৮৮ জনের বিরুদ্ধে মামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮
০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক হাতবোমার বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় র্যাব ও পুলিশ ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে। গতকাল রোববার এ বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আখন্দ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য ও প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে বেশ কয়েবার সংঘর্ষ ও ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে আসছিল। এতে বহু লোকজন আহত হয়েছেন। এর জের ধরে শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় আবারো উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে শনিবারের ঘটনায় ওই এলাকায় বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ও শতাধিক বোমাবাজির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শরীয়তপুর ও রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ব্যাপক তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। ফলে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কিছুটা হলেও টনক নড়ে। পুলিশ শনিবার রাতভর অভিযান চালাতে বাধ্য হয়। এ ঘটনায় রোববার জাজিরা থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে ৮৮ জনের নামে ও ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ শনিবার রাতভর অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আখন্দ বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানার এক উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে র্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার, পুলিশ সুপার মো. মনির হোসেন জানান, র্যাব-৮ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার মোমিনবাগ এলাকা থেকে দিবাগত রাত একটার দিকে বিলাসপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই মুহূর্তে র্যাবের হেফাজতে রয়েছেন।
স্থানীয় একটি সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর আওয়ামী লীগের প্রথম সারির নেতারা বিদেশে পালিয়ে গেছেন। অনেকেই গ্রেফতার হয়েছেন। অনেকেই দেশেই আত্মগোপনে আছেন। নেতাকর্মীরা নিষ্ক্রিয় অবস্থায় আছেন। কিন্তু শরীয়তপুরের জাজিরায় বিলাসপুরে আওয়ামী লীগের দাপট এখনো কমেনি। তারা চাঁদাবাজি, দখল বাণিজ্য, দাঙ্গাহামাঙ্গা ও বোমাবাজিসহ নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এদের কারণে বিলাসপুরের নিরীহ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরন ও ভাংচুর

ডিমলায় বিদ্যুতের তাড়ে জড়িয়ে কৃষকের মৃত্যু

সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ৭ হাজার কোটি টাকা লোকসান! চাপে এয়ার ইন্ডিয়া

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

পূবাইলে শাকিলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব সমাজ ও সংস্কৃতির বিকাশ সাধনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে --অধ্যাপক মাহফুজুর রহমান

সোনারগাওয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহীতে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়েছে দুর্বত্তরা

কসবায় ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ঢাকায় গ্রেপ্তার

'আমিন আমিন' ধ্বনীতে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের ইজতেমা

গ্লোবাল লেবার ডে সামিট অনুষ্ঠিত

শিল্পের নামে জিয়াউর রহমানকে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা, টুইটারে ভাইরাল সাজু খাদেমের ভিডিও

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া পরিশোধ করছে বাংলাদেশ

ভারতীয় মিডিয়াকে অপতথ্য ছড়াতে আওয়ামী লীগ সহায়তা করছে: প্রেস সচিব

ফারাক্কার ৫০ বছর: বাংলাদেশের যে প্রভাব পড়েছে

সীমান্তে ২ কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, ২ ভারতীয়কে আটক করলো স্থানীয়রা

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা কুফর ও শিরক জুমার খুৎবা পূর্ব বয়ান

ধামরাইয়ে ছাত্র হত্যা চেষ্টা মামলায় ৫ আসামী গ্রেফতার

নিষেধাজ্ঞার ২ মাসে লক্ষ্মীপুরের মেঘনায় ৯৪ জেলের দণ্ড