অংশগ্রহণমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১২ মার্চ ২০২৩, ০৭:০৫ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় অস্ট্রেলিয়া। রোববার (১২ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে এমন প্রত্যাশার কথা সাংবাদিকদের জানান হাইকমিশনার জেরেমি ব্রুয়ের।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও তার সহকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে খুব সুন্দর মতবিনিময় করেছি। সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে প্রত্যাশা নিয়ে আলোচনা করেছি। আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।

অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের উত্তর ও দক্ষিণ এশিয়ার সহকারী সচিব (প্রথম) গ্রে কোওয়ান, সহকারী পরিচালক এলিস হেইনিঙ্গার ও হাইকমিশনের উপ-প্রধান নার্দিয়া সিম্পসন এ সময় উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


আরও পড়ুন