ভেঙে পড়ছে প্রশাসনে চেইন অব কমান্ড
০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

প্রশাসনে ৯ ব্যাচ-১০এবং ১১ ব্যাচের সিনিয়রিটি লংঘন করে ১৩ ব্যাচের কর্মকর্তা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে অবসরে যাওয়া পরে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব পরে একই মন্ত্রণালয়ে পদায়ন। বিকালে তাকে অবসর প্রদান করা হয়েছে। ফ্যাসিষ্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া মো.হামিদুর রহমান খাকে কিভাবে পদোন্নতি দেয়া হয়েছে তা নিয়ে প্রশাসনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অথচ পদোন্নতি বঞ্চিত প্রশাসনে শত শত সৎ,যোগ্য এবং মেধাবি কর্মকর্তা থাকার পরেও পদায়ন করা হচ্ছে না। বঞ্চিতদের পদায়ন ও পদোন্নতিতে বড় বাঁধা হয়ে দায়িছে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব ও জনপ্রশাসনের সিনিয়র সচিব বলে জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। প্রশাসনের ৯ ব্যাচ-১০ এবং ১১ ব্যাচের সিনিয়রিটি লংঘন করে ১৩ ব্যাচের কর্মকর্তা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.হামিদুর রহমান খানকে অবসরে যাওয়া পরে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করে একই মন্ত্রণালয়ে পদায়ন করে পরে তাকে অবসর প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেনি।
গতকাল রোববার সচিবালয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচিব ইনকিলাবকে বলেন, ছাত্র-জনতা আন্দোলনে ক্ষমতাচ্যুত পতীত আওয়ামী লীগ সরকারের আমলে সিনিয়র সচিব পদ সৃষ্টি করা হয়। তখন ক্রমানুযায়ী সচিব হিসাবে যিনি সিনিয়র তাকেই সিনিয়র সচিব পদোন্নতি দেয়া শুরু হয়। কিন্তু গত ২৭ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান জুনিয়র হলেও তাকে সিনিয়র সচিব নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে নিয়মের ব্যত্যয় হয়েছে। অথচ তার আগে সিনিয়র নবম, দশম ও একাদশ ব্যাচের সচিবও রয়েছেন। তারা এখনো সিনিয়র সচিব হওয়ার যোগ্যতা অর্ঝন করেনি। তাদের মত, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আর যা হোক কেউ বৈষম্যের শিকার হতে পারেন না। সেটি হলে প্রশাসনে চেইন অব কমান্ড নষ্ট হতে বাধ্য।
এদিকে প্রশাসনে এক সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করে একই মন্ত্রণালয়ে পদায়ন এবং বিকালে অবসর প্রদান, অন্যদিকে আর এক সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলি করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক তিন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে জনপ্রশাসন সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বিকালে অর এক প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে অবসর প্রদান করা হয়েছে।
এছাড়া সিনিয়ন সচিব কামাল হোসেন গত ফ্যাসিস্ট সরকারের আমলে ধীরে ধীরে পদোন্নতির সব সোপান অতিক্রম করে ক্যাবিনেটের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব হন। এরপর যান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে। সেখানে সিনিয়র সচিব পর্যন্ত হন।ঐ সময় তিনি একজন প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। বিশেষ করে তার ব্যাচমেট তোফাজ্জেল হোসেন, প্রধানমন্ত্রীর সচিব (পরবর্তীতে মূখ্য সচিব) হওয়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেছিলেন। করোনা পেন্ডেমিকের সময় সে খুলনা জেলায় করোনা প্রতিরোধ ও রিলিফ ওয়ার্কে সরকারের মুখ্য সমন্বয়কারী ছিলেন এবং তার নিজ জেলা খুলনাতে ত্রাণ কার্যে তদারকির দায়িত্ব পালন করেন। পতিত ফ্যাসিবাদী সরকারের আমলেই সে পিআরএলে গিয়ে ২০২৩ সাল থেকে আবার সরকারের একটি নতুন দপ্তরের প্রধান অর্থাৎ এনএইচআরডিএফ এর এমডি পদে যোগদান করেন। এই এমডি পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার।অথচ তিনি সিনিয়র সচিব থেকে বিদায় নিয়ে এই পদে ২০২৩ সালে ক্ষমতার জোরে ঢুকেছেন। কিন্তু আজ পর্যন্ত কোন অর্গানাইজেশকে ফান্ডিং করতে পারেন নি। এখানে প্রত্যেকটা ফাংশনিং করার কথা ছিল। পলিসিতে ১২টি সেক্টর যেমন লাইট ইঞ্জিনিয়ারিং, কনসটাকশন, সিরামিক, আরএমজি, ফুড এ্যান্ড বেভারেজ, লেদার গুডস এ্যান্ড ফুটওয়্যার, কৃষি, আইটি, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি, ফার্মসিটিক্যালস ইত্যাদি সেক্টরগুলোতে আএসসি -এর মাধ্যমে কয়েক হাজার বেকার যুবককে স্কিল ট্রেনিং করে উপযুক্ত হিসেবে গড়ে তুলে বেকার সমস্যার সমাধান করার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত এটার কিছুই হয়নি।, শুধু বেতন দিয়েই খালাস। তাছাড়া কামাল হোসেন অত্যন্ত মেজাজী স্বভাবের এবং তার কাছে কেউ ভিড়তে পারে না বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। স্বৈরাচারের ল্যাসপেন্সার হয়েও এখনো চাকরিতে বহাল থাকা একটা বিষ্ময়কর ব্যাপার। জুলাই আগস্ট এর গণআন্দোলন, অভ্যুত্থান ও রক্তক্ষয়ী বিপ্লবের পরেও কামাল তার দপ্তরে ফ্যাসিবাদি সরকার কর্তৃক উপহৃত পদে অটুট রয়েছেন, কি সৌভাগ্য কামালের।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরন ও ভাংচুর

ডিমলায় বিদ্যুতের তাড়ে জড়িয়ে কৃষকের মৃত্যু

সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ৭ হাজার কোটি টাকা লোকসান! চাপে এয়ার ইন্ডিয়া

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

পূবাইলে শাকিলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব সমাজ ও সংস্কৃতির বিকাশ সাধনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে --অধ্যাপক মাহফুজুর রহমান

সোনারগাওয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহীতে সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়েছে দুর্বত্তরা

কসবায় ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ঢাকায় গ্রেপ্তার

'আমিন আমিন' ধ্বনীতে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের ইজতেমা

গ্লোবাল লেবার ডে সামিট অনুষ্ঠিত

শিল্পের নামে জিয়াউর রহমানকে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা, টুইটারে ভাইরাল সাজু খাদেমের ভিডিও

মাসিক বিলের পাশাপাশি আদানির বকেয়া পরিশোধ করছে বাংলাদেশ

ভারতীয় মিডিয়াকে অপতথ্য ছড়াতে আওয়ামী লীগ সহায়তা করছে: প্রেস সচিব

ফারাক্কার ৫০ বছর: বাংলাদেশের যে প্রভাব পড়েছে

সীমান্তে ২ কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, ২ ভারতীয়কে আটক করলো স্থানীয়রা

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা কুফর ও শিরক জুমার খুৎবা পূর্ব বয়ান

ধামরাইয়ে ছাত্র হত্যা চেষ্টা মামলায় ৫ আসামী গ্রেফতার

নিষেধাজ্ঞার ২ মাসে লক্ষ্মীপুরের মেঘনায় ৯৪ জেলের দণ্ড