেয়।

এই দীর্ঘসূত্রিতা থেকে পরিত্রাণ পেতে বতর্মান বাস্তবতায় ‘গ্রাম আদালত’র আলোকে শহরাঞ্চলের নাগরিকদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য ‘নগর আদালত আইন’ প্রণয়ন করা জরুরি বলে মনে করেন আইনজ্ঞরা। তারা মনে করেন, মানুষ যতই নগরজীবনে অভ্যস্থ হয়ে পড়ছে ততোই বাড়ছে মহানগরগুলোতে মানুষের চাপ। বিশেষত: ঘনবসতিপূর্ণ ঢাকার সম্প্রসারণ ঘটছে দ্রুত। ফলে পারিবারিক বিরোধ, সম্পত্তি নিয়ে বিরোধসহ নানা ধরণের অপরাধ প্রবণতাও বেড়েছে। দিনকে দিন সংযুক্ত নিত্য নতুন নাগরিক অপরাধ। এমন একটা সময় ছিলো যখন ঢাকায় একটি শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা চালু ছিলো। স্থানীয় সরকারের অধীনে কাজ করতো এ পঞ্চায়েত। ছোট-খাটো অপরাধের বিচার-সালিশ পঞ্চায়েতই করতো। কিন্তু কালের বিবর্তনে সেই প্রথা এখন বিলুপ্ত। অথচ ব্যক্তি ও পরিবার পর্যায়ের অপরাধের ধরণ এবং বিস্তৃতি বাড়ছে। এসব অপরাধ যদি স্থানীয় সরকারের অধীন ‘নগর আদালত’ গঠন করে নিষ্পত্তি করা সম্ভব হয় তাহলে আদালতের ওপর মামলার চাপ কমবে।

নগর আদালত পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রচলিত বিচার ব্যবস্থায় আদালতের মামলা জট কমাবে। এতে একদিকে যেমন মানুষ তাদের ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য একটি আদালত পাবে যেখানে এটা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হবে, তেমনি প্রচলিত বিচার ব্যবস্থায় আদালতের ওপর যে চাপ রয়েছে, মামলার দীর্ঘসূত্রিতা ও জট অনেকাংশে লাঘব হবে।

আইনজ্ঞরা মনে করেন, বর্তমান বাস্তবতার আলোকে এবং মানুষের সংবিধান স্বীকৃত যে দ্রুতবিচার পাওয়ার এবং আইনের আশ্রয় লাভের অধিকার আছে সেই অধিকার বাস্তবায়নের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বিরোধ নিষ্পত্তির জন্য প্রচলিত আদালতের বাইরে গিয়ে ‘গ্রাম আদালত’ আইনের মতো ‘নগর আদালত’ আইন প্রণয়ন করা বর্তমানের সময়ের দাবি। অধিক জনসংখ্যার দেশে এবং বিদ্যমান বিচার কাঠামোর বাবস্ততার নিরিখে মানুষের মৌলিক অধিকার লাভের অধিকার অনেকাংশেই সংকীর্ণ হয়ে এসেছে। দীর্ঘদিন বিচারপ্রার্থী মানুষ বিচারের অপেক্ষায় থেকে, অনেকে বিচার না পেয়ে নিজেরাই নিজেদের গুটিয়ে নিচ্ছে। অনেকে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। ফলে সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।

এ বিষয়ে সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন বলেন, নগর আদালত গঠন করা এখন সময়ের দাবি। এ আদালত গঠন করতে হলে স্থানীয় সরকার আইনে নগর আদালত গঠনের ধারা যুক্ত করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে এটি করতে পারে।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে নগর আদালতের প্রয়োজনীয়তার কথা বলে আসছি দীর্ঘ দিন ধরে। এ লক্ষ্যে কিছু কাজও করার চেষ্টা করেছি। প্রায় পাঁচ বছর আগে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। সেখানে মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষার লক্ষ্যে অবিলম্বে নগর আদালত গঠনের অনুরোধ জানানো হয়েছে। সরকার ওই নোটিশে সাড়া দেয় নি। তবে ইচ্ছে আছে প্রয়োজনে এ বিষয়ে উচ্চ আদালতে বিষয়টি নিয়ে রিট করার।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে
ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ভারতে ট্রেন দুর্ঘটনা, চাকরির শেষ দিনে প্রাণ হারালেন চালক
ব্যাংককে বৈঠকে বসবেন ড. ইউনূস ও মো‌দি
আরও
X

আরও পড়ুন

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক না থাকলে আমাদের সকল অর্জন ব্যর্থ হবে: সেলিম উদ্দিন

ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক না থাকলে আমাদের সকল অর্জন ব্যর্থ হবে: সেলিম উদ্দিন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বাংলাদেশ মাতাবে পাকিস্তানি ব্যান্ড,শুরু হয়েছে টিকিট বিক্রি

বাংলাদেশ মাতাবে পাকিস্তানি ব্যান্ড,শুরু হয়েছে টিকিট বিক্রি

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অটোচালকের মৃত্যু

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অটোচালকের মৃত্যু

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে

ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক রিভিউ করছে : প্রেস সচিব শফিকুল আলম

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক রিভিউ করছে : প্রেস সচিব শফিকুল আলম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

মার্কিন উপ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধির ফোনালাপ

মার্কিন উপ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধির ফোনালাপ

সুপেয় পানির সংকট দূরীকরণে নোয়াখালীতে পদযাত্রা

সুপেয় পানির সংকট দূরীকরণে নোয়াখালীতে পদযাত্রা

শতাধিক ভ্যান ও মোটরসাইকেল নিয়ে গণসংযোগে মাহিন সরকার

শতাধিক ভ্যান ও মোটরসাইকেল নিয়ে গণসংযোগে মাহিন সরকার