আবাসন সংকটে জবি শিক্ষার্থীরা একযুগে বেদখল হলগুলো হল দখল করে আ.লীগ নেতারা গড়েছে বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান
২১ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম

জুলাই গণঅভ্যুত্থানের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়তই হচ্ছে আন্দোলন। শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন না হলেই ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। এভাবে বিগত সময়ে কয়েকটি আন্দোলন সফল হয়েছে। তবে এবার আবাসন সংকট বিশ্ববিদ্যালয়ের বেদখল হলগুলো উদ্ধারে নামবে শিক্ষার্থীরাই। আবাসন সংকটে গতকাল দুপুরে বালিশ ও তোষক নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শের আলি। তার দাবির সাথে আর কয়েকজন শিক্ষার্থী সম্মতি জানিয়ে তারাও বালিশ নিয়ে থাকবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তিনদফা দাবি জানিয়েছেনÑ ১.৭০ শতাংশ আবাসন ভাতা নিশ্চিত করা, অস্থায়ী দুইটি হল দ্রুত নির্মাণ করা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী সপ্তাহের মাধ্যমে শুরু করা। জানা যায়, ১৯৮৫ সালে স্থানীয়দের সঙ্গে তৎকালীন জগন্নাথ কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষে হলগুলো বেদখল হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের মার্চে ৫টি হল (আনোয়ার শফিক হল, শাহাবুদ্দিন হল, আজমল হোসেন হল, তিব্বত হল ও হাবিবুর রহমান হল) বিশ্ববিদ্যালয়কে লিজ দেয়ার সুপারিশ করে ৬ সদস্যের একটি কমিটি। ৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভূমি মন্ত্রণালয়ে ৫টি হলের দীর্ঘমেয়াদি লিজের আবেদন করে। ৯ জুলাই ভূমি মন্ত্রণালয় এ ব্যাপারে অর্পিত সম্পত্তি সংক্রান্ত প্রচলিত আইনে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়। ২০১০ সালের ২১ জানুয়ারি জেলা প্রশাসক আইনগত সুবিধার্থে বিশ্ববিদ্যালয়কে হলগুলো লিজের পরিবর্তে অধিগ্রহণের ব্যবস্থা নিতে বললেও একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা ও আইনি জটিলতায় হল উদ্ধার কার্যক্রম থমকে যায়। আরমানিটোলা বটতলার ৬, এসি রায় রোডের আবদুর রহমান হল থেকে ১৯৮৫ সালে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হলে তারা হলটি ছেড়ে দেয়। পরে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পরিবারের লোকজন বসবাস শুরু করে। তবে মূল ফটকে এখনো হলের সাইনবোর্ড রয়েছে। একই এলাকায় মাহুতটুলির ১, শরৎচন্দ্র চক্রবর্তী রোডের ৪০ কাঠার শহীদ আনোয়ার শফিক হলটি দখল করে পুরনো ভবন ভেঙে নতুন ভবন তৈরি করে টিন, হার্ডওয়ার ও ফার্নিচারের গোডাউন তৈরি করেছেন। এদের অনেকেই ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের আশীর্বাদপুষ্ট ও নিকট আত্মীয় বলে জানিয়েছেন। পাটুয়াটুলী ওয়াইজঘাট এলাকা তিব্বত হল। ৮ ও ৯নং জিএল পার্থ লেনের ৮.৮৮৯ কাঠার হলটিও দখল করেন ঢাকা ০৭-এর সাংসদ হাজী সেলিম। ২০০১ সালে হলটির স্থানে নিজ স্ত্রীর নামে গুলশান আরা সিটি মার্কেট নির্মাণ শুরু করেন তিনি। প্রতিবাদে কয়েক দফা আন্দোলনে নামলেও থেমে যায়। এটি উদ্ধারে সেখানের ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। শহীদ শাহাবুদ্দিন হল : তাঁতীবাজার ৮২, ঝুলনবাড়ী লেনের হলটি দুই যুগেরও বেশি সময় পুলিশের দখলে ছিল। ২০০৯ সালের জুনে আওয়ামী লীগ নেতা ছোটনের সহায়তায় আমিনুল হক এর দখল নেন। পরে সেটি নিজের সম্পত্তি বানিয়ে গড়ে তুলেছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। সাইদুর রহমান হল ও রউফমজুমদার হল : হিন্দুদের দানকৃত হল দুটির বর্তমানে অস্তিত্ব নেই। শহীদ আজমল হোসেন হল : পাটুয়াটুলীর ১৬ ও ১৭নং রমাকান্ত নন্দী লেনের হলটিতে বসবাস করত পুলিশ সদস্যদের পরিবার। রাজনৈতিক আশ্রয়ে কিছু অংশে গড়ে উঠে ছিল বিভিন্ন সমিতি। সূত্রাপুরে ১নং ঈশ্বরচন্দ্র দাস লেনের ৩৫ ও ৩৬ প্যারিদাস রোডের ১০ কাঠার বাণী ভবন হলের কিছু অংশে এখনো জবির কয়েকজন কর্মচারী বসবাস করলেও দুই-তৃতীয়াংশ বেদখল রয়েছে। সেখানে অস্থায়ী আবাসনের জন্য স্টিল বেইজ ভবন নির্মাণের কাজের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপ থাকবে কিন্তু স্থানীয়রা দাবি জানিয়েছে সেখানে ছাত্রদের হল নির্মাণ করা যাবে না, তবে ছাত্রীদের হল নির্মাণে কোনো বাধা নেয় স্থানীয়দের। ওয়ারীর গোপীমোহন বসাক লেনের ৫/১,২,৩,৪ ও ৬নং টিপু সুলতান রোডের শহীদ নজরুল ইসলাম হলটির ২০ কাঠা জায়গায় গড়ে উঠেছে জামেয়া শরীয়াবাগ জান্নাত মাদ্রাসা ও এতিমখানা। সাবেক কমিশনার আওলাদ হোসেন দিলীপ এর তত্ত্বাবধান করছেন। তবে জুলাই বিপ্লবের পর হলের এক অংশে কয়েকজন শিক্ষার্থী বসবাস শুরু করেছে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক কেএএম রিফাত আহমেদ বলেন, গত কয়েক মাসে শিক্ষার্থীদের কয়েকটি সফল আন্দোলন হয়েছে। যেগুলো প্রশাসনিকভাবে করলে অনেক আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘসময় লাগতো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল নেই, এটা আমাদেরও কষ্ট দেয়। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রশাসন আবাসন ও হল নির্মাণের জন্য ২০২৬ সালকে টার্গেটে রেখে কাজ করছে। এর মধ্যে না হলে তখন আন্দোলন করার একটা জায়গা থাকে। এখন তো অনেকেই আন্দোলনের পক্ষে-বিপক্ষে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

