জনগণ কী চায় উপলব্ধি করুন, অন্যথায় কাপড় চোপড় খুলে ফেলবে
০৯ মার্চ ২০২৩, ১১:০৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে মার্কেটিং করা হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশি বা বিদেশি যারা এই মার্কেটিং করছেন তাদের বলব- আপনারা ক্ষান্ত হোন। এ দেশের জনগণ কী চায় সেটা উপলব্ধি করুন, অন্যথায় জনগণ আপনাদের কাপড়-চোপড় খুলে ফেলবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, শিরীন সুলতানা, ডা. রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, গুম, খুন ও নির্যাতনের চিত্র তুলে ধরে গয়েশ্বর রায় বলেন, এমন সময় আসবে পাড়া-মহল্লায় লেখা থাকবে- এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ, এখানে কোনো আওয়ামী লীগ নেই। যেভাবে দেশ স্বাধীন হওয়ার পর লেখা হয়েছিল-এখানে রাজাকার নেই।
শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ উদ্ধৃত করে তিনি বলেন, এদেশের মানুষ আজ মুক্তি চায়, বাঁচতে চায়। এটা কিন্তু আপনার (প্রধানমন্ত্রী) আব্বা হুজুরের কথা। আমরা সেই আন্দোলন করছি। এদেশের মানুষ ভোটাধিকার চায়। এবারের সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম, ১৮ কোটি মানুষের মুক্তির সংগ্রাম।
গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশে জনবিস্ফোরণ ঘটাতে জনগণ প্রস্তুত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের আন্দোলন যখন বিস্ফোরন্মুখী, তখন কৃত্রিম বিস্ফোরণ ঘটিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্নদিকে নিয়ে, বিএনপিকে নির্যাতন করে আপনারা (সরকার) একটি নির্বাচনের স্বপ্ন দেখছেন। বিএনপি ও মানুষ মারার বিস্ফোরণ ঘটাবেন না। আন্দোলনের দৃষ্টি গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের।
স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটবে। এ কারণে সরকার তার পুরানো খেলা শুরু করেছে।
যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি রাখা হয়েছে। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এটা করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ঢাকায় ঢুকে মির্জা ফখরুল বললেন, তাপসের কথা গুরুত্বই দেই না

নলছিটিতে চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক

সখিপুরে টিনের বেড়া কেটে স্বর্নালংকারসহ নগদ টাকা চুরি
তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যদের নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইরান হলে সউদী আরবও পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে: ক্রাউন প্রিন্স

এবার ভারতে কানাডীয় গায়কের কনসার্ট বাতিল

কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ নিহত

কানাডার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করল ভারত

ভারত-কানাডা সংঘাত মেটাতে এবার আসরে যুক্তরাষ্ট্র

পাহাড়ি রাস্তায় ট্রাকের ধাক্কায় খাদে পড়ল গাড়ি, নাগাল্যান্ডে নিহত ৮

ইরানে হিজাব না পড়লে ১০ বছর কারাদণ্ড

চরম উত্তেজনার মধ্যেই ফের কানাডায় ‘খুন’ খলিস্তানি

ওয়েব ফিল্মে দ্বৈত চরিত্রে রুনা খান

জন্মদিনে ওটিটিতে অভিষেক হচ্ছে কারিনার

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল দুই গৃহবধূর

সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চে নেতাকর্মীর ঢল

নোয়াখালীর সেনবাগ পৌরসভা ১ম শ্রেণিতে উন্নীত, সর্বত্র আনন্দ মিষ্টি বিতরণ

বিশ্বব্যপী ৯০০ কোটির ক্লাবে ‘জাওয়ান’, নিজের রেকর্ড নিজেই ভাঙবেন শাহরুখ

শিখ নেতা হত্যাকাণ্ডের তদন্তে একজোট যুক্তরাষ্ট্র ও কানাডা

হিন্দুদের কানাডা ছাড়তে বলল খালিস্তানপন্থীরা