বিদেশি বিনিয়োগকারীদের পরিদর্শন ও ভূমির দলিল প্রদানে নতুন আশাবাদ অপরূপ পরিবেশ-প্রকৃতি সুরক্ষা করেই অবকাঠামো উন্নয়নের মডেল : ফ্যাসিস্ট হাসিনার আটকে রাখা জমির দলিল হস্তান্তর হলো মাত্র দুই মাসে ৪৮ শিল্প-কারখানায় কর্মরত ৩৫ হাজার শ্রমিক, পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা পেলে ৩ লাখের কর্মসংস্থান : বড়সড় বিনিয়োগ নিয়ে ফিরবে স্যামসাং, দাইয়ূ

বিশ্বমানের কোরিয়ান ইপিজেড

Daily Inqilab শফিউল আলম

২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম


বাংলাদেশে প্রথম ও একক কোন বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত বিশেষায়িত শিল্প-জোন হচ্ছে কোরিয়ান ইপিজেড বা কেইপিজেড। বন্দরনগরীর অদূরে চট্টগ্রাম বন্দর-কর্ণফুলী মোহনার কোলঘেঁষে বন্দরের দক্ষিণ পাড়ে আনোয়ারা এলাকায় প্রায় ২৫শ’ একর বিস্তৃত ভূমিতে গড়ে উঠেছে কোরিয়ান ইপিজেড। দক্ষিণ কোরিয়ার নামীদামী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের উদ্যোগে এটি বিনিয়োগ-শিল্পায়নের বিপুল সুযোগ ও সম্ভাবনাকে ধারণ করে এগিয়ে চলেছে। ইয়াংওয়ান গ্রুপের কর্ণধার বয়োবৃদ্ধ কোরীয় শিল্পপতি কিহাক সাং-এর দীর্ঘ ধারাবাহিক স্বপ্নের বাস্তবায়ন এই কেইপিজেড। কেইপিজেড চেয়ারম্যান ও সিইও এই স্বাপ্নিক শিল্পোদ্যোক্তা কিহাক সাং পরিকল্পিতভাবে এবং পুরোদমে বিশ^মানে গড়ে তুলেছেন কেইপিজেড-কে। উঁচু-নিচু টিলা ও সমতল ভূমি, সবুজ গাছপালা, হ্রদ-জলাশয়, শত প্রজাতির পাখির কলতান, বুনো জীবজন্তুর হাঁকডাক ইত্যাদি মিলিয়ে অপরূপ পরিবেশ, প্রাণ-প্রকৃতি অক্ষত রেখে শুধুই নয়; পরিচর্যার মধ্যদিয়ে শিল্পাঞ্চল উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে কেইপিজেড। এখানে গোটা প্রকল্প এলাকার ৫২ শতাংশই সবুজায়নে মনোমুদ্ধকর। এরফলে এটি শতভাগ পরিবেশ-বান্ধব।

কোরিয়ান ইপিজেডে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ব্রিটেনসহ বিদেশি ৬০ জন বিনিয়োগকারী প্রতনিনিধিদল পরিদর্শনের ফলে নতুন উদ্যম ও আশাবাদ সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’-এর আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে গত ৭ এপ্রিল উপরোক্ত সরেজমিন পরিদর্শনের আয়োজন করা হয়। বিনিয়োগকারীরা মূলত কোরিয়ান ইপিজেডের বাস্তব চিত্র, নির্মিত ও নির্মাণাধীন শিল্প-কারখানাগুলোর পরিবেশ, শ্রমিক-কর্মীদের অবস্থা, অধিকতর বিনিয়োগ সম্ভাবনা কিংবা সম্ভাব্য বাধা-বিপত্তি, সমস্যা ও ঘাটতি ইত্যাদি বিষয়ে সরাসরি ধারণা লাভ করেন।

