মিয়ানমার প্রথমধাপে ফেরত নিচ্ছে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা

ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের উল্লাস

Daily Inqilab কক্সবাজার ব্যুরো ও উখিয়া সংবাদদাতা

০৬ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা থেকে প্রথমবারের মতো এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিচ্ছে মিয়ানমার সরকার। এটি অবশ্যই একটি বড় সুখবর। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার অনেক মায়া কান্না করেও রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে মিয়ানামার সরকারকে রাজি করাতে পারেনি।

অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়ে ৮ মাসের মাথায় চমক দেখান। ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য তাদেরকে উপযুক্ত হিসেবেও শনাক্ত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। বিভিন্ন ক্যাম্পে এ বিষয়ে উল্লাস প্রকাশ করছে রোহিঙ্গারা। গত শুক্রবার প্রধান উপদেষ্টার দফতরের অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। গত শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের কাছে এ তথ্য তুলে ধরেন।
২০১৭ সালে মিয়ানমার বাহিনীর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় এ মূল তালিকাটি মিয়ানমারের কাছে সরবরাহ করেছিল। এছাড়া আরো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই করণের জন্য তাদের ছবি ও নাম এখনো যাচাই-বাছাই বাকি রয়েছে। ‘মূল তালিকায় থাকা বাকি পাঁচ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাইকরণ দ্রুতগতিতে সম্পন্ন করা হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার।

বৈঠকে হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, বাংলাদেশ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরো মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত। সম্প্রতি রোহিঙ্গাদের পুনর্বাসন প্রসঙ্গটি একাধিক দফায় উত্থাপন করেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

এদিকে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারে নৃশংস সংঘাতের অবসানের কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশটিতে সহিংসতার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এ সঙ্কট সমাধানে অবশ্যই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের পথ নিশ্চিত করতে হবে। গেল মাসে আমি বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প সফর করেছি। মিয়ানমারজুড়ে সংঘাত-সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অবসান করতে হবে।

বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মিয়ানমারের রাখাইন রাজ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য একটি মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন। যাতে সেখানে বাস্তুচ্যুতি বন্ধ করা যায়। তিনি বলেন, রাখাইন রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষের বিষয়ে ইউএনডিপির সতর্কবার্তা রয়েছে। রাখাইন থেকে আরও বাস্তুচ্যুতি বন্ধ করার জন্য জনগণের মৌলিক চাহিদা পূরণে সেখানে একটি মানবিক চ্যানেল স্থাপন করা যেতে পারে।

তিনি বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কটের যদি মীমাংসা না হয়, তাহলে সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, বিমসটেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে রাখাইনের বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে সমাধানের জন্য সংলাপ চালাতে পারে।

কুতুপালং ক্যাম্পের মাওলানা আব্দুল আমিন বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্পে সফর করে তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার আহবানে তারা খুশি। যত দ্রুত সম্ভব তারা দেশে ফিরে যেতে চায়।

ক্যাম্প ১০ এর এক মাঝি বলেন, আমরা এতদিন আশ্বস্থ হতে পারিনি মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় মিয়ানমার সরকার আমাদের অধিকার ফিরিয়ে দিতে রাজি। এতে আমরাও খুশি। আমরা দেশে ফিরতে চাই।

ক্যাম্প ৮ এর আব্দুর রহমান বলেন, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টি করে এতদিন মিয়ানমারে ফিরতে বাধা দিচ্ছিল। এখন ওগুলো আর নাই। আমরা এখন দেশে ফেরার জন্য অস্থির।
এ প্রসঙ্গে রোহিঙ্গা প্রত্যাবসন কমিশনার মিজানুর রহমান বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে। তবে সরকারের প্রচেষ্টা ও মিয়ানমারের আন্তরিকতায় রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ সুগম হবে বলে আমরা আশা করছি।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ডুরার নতুন কার্যনির্বাহী কমিটি : সভাপতি আবির, সম্পাদক জহির
জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান
ভারতীয় মিডিয়াকে অপতথ্য ছড়াতে আওয়ামী লীগ সহায়তা করছে: প্রেস সচিব
ফারাক্কার ৫০ বছর: বাংলাদেশের যে প্রভাব পড়েছে
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি এইড ফর মেন ফাউন্ডেশনের
আরও
X

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ডাকাত সোহান গ্রুপের অত্যাচারে অতিষ্ট ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে ডাকাত সোহান গ্রুপের অত্যাচারে অতিষ্ট ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : প্রাণিসম্পদ উপদেষ্টা

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : প্রাণিসম্পদ উপদেষ্টা

ডুরার নতুন কার্যনির্বাহী কমিটি : সভাপতি আবির, সম্পাদক জহির

ডুরার নতুন কার্যনির্বাহী কমিটি : সভাপতি আবির, সম্পাদক জহির

রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরন ও ভাংচুর

রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরন ও ভাংচুর

জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

হারানো এলাকা রশিয়াকে ছাড়তে প্রস্তুত ইউক্রেন: মার্কিন দূত

হারানো এলাকা রশিয়াকে ছাড়তে প্রস্তুত ইউক্রেন: মার্কিন দূত

ডিমলায় বিদ্যুতের তাড়ে জড়িয়ে কৃষকের মৃত্যু

ডিমলায় বিদ্যুতের তাড়ে জড়িয়ে কৃষকের মৃত্যু

সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ৭ হাজার কোটি টাকা লোকসান! চাপে এয়ার ইন্ডিয়া

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ৭ হাজার কোটি টাকা লোকসান! চাপে এয়ার ইন্ডিয়া

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

পূবাইলে শাকিলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

পূবাইলে শাকিলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব সমাজ ও সংস্কৃতির বিকাশ সাধনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে --অধ্যাপক মাহফুজুর রহমান

নিজস্ব সমাজ ও সংস্কৃতির বিকাশ সাধনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে --অধ্যাপক মাহফুজুর রহমান

সোনারগাওয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সোনারগাওয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহীতে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়েছে দুর্বত্তরা

রাজশাহীতে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়েছে দুর্বত্তরা

কসবায় ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ঢাকায় গ্রেপ্তার

কসবায় ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ঢাকায় গ্রেপ্তার

'আমিন আমিন' ধ্বনীতে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের ইজতেমা

'আমিন আমিন' ধ্বনীতে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের ইজতেমা

গ্লোবাল লেবার ডে সামিট অনুষ্ঠিত

গ্লোবাল লেবার ডে সামিট অনুষ্ঠিত

শিল্পের নামে জিয়াউর রহমানকে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা, টুইটারে ভাইরাল সাজু খাদেমের ভিডিও

শিল্পের নামে জিয়াউর রহমানকে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা, টুইটারে ভাইরাল সাজু খাদেমের ভিডিও

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া  পরিশোধ করছে বাংলাদেশ

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া পরিশোধ করছে বাংলাদেশ

ভারতীয় মিডিয়াকে অপতথ্য ছড়াতে আওয়ামী লীগ সহায়তা করছে: প্রেস সচিব

ভারতীয় মিডিয়াকে অপতথ্য ছড়াতে আওয়ামী লীগ সহায়তা করছে: প্রেস সচিব