ট্রেনে এসে হাজার হাজার যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনসভায়

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১১ মার্চ ২০২৩, ০৫:৪৮ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০৪ এএম

 

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় ট্রেনে করে হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন। শনিবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গফরগাঁও থেকে সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের নেতৃত্বে বলাকা ট্রেনে আসেন নেতাকর্মীরা। অপরদিকে নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে ট্রেনে করে আসেন কয়েক হাজার নেতাকর্মী।

ট্রেনে করে গফরগাঁও থেকে আসা কলেজ শাখা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান বলেন, বাবেল ভাইয়ের নেতৃত্বে আমরা ট্রেনে করে কয়েক হাজার নেতাকর্মী এসেছি। আরও অনেকে ট্রেনে আসার জন্য অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে আমরা বড় শোডাউন করে মাঠে প্রবেশ করব। অনেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কিছুটা ব্যথা পেলেও আজকে আমাদের আনন্দের দিন।

নান্দাইল থেকে ট্রেনে করে জনসভায় যোগ দিতে আসা হাসেম উদ্দিন বলেন, উন্নয়নের কৃতজ্ঞতা জানাতেই এ বয়সে জনসভায় যোগ দিতে এসেছি। আমরা চাই এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসুক।

 

এ বিষয়ে নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, নান্দাইল থেকে ত্রিশ হাজার মানুষ জনসভায় যোগ দিতে এসেছে। আমি কাউকে আসতে বলেনি। সবাই নিজের ইচ্ছায় এসেছেন। কারণ নান্দাইলে এতো উন্নয়ন হয়েছে যা মানুষ জীবনে কোনোদিন কল্পনাও করেনি।

 

গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় সবচেয়ে বেশি লোক আসে গফরগাঁও থেকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা মিছিলে মিছিলে শহর কম্পিত করে জনসভায় যোগ দিব। যুবক বৃদ্ধ নারীসহ সব বয়সের মানুষ গফরগাঁও থেকে ময়মনসিংহে এসেছে। নেত্রীর উন্নয়নের জন্যই আজ মানুষ আওয়ামী লীগকে অনেক ভালোবাসে।

 


বিভাগ : জাতীয়


আরও পড়ুন