আটক

বরিশালের বাকেরগঞ্জে ১০৬ বোতল ফেন্সিডিল সহ যুবক আটক

Daily Inqilab বরিশাল ব্যুরো

০৫ মার্চ ২০২৩, ০৮:২৮ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৩:৩০ এএম

বরিশালের বাকেরগঞ্জে ১০৬ বোতল ফেন্সিডিলসহ মহানগরীর বাসিন্দা আলী আজিম ওরফে সাকিব’কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগন। রোববার উপজেলার আতাকাঠি এলাকার আশ্রাফ আলীর বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক বরিশাল নগরীর বটতলা এলাকার মতিন ভিলার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে আলী আজিম ওরফে সাকিব (২৭) বলে জানা গেছে। বাকেরগঞ্জ থানার এসআই মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, ফেন্সিডিল নিয়ে সাকিব বরিশালের উদ্দেশ্যে যাবার পথে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ এসে সাকিবকে গ্রেপ্তার করে ফেন্সিডিল উদ্ধার করে। এসআই মাহমুদ বাদী হয়ে এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় মামলা করেছে বলে জানা গেছে ।


বিভাগ : জাতীয়


আরও পড়ুন