৩ দিনের মাথায় আরো এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা : বিএনপির দুই কেন্দ্রীয় নেতার অনুসারীদের বিরোধে ৭ মাসে ৮ খুন গুলি অস্ত্রের মহড়া

ভ্রাতৃঘাতী সংঘাতে রক্তাক্ত রাউজান

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৩ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

বিএনপির ভ্রাতৃঘাতি সংঘাতে এখন রক্তাক্ত জনপদ চট্টগ্রামের রাউজান উপজেলা। দলের দুই কেন্দ্রীয় নেতার অনুসারীদের বিরোধে প্রতিনিয়ত সহিংসতার ঘটনা ঘটছে। মাত্র ৭২ ঘণ্টার মাথায় আরো এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শমসের নগর এলাকায় প্রকাশ্যে দিবালোকে এ খুনের ঘটনা ঘটে। খুনের শিকার মো. ইবরাহীম (২৬) নামে ওই যুবক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলে স্থানীয়ভাবে জানা গেছে। এই হত্যাকা-ের জন্য নিহতের রাজনৈতিক সহকর্মীরা দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের দায়ী করেছেন। এর আগে শনিবার রাতে রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামে মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদল কর্মীকে গুলি করে খুন করার ঘটনা ঘটেছিল। তিনিও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। ওই হত্যাকা-ের ঘটনায়ও গোলাম আকবর খন্দকার গ্রুপের কর্মীরা জড়িত বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির কর্মীরা।
এই নিয়ে গত সাত মাসে বিএনপির গৃহ বিবাদে উভয় পক্ষের আট কর্মীর জীবন গেছে। আহত হয়েছেন আরো অনেকে। দুই গ্রুপের সংঘাত সহিংসতায় পুরো রাউজানে চরম আতঙ্ক বিরাজ করছে। রাজনৈতিক সহিংসতার সুযোগে পেশাদার অপরাধীরাও বেপরোয়া হয়ে উঠেছে। দখল-বেদখল, চাঁদাবাজি, অস্ত্রবাজিতে ভয় আতঙ্কে ভুগছেন ব্যবসায়ী, প্রবাসী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বড় রাজনৈতিক দলের বড় দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘাত সহিংসতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নিতে পারছে না। ফলে খুন সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে জন নিরাপত্তাহীনতা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন আওয়ামী দুঃশাসনের দেড় দশকে রাউজানের ফেরাউন খ্যাত আওয়ামী এমপি এবিএম ফজলে করিম চৌধুরী জুনু ওরফে জুইন্ন্যার খুনি-ক্যাডার বাহিনীর হাতে বিএনপির অসংখ্য নেতাকর্মীর জীবন গেছে। জেল, জুলুম নির্যাতনে বাড়ি-ঘর ছেড়ে বছরের পর বছর পালিয়ে থেকেছেন শত শত নেতাকর্মী, সমর্থক। খুনের পাশপাশি অনেক নেতাকর্মী ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ওই আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীদের মোকাবিলা করেছেন বিএনপির নেতাকর্মীরা। বছরের পর বছর ধরে তারা আওয়ামী সন্ত্রাসের নির্মম শিকার হয়েছেন। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর হঠাৎ করে রাউজানের বিএনপির রাজনীতিতে নড়াচড়া শুরু করেন গোলাম আকবর খন্দকার। অভিযোগ রয়েছে বিতাড়িত জুইন্ন্যার ফেলে যাওয়া ক্যাডার তথা ফ্যাসিবাদের দোসরদের দলে ভিড়িয়ে তিনি দৃশ্যত সেখানে বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছেন। এতোদিন ধরে জুলুমের শিকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রীতিমত লড়াইয়ে নেমে পড়েছেন ওই বিএনপি নেতার অনুসারীরা। রাউজানে জন্মস্থান হলেও বিগত ত্রিশ বছরে তিনি সেখানে কোন রাজনৈতিক কর্মকা-ে সক্রিয় ছিলেন না। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে রাউজানের রাজনীতিতে সরব হলেন তিনি। অভিযোগ রয়েছে এ সুযোগে অনুপ্রবেশকারীরা তার বলয়ে ঢুকে পড়েছে। যাদের বেশিরভাগই জুইন্ন্যার ফেলে যাওয়া ক্যাডার। আর তাতেই গৃহ বিবাদ চরমে উঠেছে। কলহ বিরোধে প্রাণ যাচ্ছে নেতাকর্মীদের। বিরোধের সর্বশেষ বলি হলেন মোহাম্মদ ইবরাহীম। নিজ বাড়িতেই তাকে গুলি করে হত্যা করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রাউজানের শীর্ষসন্ত্রাসী রায়হানের নেতৃত্বে এ খুনের ঘটনা ঘটেছে। ইবরাহীমের মাথার পেছনে গুলি লেগেছে। সে আগে ছাত্রদল করত। এখন কি করে সেটা স্পষ্ট বলতে না পারলেও সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
আগের খুনের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আগের খুনের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও যতটুকু জানতে পেরেছি বিএনপির অন্তঃকোন্দলে এ ঘটনা ঘটেছে। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছি। এ ঘটনায় আরও এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকেও চমেকে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাস্থলে থাকা আবদুল হালিম নামে এক যুবদল নেতা সাংবাদিকদের বলেন, ইবরাহীম আমার ভাতিজা হয়। আমরা একসঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। সিএনজিচালিত অটোরিকশা করে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী ইবরাহীমকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। আমরাও যে যেদিকে পেরেছি পালিয়ে গেছি। রাউজানে আর কত রক্ত ঝরলে, আর কত প্রাণ গেলে এসব বন্ধ হবে। আমরা এর বিচার চাই।
স্থানীয়রা জানান, ইবরাহীমকে হত্যার পর কদলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির আবুল কালামের ঘরে ভাঙচুর চালায়। এ সময় তার ছেলে মান্নানকে না পেয়ে ভাই অটোরিকশা চালক মোহাম্মদ মাইনুদ্দিনকে ধরে বন্দুক ঠেকিয়ে হাঁটু ও পায়ে গুলি করে। তাকে প্রথম রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার বাসায় ভাত খাওয়ার সময় গুলি করে হত্যা করা হয় প্রবাসফেরত যুবদল কর্মী মানিক আবদুল্লাহকে। বিগত ২০১০ সালে তার বড় ভাই খোকনকে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। তাদের আরেক ভাই দুই বছর আগে মাত্র ২৬ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। পরিবারটি এখন পুরোপুরি অভিভাবকহীন। তাকে খুনে জড়িতরা রাউজান বিএনপির আরেকটি অংশ বলে অভিযোগ পরিবারের।
এর আগে ২০ মার্চ রাতে পূর্ব গুজরায় গণপিটুনিতে নিহত হন মো. রুবেল। ১৫ মার্চ রাতে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজানের হলদিয়ায় যুবদলকর্মী কমর উদ্দীনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ২০ ফেব্রুয়ারি রাতে নোয়াপাড়ার চৌধুরীহাটে সন্ত্রাসীরা মুহাম্মদ হাসান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে অটোরিকশায় লাশ ফেলে যায়। এর আগে ২৪ জানুয়ারি মসজিদে যাওয়ার পথে শুঁটকি ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা করা হয়। ২৯ আগস্ট রাঙামাটি জেলার কাউখালীর শ্রমিক লীগ নেতা আবদুল মান্নানকে (২৭) রাউজানে এনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এরপর ১ সেপ্টেম্বর রাউজানের ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ি থেকে ইউসুফ মিয়া নামে এক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া আরও দুটি লাশ উদ্ধারের ঘটনা ঘটে রাউজানে।
একসময় সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত ছিল রাউজান। তবে সেই তকমা মুছে গেলেও ফের রক্তারক্তিতে জড়িয়ে পড়েছে রাউজান বিএনপির নেতাকর্মীরা। গত আট মাসে ছোট-বড় প্রায় দুই শতাধিক মারামারি, হামলা-সংঘর্ষ হয় রাউজান উপজেলা, পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে। যার সবগুলোই বিএনপির অন্তর্দলীয় রাজনৈতিক বিরোধের জেরে।
একপক্ষ আরেকপক্ষকে দোষারোপ করেই বিরোধ ধামাচাপা দিচ্ছে। কিন্তু কোনোভাবেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্থিরতা থামানোর চেষ্টা করছে না। রাউজানে ১৭ বছর বিএনপির রাজনীতিক কর্মকা- বন্ধ ছিল। যার ফলে সাধারণ মানুষের আশা ছিল রাউজানে বিএনপির বিরোধ হবে না। কিন্তু দুই নেতার অনুসারীরা গ্রুপ-উপগ্রুপের মাধ্যমে দখলদারিত্বের রাজনীতি শুরু করায় বালুমহাল, পুকুর, জমি দখলকেন্দ্রীক সহিংসতা এবং রেষারেষির অরাজকতায় প্রাণ হারাচ্ছেন নেতাকর্মীরা। রাউজান এখন সন্ত্রাসের ভয়াল জনপদে পরিণত হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ
কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা
ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!
আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং
আরও
X
  

আরও পড়ুন

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

কমলো উড়োজাহাজের তেলের দাম

কমলো উড়োজাহাজের তেলের দাম

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

পদ্মা সেতু দিয়ে কি নদীর ক্ষতি করছেন না, প্রশ্ন মৎস্য উপদেষ্টার

পদ্মা সেতু দিয়ে কি নদীর ক্ষতি করছেন না, প্রশ্ন মৎস্য উপদেষ্টার

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান