পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত :ছাত্রদল
২১ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, পারভেজের ওপর হামলা ছিল পূর্বপরিকল্পিত। তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাকিবুল ইসলাম।
গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান ছাত্রদল সভাপতি। গত শনিবার রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ছুরিকাঘাতে নিহত হন। ওই ঘটনার বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপকৌশল অনুসরণ করে বৈষম্যবিরোধী নেতারা দীর্ঘদিন ছাত্রদলের নেতা-কর্মীদের নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ছাত্রদলের সক্রিয় কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানা ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে। পারভেজের হত্যাকা-ের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজ থেকে অশোভনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে, এর নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করতে পারত। কিন্তু তা না করে অশোভন ভাষায় আক্রমণ এবং তদন্তের আগেই অভিযুক্তদের পক্ষ নেওয়া প্রমাণ করে তারা অপরাধ আড়াল করতে বিশ্বাসী।
পারভেজকে হত্যার ঘটনায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মেহরাজ ইসলামকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। এ তথ্য জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, মামলার বাকি আসামিরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক শোভহান নিয়াজ (তুষার), যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজী, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির অপর দুই বৈষম্যবিরোধী ছাত্রনেতা আবু জর গিফারি ও মাহাদী হাসান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এসব নেতাকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
বর্তমান অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে সমতা, ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না অভিযোগ করে ছাত্রদল সভাপতি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে তারা (অন্তর্বর্তী সরকার) বিভিন্ন সময় দফায় দফায় আলোচনা করলেও ছাত্রদলের মতো বৃহৎ এবং জুলাই আন্দোলনে সর্বাধিক শহীদের ছাত্রসংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেনি। বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না। প্রশাসনে এখনো হাসিনার প্রেতাত্মারা লুকিয়ে আছে। আর এদের উৎসাহ ও আশ্রয় দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতা, বিভিন্ন ঘটনায় যা বারবার প্রমাণিত হয়েছে।
হত্যাকা-ের ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বনানী থানায় গিয়েও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে দাবি করে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কাদের নামে মামলা হবে, সেই তালিকা ধরিয়ে দিয়েছিলেন। মূল অপরাধীদের আড়াল করার জন্য তাঁরা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করছে অভিযোগ করে রাকিব বলেন, সে কারণে তাদের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের চেইন অব কমান্ড নেই। তারা সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসকে কেন্দ্র করে মব জাস্টিসের সূচনা করে দেয়।
রাকিবুল ইসলাম বলেন, তাদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ এসেছে। একটি অভিযোগের কোনো বিচার হয়নি। তারা দায় স্বীকার করেনি। তবে ছাত্রদল সংগঠনের কারও বিরুদ্ধে সামান্য অভিযোগ পেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি এইচ এম আবু জাফর, ইজাজুল কবির, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল আলম উপস্থিত ছিলেন।
এদিকে পারভেজকে হত্যার ঘটনায় গতকাল নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। দুপুর সাড়ে ১২টার দিকে কার্যালয়ের সামনে জাহিদুলের জানাজা অনুষ্ঠিত হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটির রাজস্থলীতে ফেইসবুকে ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক পোষ্টের অভিযোগে গ্রেফতার ১

হামরা মে দিবস বুঝি না, বললেন সৈয়দপুরের নারী শ্রমিকরা

মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৪

আনোয়ারায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকির সিদ্ধান্ত নিতে দেয়া হবে না: নুরুল হক নুর

কিশোরগঞ্জে মহান মে দিবস পালিত

৯ দফা দাবিতে চুয়াডাঙ্গা বিএডিসি’র অনিয়মিত শ্রমিকদের মানববন্ধন

মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে: মাওলানা বোরহান উদ্দিন

হান ডাক-সু’র পদত্যাগ, দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন

বীরগঞ্জে মহান মে দিবস পালিত

ইসলামপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত

মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত

শিবালয়ে মহান মে দিবস পালিত

গাছের সাথে এ কেমন শত্রুতা!

তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

আবু সাঈদের জীবন দান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা: ফরহাদ মজহার

কালীগঞ্জে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

কালীগঞ্জে বন্ধন জেনারেল হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প