নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে শনিবার বিক্ষোভ ঢাকায়
২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল এবং ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে আগামী শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবিতে গতকালও বিভিন্ন ইসলামী দলের বিবৃতিতে অব্যাহত রয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে নারী সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাবনা প্রত্যাখ্যান করার হুঁশিয়ারি উত্থাপন করে বলেন, মুসলিম দেশে যৌনকর্মকে স্বীকৃতি দেয়ার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের যেকোনে ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনে ইসলাম বিরোধী প্রস্তাব গোটা জাতি প্রত্যাখ্যান করেছে। পতিত ফ্যাসিবাদও যে সাহস করে নাই তারা সেই দুঃসাহস দেখিয়ে শতভাগ ধার্মিকের দেশের পারিবারিক আইন থেকে ধর্মকে বাতিল করার প্রস্তাব করেছে। এসব ইসলাম বিদ্বেষী নাস্তিকদের প্রস্তাব কোনভাবে সহ্য করা হবে না। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এই কমিশন নারীদের কল্যাণের জন্য প্রস্তাব তৈরি করার জন্য গঠন করা হয়েছে কিন্ত তারা নারীদের জন্য অসম্মান ও অভিশপ্ত জীবনের প্রস্তাব করেছে। কোন নারীই স্বেচ্ছায় কেবলই টাকার জন্য যৌনকর্ম করে না। বরং পাচার ও নিপীড়নের শিকার হয়ে বাধ্যতামূলকভাবে তাদেরকে এই ক্ষেত্রে আটকে থাকতে হয়।
ইউনুস আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কমিশন তাদের প্রতিবেদনে যে ধরণের ভাষা ও যুক্তি ব্যবহার করেছে তা বাংলাদেশের নারীদের ভাষা ও যুক্তি না। এগুলো পশ্চিমা বিকৃত ভাষা ও যুক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, এই সংস্কার প্রস্তাব জুলাই গণঅভ্যুত্থানের সরকারকে বিপদগ্রস্ত করার অশুভ চক্রান্তে লিপ্ত কিনা তা খতিয়ে দেখতে হবে। অবিলম্বে এই কমিশনের প্রস্তাবকে সরকারীভাবে প্রত্যাখ্যান করে কমিশনকে বাতিল করতে হবে। তিনি বলেন,আগামী শনিবার বিকেল তিনটায় নারী কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গণসমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হলো। দল-মত ও ধর্ম নির্বিশেষে সকলকে সেই মিছিলে অংশগ্রহণের আহবান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন, গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, লোকমান হোসেন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ঃ ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এক বিবৃতিতে বলেন, নারী সংস্কার কমিশন বেশিরভাগ নাস্তিক্যবাদী লোকদের দ্বারা গঠিত। নারী সংস্কার কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বরাবর তাদের সুপারিশ জমা দিয়েছে। তিনি বলেন, নারী সংস্থার কমিশনের সুপারিশমালা সম্পূর্ণ ইসলামী শরিয়াহ বিরোধী এবং কুরআন ও সুন্নাহ বিরোধী। উক্ত সুপার কোনক্রমেই গ্রহণযোগ্য নয় এবং এদেশের তৌহিদী জনতা উক্ত সুপারিশের ভিত্তিতে কোন আইন করলে এটা মেনে নিবে না। তিনি উক্ত সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশ খেলাফত আন্দোলন ঃ বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী নীতিমালার প্রস্তাব এর তীব্র নিন্দা প্রতিবাদও ধিক্কার জানিয়ে বলেছেন ৯০% মুসলমানের বাংলাদেশি জনগণ ইসলামবিরোধী নারী নীতিমালার প্রস্তাব করে নারী কমিশন মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের সন্দেহ হচ্ছে এই কমিশনে ঘাপটি মোড়ে বসে থাকা পতিত স্বৈরাচার হাসিনার প্রেতাত্ম্যারাই বর্তমান সরকারের বদনাম ও জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দেয়ার জন্য এ ষড়যন্ত্র করছে। সরকারের উচিত তদন্ত করে নারী সংস্কার কমিশনের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। নেতৃদ্বয় অবিলম্বে এই নারী সংস্কার কমিশন বাতিল করে তাদের প্রস্তাবিত সকল প্রস্তাবনা বাতিল করার জোর দাবী জানান। না হয় ইসলাম প্রিয় তৌহিদী জনতা ইসলাম বিরোধী নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দুদকের মামলা : আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

ইউক্রেন খুব শিগগিরই ‘ধ্বংস’ হবে: ট্রাম্প

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

প্রশ্ন : ঈদের বাজারে জীনদের বাজার করা প্রসঙ্গে।

ভ্যান চালক হত্যাচেষ্টা: অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকুন

প্রোটন বাজারে আনল দেশীয় অ্যাসেম্বল এক্স৭০ এসইউভি গাড়ি

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রবির রোমিং প্যাকেজ

উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রের উপর অমানবিক অত্যাচার

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার

বিএনপির তৃণমূলের কর্মীদের কাছে পরীক্ষা দেওয়া ছাড়া কেউ নেতা হওয়ার সুযোগ নাই: আবুল কালাম

বিরামপুর হাসপাতালে দুদকের অভিযান, পেয়েছে নানা অনিয়ম

মাছ রক্ত,স্মৃতি ও দৃষ্টিশক্তি বাড়ায়

এই গরমে ত্বকের রোগ

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে চাই সচেতনতা

পান সুপারি ক্ষতিকর