তারা কর্ণফুলী তথা চট্টগ্রাম বন্দরের সংলগ্ন অত্যন্ত সুবিধাজনক অবস্থানে গড়ে ওঠা কোরিয়ান ইপিজেডের বিভিন্ন কারখানা পরিদর্শন করে শিল্পবান্ধব, শ্রমবান্ধব ও পরিবেশ বান্ধব সুষ্ঠু ব্যবস্থাপনা, তুলনামূলক সস্তা মজুরি, শিল্পাঞ্চলের সবুজায়নসহ পরিবেশ-প্রকৃতিকে সুরক্ষা প্রদান, অবকাঠামো সুবিধা এবং শিল্প-কারখানার পরিবেশ দেখে মুগ্ধ হন। তারা কোরিয়ান ইপিজেডে বিনিয়োগ ও শিল্পায়নে গভীর আগ্রহ প্রকাশ করেন। এটি চট্টগ্রামে তথা সমগ্র বাংলাদেশের জন্য বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠার জন্য অনুকরণীয় এবং আদর্শ শিল্প জোন বলে বিনিয়োগকারীরা মন্তব্য করেন।

কেইপিজেড-এর চেয়ারম্যান ও সিইও কিহাক সাং বিদেশি বিনিয়োগকারীদের জানান, কোরিয়ান ইপিজেডে ৪৮টিরও বেশি শিল্প-কারখানা নির্মিত হয়েছে। আরো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রক্রিয়াধীন। বর্তমানে ৩৫ হাজারের বেশি শ্রমিক-কর্মী কেইপিজেডে কাজ করছে। তাছাড়া এখানে একশ’ একর জমি হাইটেক পার্ক চালুর জন্য প্রস্তুত করা হয়েছে। যেখানে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। কেইপিজেডের নিজস্ব ও স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎপ্রকল্প, নিজস্ব জেটি, বিদেশিদের জন্য আবাসন, বিনিয়োগকারীদের বিনোদন সুবিধাদি রয়েছে। আছে হাসপাতালসহ সর্বাধুনিক স্বাস্থ্যসেবা। তিনি বলেন, আমাদের সব শিল্প-কারখানা শতভাগ পরিবেশবান্ধব। সমগ্র শিল্পজোনের ৫২ শতাংশ সবুজ রেখেই শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনা প্রণয়ন করে আমরা অগ্রসর হচ্ছি। কিহাক সাং-এর বক্তব্যে উজ্জীবিত হন বিনিয়োগকারীরা। পরিদর্শনকালে কেইপিজেড (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান, বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছিলেন। সংশ্লিষ্ট কতৃৃপক্ষ আশাবাদী, কোরিয়ান ইপিজেড পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা পেলে অন্তত ৩ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

কেইপিজেডের মূল কোরীয় কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন। এটি বাংলাদেশে গার্মেন্টস খাতে সর্বপ্রথম বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ইয়াংওয়ান ১৯৮৭ সালে চট্টগ্রাম ইপিজেডে আধুনিক প্রযুক্তির কারখানা স্থাপন করে। বর্তমানে দেশে উক্ত কোরীয় কোম্পানিটির প্রায় ২০টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় এক লাখ শ্রমিকের। বাংলাদেশসহ ১৩টি দেশে ইয়াংওয়ান গ্রুপের বিনিয়োগ ও শিল্পায়ন রয়েছে।

দেশে স্বপ্নময় বিদেশি শিল্পায়ন ও বিনিয়োগের আদর্শ ঠিকানা সেই কোরিয়ান ইপিজেডের প্রায় ২৫শ’ একর বিস্তীর্ণ ভূমির দলিল প্রক্রিয়া আটকে রাখাসহ হরেক ধরনের হয়রানি করা হয়েছিল পলাতক ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে। নিবন্ধন ও নামজারি সম্বলিত জমির প্রয়োজনীয় দলিল ‘আজ দেব- কাল দিচ্ছি’ করে মুলো ঝুলিয়ে রাখা হয়। তাছাড়া কোরিয়ান ইপিজেডের সুরক্ষিত অঞ্চলটিতে হুমকি-ধমকি, চাঁদাবাজি, হামলা-হাঙ্গামা, জমি দখলের অপচেষ্টা ইত্যাদি অপকা- চালায় স্থানীয় আওয়ামী এমপি ও পলাতক ফ্যাসিস্ট সাবেক মন্ত্রী বহুল বিতর্কিত সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাঙ্গপাঙ্গ ও ক্যাডাররা। এহেন হয়রানির কারণে দীর্ঘদিন হতাশ হতে হয় বয়োবৃদ্ধ শিল্পোদ্যোক্তা কিহাক সাং-কে। হাসিনাসহ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের উচ্চ পর্যায়ে ধর্না দিয়েও পাননি কোনই প্রতিকার।

অথচ ১৯৯৫ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে কোরিয়ান ইপিজেড স্থাপনের লক্ষ্যে চুক্তি সম্পাদিত হয়। চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান ‘কোরিয়ান ইপিজেড’ স্থাপনের অনুমাদন পায়। ১৯৯৯ সালে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডের জন্য জমি বরাদ্দ করা হয়। পরিবেশ অধিদফতর কেইপিজেডকে ছাড়পত্র দেয় ২০০৯ সালে। তবে জমি নিবন্ধন ও নামজারি সম্পন্ন না হওয়ায় অনেক বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান কেইপিজেডে বিনিয়োগ করতে আগ্রহী হয়নি। যথারীতি জমির দলিল পাওয়া যেখানে অপরিহার্য সেখানে যথেচ্ছ গড়িমসির কারণে কোরিয়ান ইপিজেডে বিশ^খ্যাত স্যামসাং, দাইয়ূ’র মতো অনেক বিদেশি নামকরা কোম্পানি বিনিয়োগ করতে এসেই ফের পিছিয়ে পড়ে।

অবশেষে জট খুলে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময়োপযোগী ও দূরদর্শী দিক-নির্দেশনায়। আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্তৃপক্ষের কাছে ২ হাজার ৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসন। গত ৭ এপ্রিল কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের কাছে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বহু প্রতীক্ষিত এই দলিল হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী এই দলিল হস্তান্তর করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। জমির দলিল হস্তান্তরের ফলে প্রায় দুই যুগ ধরে চলে আসা কোরিয়ান ইপিজেডের অধিগ্রহণকৃত জমি সংক্রান্ত জটিলতা মাত্র ২ মাসের মধ্যেই নিরসন হয়েছে। এর ফলে কোরিয়ান ইপিজেডে বিদেশি বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশে^র শিল্প জায়ান্ট স্যামসাং, দাইয়ূ’র মতো নামিদানি বিদেশি কোম্পানি কোরিয়ান ইপিজেডে বিনিয়োগ ও শিল্পায়নে আগ্রহী হবে নতুন করে এমনটি আশাবাদ তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগ-বান্ধব দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে প্রশংসা কুড়ালেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’-এর আওতায় সম্প্রতি বিদেশি বিনিয়োগকারীদের কেইপিজেড পরিদর্শন প্রসঙ্গে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মইনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ আয়োজন সরকারের একটি ভালো উদ্যোগ। এর ফলে বিনিয়োগ-শিল্পায়নে মন্দা কেটে প্রত্যাশিত গতি সঞ্চারের সম্ভাবনা সৃষ্টি হবে। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড একটি পরিকল্পিত ও বিশ^মানের শিল্প জোন। বিদেশি বিনিয়োগকারীরা পরিদর্শনের ফলে এখানে নতুন নতুন শিল্পায়ন ও বিনিয়োগের সম্ভাবনা উদঘাটিত হবে। এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি গতিশীল হবে। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ
কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা
ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!
আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং
আরও
X
  

আরও পড়ুন

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

কমলো উড়োজাহাজের তেলের দাম

কমলো উড়োজাহাজের তেলের দাম

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

পদ্মা সেতু দিয়ে কি নদীর ক্ষতি করছেন না, প্রশ্ন মৎস্য উপদেষ্টার

পদ্মা সেতু দিয়ে কি নদীর ক্ষতি করছেন না, প্রশ্ন মৎস্য উপদেষ্টার

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান