দুর্নীতিবাজ পাঁচ সচিবকে অপসারণ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি : বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম

দোসর সচিব রক্ষায় উপদেষ্টার ডিও

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

প্রশাসনে ফ্যাসিস্ট আওয়ামী দোসর ও দুর্নীতিবাজ সচিবদের অবিলম্বে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয় সিনিয়র সচিব চিঠি দিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এসব সচিবরা হচ্ছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো,মফিদুর রহমান,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, (চলতি দায়িত্ব) মো.তোফাজ্জল হোসেন। এদিকে আওয়ামী সুবিধাভোগী অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেনকে পূর্ণসচিব করতে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মো, মোখলেসুর রহমানকে আধা সরকারি (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

গতকাল সোমবার সচিবালয়ে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেয়া হয়েছে। এছাড়া তার অনুলিপি কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, বদলী ও পদোন্নতি বিষয়ক কমিটি সভাপতি অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেয়া হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, বিগত কিছুদিন যাবত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগকৃত কয়েক জন আওয়ামী দোসর সচিবদের পদায়ন বাতিল করার জন্য লিখিত এবং মৌখিক ভাবে আপনাকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত স্যুখের বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় একজন আওয়ামী দোসর সচিবকেও অপসারণ করেনি বরং পূর্বের ধারাবাহিকতায় বিশেষ উদ্দেশ্যে নতুন করে আওয়ামী দোসরদের নিয়োগ দেয়া হচ্ছে। এ অবস্থায় গত ১৯ এপ্রিল সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে “বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের” পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফ্যাসিস্ট আওয়ামী দোসর নি¤œবর্ণিত কর্মকর্তাসহ সফল ফ্যাসিস্ট সহযোগীদের অপসারণ করার দাবী উপস্থাপন করা হয়েছে। জরুরী ভিত্তিতে নি¤œবর্ণিত ৫ জন সচিব/চলতি দায়িত্বে সচিবকে অবিলম্বে অপসারণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হলো। এছাড়াও অন্যান্য সকল ফ্যাসিস্ট সহযোগী সচিব, সাবেক ফ্যাসিস্ট মন্ত্রী-সচিরদের একান্ত সচিবদের দ্রুত অপসারণ করতে হবে। অপসারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব হতে দৌড়ঝাপ শুরু করেছেন অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেন। আওয়ামী সুবিধাভোগী এই কর্মকর্তা একাধারে তিন আওয়ামী ক্ষমতাধর মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ব্যক্তিগত তথ্যবিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি ২০১০ সালের ৩০ নভেম্বর থেকে ২০১৩ সালের ১৪ মার্চ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই মন্ত্রণালয়ে ২০১৩ সালের ২৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত আবারো আওয়ামী প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ১৯ অক্টোবর থেকে ২০১৬ সালের ২২ জুন পর্যন্ত পানি সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু তাই নয় গত ২০১৯ সালের ২২ জানুয়ারি থেকে ২০২২ সালের ৫ এপ্রিল পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে আওয়ামী সুবিধাভোগী অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে পূর্ণসচিব করতে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো, মোখলেসুর রহমানকে ডিও লেটার পাঠিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লেখা ওই ডিওতে ফরিদা আখতার লিখেছেন- প্রিয় সিনিয়র সচিব, আন্তরিক শুভেচ্ছা নিবেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা জনাব মোঃ তোফাজ্জেল হোসেন (পরিচিতি নং-৬৩০৫) গত ৩১.১২.২০২৪ খ্রি. হতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পালন করছেন। তিনি বিগত ১১.০১.২০২৩ খ্রি. তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অতিরিক্ত সচিব পদে এ মন্ত্রণালয়ে যোগদান করেন এবং তাকে পরিকল্পনা অনুবিভাগের দায়িত্ব প্রদান করা হয়। আমার দেখা মতে তিনি অত্যন্ত দক্ষতা, যোগ্যতা এবং সততার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, বদলিজনিত কারণে এ মন্ত্রণালয়ের সচিবের পদটি শূন্য হলে মোঃ তোফাজ্জেল হোসেনকে কাজের অভিজ্ঞতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নি¤œস্বাক্ষরকারী কর্তৃক সচিবের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। ডিওতে আরও লেখা হয়েছে- মোঃ তোফাজ্জেল হোসেনের মতো একজন মেধাবী এবং প্রতিভাবান কর্মকর্তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব পদে পদায়ন করা হলে তিনি স্বীয় মেধা, সততা ও দক্ষতা কাজে লাগিয়ে এ মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনসহ উন্নয়ন প্রকল্পসমূহের যাবতীয় কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন মর্মে আমি বিশ্বাস করি। ডিওতে এই কর্মকর্তাকে সচিব বানানোর জন্য অনুরোধ জানিয়ে উপদেষ্টা লেখেন, এমতাবস্থায়, মো, তোফাজ্জেল হোসেন (পরিচিতি নং-৬৩০৫)-কে সচিব হিসাবে পদোন্নতি প্রদানপূর্বক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পদায়ন করার জন্য অনুরোধ করছি। আপনার সিদ্ধান্ত গ্রহণে সময়ের প্রয়োজন হলে এ মন্ত্রণালয়ের সচিব পদে অন্য কাউকে পদায়ন না করে তাঁকে আপাতত এ রুটিন দায়িত্বে রেখে দেয়ার অনুরোধ করছি। এদিকে সম্প্রতি এই ডিও লেটার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আল-জাজিরার সাংবাদিক জুলকার নায়ের সায়ের খান একটি পোস্ট দেন। এক ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়া ওই পোস্টে অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেনকে ওএসডি করারও দাবি উঠেছে। এদিকে এই পোস্টে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি লিখেছেন- পদোন্নতির একটি সিস্টেম আছে। সচিব পদে পদোন্নতির জন্য কেবিনেট সচিবের নেতৃত্বে একটি উচ্চপদস্থ কমিটি আছে। যার নাম এসএসবি কমিটি। ডিও লেটারে পদায়ন হয়। চুক্তিভিত্তিক নিয়োগ হয়। সচিব পদে পদোন্নতির ডিও লেটার জীবনে এই প্রথম দেখলাম। কে জানে! এসএসবি বাদ দিয়ে মোখলেস স্যার ডিও লেটার দেখে প্রধান উপদেষ্টা বরাবর সচিব করার জন্য ফাইল পাঠিয়েও দিতে পারেন। এটা উপদেষ্টা করলেও সুস্পষ্ট তদ্বির। কর্মকর্তার জন্য শাস্তিযোগ্য অপরাধ। এদিকে তোফাজ্জেল হোসেনের জন্য দেওয়া এই ডিওকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় সমন্বয় ও এনসিপি নেতা সারজিস আলমের পোস্টে একটি মন্তব্য করেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো.নাজমুল হুদা। গত ১৯ ফেব্রুয়ারির ওই সারজিস আলমের একটি পোস্টে তিনি লেখেন, আপনারা সৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ডিও দেন, আবার বড় বড় কথা বলেন ভাইয়া।অতিরিক্ত সচিব তোফাজ্জেলকে দেওয়া ডিওকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই মন্তব্যের জের ধরেই পরদিন গত ২০ ফেব্রুয়ারিতে সিনিয়র সহকারী সচিব সৈয়দা সাদিয়া নূরীয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় নাজমুল হুদাকেও। এদিকে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ নামক একটি প্রকল্পে ‘ফায়ার ফাইটিং সিমুলেটর’ এর জন্য দরপত্র আহবান করা হয়। দরপত্র অনুযায়ী ৭ লাখ টাকা টেন্ডার সিকিউরিটি দেবার কথা থাকলেও যে প্রতিষ্ঠান ৫ লাখ টাকা টেন্ডার সিকিউরিটি দেয় তাকেই কাজটি দেওয়া হয়। এ নিয়ে একটি অভিযোগও করা হয়। এ দরপত্র অনুমোদন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং এর অতিরিক্ত সচিব তোফাজ্জেল এর হাত ধরেই হয় বলেও অভিযোগ রয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এ মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, সে ছিল আওয়ামী সুবিধাভোগী। এখন আবার সেজেছে সংস্কারপন্থী। অথচ সে কোথায় কোথায় পোস্টিং পেয়েছিল সেসব কিন্তু মুছে যায়নি। সে সচিব হতে এখন মরিয়া হয়ে আছে। অনেক সিনিয়ররা সচিব হতে পাইপলাইনে থাকলেও সেই এই পদটি পেতে যা যা করা প্রয়োজন সেটাই করছে। এ বিষয় নিয়ে অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (টেলিকম) জহিরুল ইসলাম এর বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ির সচিবকে লিখিত অভিযোগ দিয়েছে মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকরা। অভিযোগে বলা হয়, বিগত ফ্যাসিষ্ট সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল অ্যান্ড কলেজের পূর্বতন গভর্নিং বডি ভেঙ্গে দিয়ে বিভাগীয় কমিশনার, ঢাকাকে নতুনভাবে চেয়ারম্যান মনোনয়ন দেয়ার দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে নতুন করে এডহক কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। এডহক কমিটি গঠনের লক্ষ্যে মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে জনাব জহিরুল ইসলামকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হলেও তিন মাসের অধিক সময় অতিবাহিত হলেও তিনি এডহক কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছেন। যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ ও তিনি মিলে অনৈতিক ও বিধি বহির্ভূতভাবে অধ্যক্ষ ও অধ্যক্ষের অন্যায়ের সহযোগী শিক্ষকদের আর্থিক সুবিধা দিয়ে যাচ্ছেন। অভিভাবকদের প্রশ্ন একটা এত বড় স্বনামধন্য প্রতিষ্ঠান কমিটি ছাড়া কি ভাবে চলে এবং নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠন জরুরি। দীর্ঘ ১৫ বছরের অধিক সময় নির্বাচিত নিয়মিত কমিটি না থাকার ফলে বর্তমানে নির্বাচিত নিয়মিত কমিটি গঠন হলে অনেক অন্যায় অপকর্মের অবসান হবে। এডহক কমিটি ছাড়া নিয়মিত কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। চিঠিতে আরো বলা হয়, আমরা সাবেক ফ্যাসিষ্ট স্বৈরাচারের দোসর অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ বর্তমান মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (টেলিকম) জহিরুল ইসলাম (আই ডি নং-৬৪৮৩) এর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা এবং তাকে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদ থেকে অপসারণের ব্যবস্থা গ্রহনে আবেদন জানাচ্ছি।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এক ঠিকানায় সব নাগরিক সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’
এবারের মে দিবসের অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে: শ্রম উপদেষ্টা
শ্রমিক-মালিক স্বার্থে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন
গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট দীপু মনি প্যারোল চায়
নির্যাতনের অভিযোগ জানাতে ট্রাইব্যুনালে রাশেদ খান
আরও
X

আরও পড়ুন

মুকসুদপুরে দরিদ্র মৎস্যজীবীদের মাঝে উপকরণ বিতরণ

মুকসুদপুরে দরিদ্র মৎস্যজীবীদের মাঝে উপকরণ বিতরণ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ঢাকায় হেফাজতের মহা সমাবেশ সফল করতে লাকসামে প্রস্তুতি সভা

ঢাকায় হেফাজতের মহা সমাবেশ সফল করতে লাকসামে প্রস্তুতি সভা

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

কুড়িগ্রামে শিয়াল মারা ফাঁদে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে শিয়াল মারা ফাঁদে বৃদ্ধের মৃত্যু

সিলেটে ঘর এক গৃহবধূর লাশ উদ্ধার

সিলেটে ঘর এক গৃহবধূর লাশ উদ্ধার

এক ঠিকানায় সব নাগরিক সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’

এক ঠিকানায় সব নাগরিক সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’

ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে ৮ জন নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে ৮ জন নিহত

কান চলচ্চিত্র উৎসবে বিচারকের তালিকায় হ্যালি বেরি, পায়েল কাপাডিয়া

কান চলচ্চিত্র উৎসবে বিচারকের তালিকায় হ্যালি বেরি, পায়েল কাপাডিয়া

শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় বৃদ্ধ বাবার আত্মসমর্পণ

শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় বৃদ্ধ বাবার আত্মসমর্পণ

সেলফি পরিবহনের বাসের ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬টি বাস আটক

সেলফি পরিবহনের বাসের ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬টি বাস আটক

হরিরামপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

হরিরামপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

ভাল ফলাফলের জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সমন্বয় জরুরী: আসলাম চৌধুরী

ভাল ফলাফলের জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সমন্বয় জরুরী: আসলাম চৌধুরী

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি

এবারের মে দিবসের অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে: শ্রম উপদেষ্টা

এবারের মে দিবসের অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে: শ্রম উপদেষ্টা

পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান

পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান

শ্রমিক-মালিক স্বার্থে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

শ্রমিক-মালিক স্বার্থে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

শেরপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ সমাবেশ

শেরপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ সমাবেশ

জুলাই যোদ্ধা অনুদানের লাখ টাকা উপহার দিলেন অসহায় পরিবারকে

জুলাই যোদ্ধা অনুদানের লাখ টাকা উপহার দিলেন অসহায় পরিবারকে