ডোনেৎস্কের একটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে রুশ সেনা
১২ মার্চ ২০২৩, ০৭:৩৯ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

অবসরপ্রাপ্ত কর্নেল এবং সামরিক বিশেষজ্ঞ এডুয়ার্ড বাসুরিন রোববার বলেছেন, রাশিয়ান বাহিনী কার্যত ডোনেৎস্কের অবদিভকার উত্তরে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ক্রাসনোগোরোভকা মুক্ত করেছে।
‘বসতিটি কার্যত মুক্ত করা হয়েছে, উপকণ্ঠে ইউক্রেনীয় সেনাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে,’ বিশেষজ্ঞ বলেছেন। ‘ক্র্যাসনোগোরোভকার সম্পূর্ণ মুক্তি রাশিয়ান বাহিনীকে আভদেভকাকে আরও ঘেরাও করার সুবিধা দেয়,’ বসুরিন উল্লেখ করেন।
রোববার, ডোনেৎস্ক পিপলস রিপাবলিক অবদেভকার উত্তরে ক্রাসনোগোরোভকার প্রায় সম্পূর্ণ মুক্ত হওয়ার খবর পাওয়া যায়।
শরটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সশস্ত্র বাহিনী সেখান থেকে ডোনেৎস্ক ও ইয়াসিনোভাটায় নিয়মিত হামলা চালাত। সূত্র: তাস।
বিভাগ : জাতীয়
আরও পড়ুন