কলাপাড়ায় রাতে ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার

Daily Inqilab কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

০৫ মার্চ ২০২৩, ০৪:১৭ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১১:৪৬ এএম

কলাপাড়ায় সোবাহান সিকদার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী লামিয়া (১৩) নিজ ঘরে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত স্কুল ছাত্রী লামিয়ার বাবা মো. সোহাগ হাওলাদার গত আট বছর ধরে ইটবাড়িয়া গ্রামে পরিবার নিয়ে একটি বাসায় ইটভাটায় কাজ করে। শনিবার ঘটনার দিনে ঘরের আড়ায় সাথে ওড়না পেচানো অবস্থায় স্কুল ছাত্রী লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করা হয়।

এ বিষয়ে রবিবার দুপুরে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় রবিবার কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 


বিভাগ : জাতীয়


আরও পড়ুন