শরীয়তপুরে সখিপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ

প্রধান উপদেষ্টা থেকে শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার পেলেন সাংবাদিক এমদাদ

প্রবাসীর ব্যাংক একাউন্ট থেকে টাকা আত্মসাৎ: থানায় মামলা, কর্মকর্তা গ্রেপ্তার

সিদ্দিক টাকা ও ক্ষমতালোভী: জীবন

সিলেটে নারী চা শ্রমিকদের মে দিবস পালন

"রাবির জিয়া হলে শিবিরের ১৬ দফা সংস্কার প্রস্তাব: লাইব্রেরি-ইন্টারনেট-নিরাপত্তা থেকে সৌন্দর্যবর্ধন পর্যন্ত"

মতলবে দোকানে অভিযান চালিয়ে ৬ লক্ষ মিটার জাল ও ৪০০ চায়না দুয়ারী চাই জব্ধ

ঈমানের সাথে রাজনীতি করতে হবে, কোন অন্যায় সহ্য করা হবে না: বেবী নাজনীন

শ্রমিক দিবসে কমলনগরে শ্রমিকদলের সমাবেশ

কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটির রাজস্থলীতে ফেইসবুকে ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক পোষ্টের অভিযোগে গ্রেফতার ১

হামরা মে দিবস বুঝি না, বললেন সৈয়দপুরের নারী শ্রমিকরা

মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৪

আনোয়ারায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকির সিদ্ধান্ত নিতে দেয়া হবে না: নুরুল হক নুর

কিশোরগঞ্জে মহান মে দিবস পালিত

৯ দফা দাবিতে চুয়াডাঙ্গা বিএডিসি’র অনিয়মিত শ্রমিকদের মানববন্ধন

মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে: মাওলানা বোরহান উদ্দিন

হান ডাক-সু’র পদত্যাগ, দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন