ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা :স্বরাষ্ট্র উপদেষ্টা
২০ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম

আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে বা নিষ্ক্রিয় থাকলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শনিবার বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকায় হঠাৎ হঠাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে আতঙ্কিত হওয়া কিছু নেই। বিমানবন্দর থানা ছাড়াও উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। বদলির পর নতুন কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের অধঃস্তন ফোর্সের থাকা খাওয়ার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধঃস্তন ফোর্সের থাকা খাওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করা। পরিদর্শনকালে আমি দেখেছি, তাদের থাকার ব্যবস্থা খুবই খারাপ। কীভাবে এটিকে উন্নত করা যায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সে জন্য বিভিন্ন থানা সরেজমিন পরিদর্শন করে দেখছি। জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে। সে জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের চেষ্টা চলছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯টি থানা নতুন/নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য থানাও নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে।
ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় হয়রানি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মিথ্যা মামলায় যাতে কাউকে হয়রানি না করা হয় সে জন্য পুলিশকে অনেক আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছে। তিনি এ সময় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা ও সঠিক তথ্য দেয়ার জন্য সংশ্লিষ্ট ওসিদের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরো উন্নত হবে। ১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অত সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, থানার সামনে প্রেস ব্রিফিংয়ের জন্য সুশৃঙ্খলভাবে জড়ো ও সংগঠিত হওয়ার জন্য সাংবাদিকদের কিন্তু সময় লেগেছে। একইভাবে আমাদের সময় দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি ঘটবে।
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে যা বলছে ডিএমপি : ঢাকায় হঠাৎ হঠাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অনুরোধ জানানো হয়।
এতে লেখা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু-এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়।
ডিএমপি আরো লিখেছে, ‘এসব দুর্বৃত্তদের তাৎক্ষণিক গ্রেফতার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে। সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

সিরাজদিখানে বজ্রপাতে দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের মৃত্যু ও এক ভাই আহত

কঠোর নিয়ম, যুদ্ধ, নিষেধাজ্ঞা আর জমকালো আয়োজনে পর্দা উঠলো কানের

উৎকন্ঠায় ৪০ হাজার ডাক কর্মী ভেঙে ফেলা হচ্ছে জিপিও ?

ফাইনালে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দল

৫ সচিবকে ২০ মে প্রত্যাহারে আশ্বাসে কর্মসূচি স্থগিত

এনগিডিকে নিয়েই ফাইনালের দ. আফ্রিকা দল

মিরাজের লক্ষ্য শীর্ষস্থান

একা একা ফরজ নামাজ পড়ার পর সামনে জামাত পাওয়া প্রসঙ্গে।

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ছেলে নিহত, মা আহত

মির্জাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে শিক্ষক আটক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি শুচিতার পদত্যাগে আমরন অনশনে শিক্ষার্থীরা- মহাসড়ক অবরোধ

গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার আজিম সিকদার গ্রেফতার

ছাগলনাইয়ায় মাকে কুপিয়ে জখম, ছেলেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা

নোয়াখালীতে মাটি নিয়ে দ্বন্দ্বে ১৩ মামলার আসামি যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা, আটক ২

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন : পীর সাহেব চরমোনাই

শুল্ক যুদ্ধ থেকে কেন ‘পিছু হটলেন’ ট্রাম্প?

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বড়বাবুর বিরুদ্ধে দুদকে অভিযোগ

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে : আইজিপি