দেলোয়ারের আলাদীনের চেরাগ সিলেট বিআরটিএ
২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম

আরব্য রজনীর আলাদীনের চেরাগের মতো দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনেছেন সিলেট বিআরটিএ মোটরযানের পরিদর্শক দেলোয়ার হোসেন। ফ্যাসিস্ট আমল থেকেই অনিয়ম-দুর্নীতির চাষে সফল তিনি। প্রশাসনিক ক্ষমতায় কেন্দ্রিভূত তার কলমের খোঁচায় বৈধতা পেতে পারে যে কোনো গাড়ির ভবিষ্যত। গাড়ির মালিকরা নিরূপায় হয়ে দেলোয়ারকে ঘুষ দিয়ে গাড়ির ভবিষ্যত সুরক্ষায় রাজি হন। ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও বিআরটিএ ঘুষ বাণিজ্যে সংস্কৃতি যেই সেই। ঘুষ বাণিজ্যের ঠা-া মাথার মাস্টার মাইন্ড দেলোয়ার সরকার পরিবর্তন হলেও তার চেয়ার, তার ক্ষমতা এখনো অপ্রতিরোধ্য। সেকারণে তাকে নিয়ে চাপা ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। অনেকের প্রত্যাশা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা যেন সিলেট বিআরটিএর প্রতি নজর দেয়। তাহলে ফ্যাসিস্ট কর্মকর্তাদের ঘুষ জিম্মি থেকে মুক্তির পথ বের হবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বিআরটির মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের বেতনস্কেল ৩৮ হাজার টাকা। এই টাকাতে কিভাবে এতো বিলাসি জীবন যাপন করছেন দেলোয়ার, মনে আসে স্বাভাবিক সেই প্রশ্ন। তিনি নিজেই ২৫ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন সিলেট নগরীর অভিজাত পল্লী উপশহরে। অপরদিকে, তার স্ত্রী-সন্তানরা ঢাকার মিরপুরে ৫০ হাজার টাকার ভাড়া ফ্ল্যাটে থাকেন। পরিবারের সাথে দেখা করেন প্রতি সপ্তাহে। সেকারেণ বৃহস্পতিবার প্লেনে যান ঢাকায়, ফিরেন রোববার ভোরে একই কায়দায়। প্রতি মাসে ৮ বার যাওয়া আসায় খরচ হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা কেবল ফ্লাইট বাবদ। বাকী সন্তাদের লেখাপড়া, খাওয়া দাওয়াসহ পারিবারিক অন্যান্য পরিষেবা খরচ। তার একান্ত সহকর্মী সূত্র বলেছে, সেই ব্যয় প্রায় ৩ লাখে মেটাতে হয় তাকে। এই টাকার উৎস উদ্ঘাটনে বেরিয়েছে অবাক করা তথ্য।
সিলেট বিআরটিএ সূত্রে, মোটরযান শাখা সিলেট থেকে ঘুষ বাণিজ্যবাবদ তার আয় ৫০ লাখের মতো। কারণ ঘুষ ছাড়া কলম নড়ে না দেলোয়ারের। এই অবৈধ আয়ের অর্থ প্রতিদিন সন্ধ্যায় বহন করেন রাসেল নামের এক তরুণ। এই রাসেল বিএআরটি অফিসের অবৈধ আরেক কর্মচারী। নিয়োগ নেই, কিন্তু দেলায়ারের খাস লোক। তার দেশের বাড়ি সন্দীপ। কিন্তু বিআরটিএতে অবৈধ আয়ের ক্যাশিয়ার সে। রাসেলের ইশারায় ঘুষের টাকা অনেক ক্ষেত্রে লেনদেন হয় দেলোয়ারের একান্ত পরিচিত জনের ব্যাংক হিসেবে। ২০২২ সালের ১১ জানুয়ারি পূবালী ব্যাংক লক্ষ্মীপুর শাখার জিহাদ স্টোর নামীয় একাউন্টে টাকা লেনদেনের একটি ভাউচারের সূত্রে, দেখা গেছে সেই তথ্য। এছাড়া প্রাইম ব্যাংকের আরেকটি ব্যক্তিগত একাউন্টেও রয়েছে ঘুষের অর্থ প্রেরণের তথ্য।
অপরদিকে, পাঞ্চ গাড়ি নামে আরেকটি অবৈধ আয়ের উৎস রয়েছে সিলেট বিএআরটিএতে। চুরির সিএনজি-অটো শহরতলীর তেলিবাজারে নিয়ে আসা হয়। সেই চুরির গাড়ি ৫০ হাজার থেকে ১ লাখ টাকার বিনিময়ে নতুন নাম্বার খোদাই করে বসিয়ে দিয়ে বৈধতা দেন দেলোয়ার সিন্ডিকেট। সেকারণে সিলেটজুড়ে রয়েছে সিএনজি-অটো গাড়ি চুরির শক্তিশালী গ্যাং। পরিদর্শক দেলোয়ার এভাবে অসংখ্য চুরির গাড়ি পাঞ্চ পদ্বতিতে বৈধতা দিয়ে গড়ছেন অবৈধ টাকার পাহাড়। অন্য জেলার সিএনজির ফিটনেস এন্ডোর্স করা হয় সিলেট থেকে যদিও এটি অবৈধ। বিআরটিএ সংশ্লিষ্ট একটি তথ্য বলছে, অন্য জেলার ফিটনেস এন্ডোর্স সিলেটে করা দুটি সিএনজি সিলেট থ-১১-৩২৬০, সিলেট থ-১১-২৫২২। অবৈধ এ এন্ডোর্স কর্মের সর্দার দেলোয়ার।
সম্প্রতি সিলেট বিএআরটিএতে সিএনজির নতুন করে অনুমোদনের এক মিশনে নেমেছেন দেলোয়ার। ৩ হাজার গাড়ির অনুমোদন তথ্য দিয়ে, অগ্রিম ১ থেকে দেড় লাখ টাকা পকেটে নিয়ে তুলেছেন এই সিন্ডিকেট। এভাবে প্রায় ১২ কোটি টাকা এখন তাদের পকেটে। অনুমোদেনের নির্দেশ হলেই, অগ্রিম টাকা নেয়া গাড়ি গুলো অনুমোদন প্রাধান্য পাবে তাদের নেয়া ঘুষ টোপে।
সিলেট বিআরটিএতে ঘুষ বাণিজ্য ও নিজের বিলাসী জীবন প্রসঙ্গে মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, সিলেটে ঘুষ নিতে হয় না, মানুষ খুশি হয়েই দেয়। তিনি তার উপর আনিত অভিযোগগুলো অস্বীকার করে জানান, প্রশ্নবিদ্ধ কোনো প্রতিষ্ঠান তদন্ত না করে নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান তদন্ত করলে কোন অভিযোগ টিকবে না। তিনি প্রশ্ন তুলে বলেন, দেশে এমন কোনো প্রতিষ্ঠান রয়েছে প্রশ্নাতীতভাবে নিরপক্ষে ও আস্থাশীল? কোনো সময়ই সেবা দিয়েও প্রশংসা পাওয়া যায় না বিআরটিএতে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

হরিরামপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

ভাল ফলাফলের জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সমন্বয় জরুরী: আসলাম চৌধুরী

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি

এবারের মে দিবসের অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান

শ্রমিক-মালিক স্বার্থে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

শেরপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ সমাবেশ

জুলাই যোদ্ধা অনুদানের লাখ টাকা উপহার দিলেন অসহায় পরিবারকে

শেরপুরে ভারতীয় রুপিসহ আটক ২

গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট দীপু মনি প্যারোল চায়

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর সেচ প্রকল্পে নিম্নমানের স্থাপনা ভাঙলো বিএডিসি

নির্যাতনের অভিযোগ জানাতে ট্রাইব্যুনালে রাশেদ খান

ঝিনাইদহে সামাজিক দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

অর্ধেক ব্যয়ে ঘর নির্মাণের দক্ষতায় সেনাবাহিনীর প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

পাকিস্তানকে সমর্থন করে পোস্ট : ভারতের আসামে গ্রেপ্তার ৩০

চট্টগ্রামে কিশোর ক্রিকেটারের ভাসমান লাশ উদ্ধার

ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক, কারখানা মালিকদের স্বস্তি প্রকাশ

সিরিয়ায় হাফিজ আল আসাদের সমাধি থেকে লাশ হঠাৎ গায়েব, রহস্য ঘনীভূত

করিডোর কি দেবেই সরকার? যা বললেন ডা. জাহেদ উর রহমান

যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা-যাওয়ার সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা