মূল গেইট থেকে টার্মিনাল পর্যন্ত যেতে লাগে কয়েক ঘণ্টা

বিমানবন্দর পার্কিংয়ে অব্যবস্থাপনা

Daily Inqilab একলাছ হক

০৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৩, ০৪:০৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে প্রতিদিনই সৃষ্টি হয় তীব্র যানজট। দেশি-বিদেশেী বিমান যাত্রীদের বিমান বন্দরে প্রবেশ করতে এবং বের হতে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। বিদেশ থেকে যে বিনিয়োগকারীরা আসছেন তাদেরও পড়তে হচ্ছে যানজট ভোগান্তিতে। বিমানবন্দরে এ ভোগান্তি যেন নিয়তি হয়ে গেছে। এই বিমানবন্দর এলাকায় আসলে কারোই যেন নিস্তার নেই। সকাল থেকে রাত পর্যন্ত সব সময়ই লেগে থাকে যানবাহনের জটলা। বিশেষ করে পার্কিং করা প্রাইভেটকার, মাইক্রোবাস ও অন্যান্য গাড়ির কারণে এই জটলা সৃষ্টি হয়। এই যানবাহনের জটলা, অব্যবস্থাপনার পার্কিং ও দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চান সাধারণ যাত্রীরা।

জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, এখন বিমানবন্দরে উন্নয়ন কাজ চলমান। যাত্রীদের চলাচলের সমস্যা হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে কর্তৃপক্ষকে। আশা করি ঈদের আগে এসব সমস্যা সমাধান হবে।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিমানবন্দর সড়কে এবং আশপাশে ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টাই যানজট লেগে থাকে। বিদেশগামী যাত্রীদের গাড়ি করে বিমানবন্দরের মূল গেইট থেকে টার্মিনাল পর্যন্ত যেতে লেগে যায় এক থেকে দেড় ঘণ্টা। একইভাবে বিদেশ ফেরত যাত্রীদের টার্মিনাল থেকে মূল গেইট পর্যন্ত আসতে সময় লাগে এক থেকে দুই ঘণ্টা।

প্রতিদিনই শত শত গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পার্কিং করা হয় টাকার বিনিময়ে। প্রভাবশালীরা এই টাকা উঠান বলে জনা গেছে। গাড়ি প্রতি প্রথম তিন ঘণ্টার জন্য দিতে হয় ১০০ টাকা। আর পরবর্তী প্রতি ঘণ্টার জন্য দিতে হয় ৩০ টাকা করে। নির্ধারিত টাকা দিয়েও অনেক সময় অতিরিক্ত সময় বসে থাকতে হয় ভাড়া চালিত প্রাইভেটকার ও মাক্রোবাস চালকদের। তারা বলছেন, পার্কিং সমস্যার কারণেই বিমানবন্দরসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। বিমানবন্দর এলাকায় পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। গাড়ি পাকিং অব্যবস্থাপনার কারণে দীর্ঘ সময় যানজট লেগে থাকলে মালামাল মাথায় নিয়ে যেতে হয় যাত্রীদের।

ভুক্তভোগী কয়েকজন বলেন, শাহজালাল বিমানবন্দরে গাড়ি পার্কিং এলাকায় ইজারা প্রতিষ্ঠানের লাইনম্যানরা পুরো এলাকা নিয়ন্ত্রণ করেন। তারা চাহিদা মতো বখশিস না পেলে গাড়ি পাঠিয়ে দেন পেছনের সারিতে। এভাবে পুরো বিমানবন্দর এলাকায় গাড়ির লাইন পড়ে যায়।

বিমানবন্দরের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখার কারণে প্রতিদিনই এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। দেশের সবচেয়ে বড় বিমানবন্দর হলেও এখানে সবসময়ই দেখা যায় নানা অব্যবস্থাপনা। তার উপর এই বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার পথে যদি যানজট লেগে থাকে তাহলে ভোগান্তি বাড়ে যাত্রীদের। এই যানজট দীর্ঘ হয়ে মূল সড়কে পর্যন্ত চলে যায়।

জানা যায়, প্রতিদিন শাহজালাল বিমানবন্দরে ওঠানামা করে ১৪০ থেকে ১৫০টি ফ্লাইট। যাত্রীর সংখ্যা ২০ থেকে ২৫ হাজার। যাত্রীদের বিদায় ও অভ্যর্থনা জানাতে আসেন ২৫ থেকে ৩০ হাজার মানুষ। বছরে গড়ে ৬০ লাখ মানুষ এ বিমানবন্দরে আসা-যাওয়া করেন। ফলে পার্কিংসহ গমনাগমনের বিভিন্ন স্থানে চলছে বড় ধরনের বাণিজ্য। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জমজমাট গাড়ি পার্কিং বাণিজ্য। নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো ফি আদায় করা হচ্ছে। এ নিয়ে পার্কিংকারী গাড়ি ও চালকের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা ঘটছে ইজারাদার প্রতিষ্ঠানের কর্মচারীদের। এই পার্কিং বাণিজ্যের পেছনে ক্ষমতাসীন দলের শক্তিশালী সিন্ডিকেটকে দুষছেন সংশ্লিষ্টরা। এখানে প্রাইভেটকার ও মাইক্রোবাসকে প্রথম তিন ঘণ্টার জন্য ১০০ টাকা দিতে হচ্ছে। এছাড়া একটু বিলম্ব হলেই ৪০ টাকা অতিরিক্ত গুণতে হচ্ছে। নিয়মের বাইরে এখানে প্রায় ৪০-৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছেন ইজারাদার প্রতিষ্ঠানের কর্মচারীরা। এই কার পার্কিংয়ের কর্মচারীদের বিরুদ্ধে নানা অসদাচরণের অভিযোগও রয়েছে।

অন্যদিকে এয়ারপোর্ট কার রেন্টাল সার্ভিসের গাড়ি ভাড়া অনেক বেশি বলে অভিযোগ করেন একাধিক প্রবাসী ও তাদের স্বজনেরা। তারা বলেন, এয়ারপোর্ট কার রেন্টাল সার্ভিসের গাড়ি নিতে গেলে গন্তব্য অনুযায়ী স্বাভাবিক ভাড়ার চেয়ে দুই-তিন গুণ বেশি ভাড়া দিতে হয়। দেশে ফেরা প্রবাসীরা বলছেন, বিমানবন্দর থেকে উত্তরার যেকোনো স্থানে যেতে ২০০ টাকার মধ্যেই সিএনজিচালিত স্কুটার পাওয়া যায়। ট্যাক্সি ভাড়া নিলেও ৩৫০ থেকে ৪০০ টাকা লাগে। অথচ কার রেন্টাল কর্তৃপক্ষ এর তুলনায় বেশি ভাড়া ধার্য করে রেখেছে।

গাড়ি চালক খোরশেদ আলম জানান, বিমানবন্দরের ভিতরে গাড়ি প্রবেশ করালেই টাকা দিতে হয়। ১০০ টাকা করে গাড়ি প্রবেশ করেলে পড়ে ট্রিপ পাওয়াটা ভাগ্যের ব্যপার। গাড়ি বসে থাকলেও ঘণ্টা হিসেবে টাকা দিতে হয়।
কাতার ফেরত যাত্রী আবুল কালাম বলেন, বিমান থেকে নামার পরেই পড়েছি বিপাকে। আমার পূর্ব থেকে গাড়ি নির্ধারিত করা না থাকার কারণে এখান থেকে গাড়ি নিতে হচ্ছে। এখন আমার সাথে জিনিসপত্র নিয়ে টার্মিনালের বাইরে ছুটছি। ভাড়া করা গাড়িতে এখন উঠতে হচ্ছে অনেক ভোগান্তির পর।

যানজট নিয়ে উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) নাবিদ কামাল শৈবাল ইনকিলাবকে বলেন, মূলত উন্নয়ন কার্যক্রমের কারণে রাস্তা অনেকটা সরু হয়ে গেছে। এজন্য গাড়ি প্রবেশ ও বের হওয়ার সময় কিছুটা সময় লাগে। আর যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। ###


বিভাগ : জাতীয়


আরও পড়ুন

অবস্থান কর্মসূচিতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ

অবস্থান কর্মসূচিতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় শরিক হলে বিএনপি নেতা সপু

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় শরিক হলে বিএনপি নেতা সপু

বিরামপুরে মাদক সম্রাট ইউপি সদস্য বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক!!

বিরামপুরে মাদক সম্রাট ইউপি সদস্য বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক!!

ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতি এক পেশে: ইউট্যাব

ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতি এক পেশে: ইউট্যাব

জলবায়ু অভিবাসীদের রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

জলবায়ু অভিবাসীদের রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

শিশু-কিশোরদের মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারা রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

শিশু-কিশোরদের মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারা রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

মানুষকে কষ্ট দিতেই বিএনপি অকারণে আন্দোলন করছে : কামরুল

মানুষকে কষ্ট দিতেই বিএনপি অকারণে আন্দোলন করছে : কামরুল

সরকার নির্ধারিত সময়ের আগেই নির্বাচন করতে চায় : ফখরুল

সরকার নির্ধারিত সময়ের আগেই নির্বাচন করতে চায় : ফখরুল

ঈদের আগে যাত্রা শুরু ভিভো ভি২৭ই

ঈদের আগে যাত্রা শুরু ভিভো ভি২৭ই

যাকাত গরিবের প্রতি অনুকম্পা নয় অধিকার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

যাকাত গরিবের প্রতি অনুকম্পা নয় অধিকার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট

মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট

কুরআন নাজিলের মাসে ইসলামী শাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে ..আহমদ আবদুল কাইয়ূম

কুরআন নাজিলের মাসে ইসলামী শাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে ..আহমদ আবদুল কাইয়ূম

আজ রাতেও ঢাকাসহ বিভিন্ন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

আজ রাতেও ঢাকাসহ বিভিন্ন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

ঈদের পূর্বেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ঈদের পূর্বেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

সত্য কথা লিখলেই সরকার সাংবাদিকদের জেলে ভরে দেয় -আনিসুর রহমান খোকন তালুকদার

সত্য কথা লিখলেই সরকার সাংবাদিকদের জেলে ভরে দেয় -আনিসুর রহমান খোকন তালুকদার

এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না : মানিকগঞ্জে গয়েশ্বর

এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না : মানিকগঞ্জে গয়েশ্বর

হামলা-মামলার কাছে জনগণ মাথা নত করবে না ..শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

হামলা-মামলার কাছে জনগণ মাথা নত করবে না ..শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

‘এবার টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না’

‘এবার টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না’

আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনীর ন্যায় ব্যবহার করেও শেষ রক্ষা হবেনা সরকারের- সিলেটে বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ

আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনীর ন্যায় ব্যবহার করেও শেষ রক্ষা হবেনা সরকারের- সিলেটে বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ

সিলেটে দেশের প্রথম অত্যাধুনিক বাস টার্মিনালে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই  ত্রুটি; সিসিকের ৬ সদস্যের তদন্ত কমিটি

সিলেটে দেশের প্রথম অত্যাধুনিক বাস টার্মিনালে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই  ত্রুটি; সিসিকের ৬ সদস্যের তদন্ত কমিটি