নোয়াখালীতে ৪লাখ টাকা চুক্তিতে সিএনজি চালক খুন, রহস্য উদঘাটন, গ্রেপ্তার-৮
১৩ মার্চ ২০২৩, ০৫:৩৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ পিএম
পূর্ব শত্রæতার জেরে পরিকল্পনা অনুযায়ি ৪লাখ টাকা চুক্তিতে গলা কেটে হত্যা করা হয়েছিলো নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে সিএনজি চালক আবদুল হাকিমকে (৩৫)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৮জনকে, উদ্ধার করা হয়েছে হত্যাকাÐে ব্যবহৃত একটি কোদাল, একটি সাবল ও দড়ি। পুলিশের প্রাথমিক তদন্তে ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এ হত্যাকাÐে ১২জন সরাসরি জড়িত ছিলো বলে তথ্য পাওয়া গেছে।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিএনজি চালক হাকিম হত্যাকাÐের বিবরণ দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, পশ্চিম চরমটুয়া গ্রামের মমিন উল্যার ছেলে মহিম (২৭), একই এলাকার শাহাজানের ছেলে রিপু মিয়া (২১), আক্কাস সওদাগরের ছেলে জাহিদ হাসান (২৮), সেলিমের ছেলে সোহেল হোসেন শাকিল (২৪), মকবুল আহমেদের ছেলে মমিন উল্যাহ (৩৭), অজি উল্যা পাটোয়ারীর ছেলে নূল আলম মিস্ত্রী (৫৫), পশ্চিম মাইজচরা গ্রামের আবদুল মালেক নিজামের ছেলে কামাল ডাকাত (৩৮) ও আনোয়ারুল হক নশুর ছেলে আজাদ হোসেন (৩২)।
পুলিশ সুপার বলেন, গত ২৬ ফেব্রæয়ারি রাতে সিএনজি জমা দেওয়ার কথা বলে চালক হাকিমকে তার বাড়ি পশ্চিম চরমটুয়ার সফিগঞ্জ বাজারের পাশে ডেকে নিয়ে যান সিএনজির মালিক মহিম। পূর্ব পরিকল্পনা অনুযায়ি ওই বাড়িতে ওৎপেতে ছিলেন, কামাল, রিপু, মোমেন, নুর আলম। কোন কিছু বুঝে উঠার আগে মহিম সহ অন্য আসামিরা আবদুল হাকিমকে মুখ ও হাত-পা বেঁধে সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশের ইদ্রিস মিয়ার বাড়ির পাশ^বর্তী একটি সয়াবিন ক্ষেতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে গলা কেটে হত্যার পর মৃতদেহ বস্তায় ঢুকিয়ে ওই ক্ষেতের মধ্যে গর্ত করে মাটি চাপা দিয়ে চলে যায়। পরদিন সকালে চাষিরা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটিন নিচ থেকে বস্তাবন্ধি অবস্থায় নিহত আবদুল হাকিমের মৃতদেহটি উদ্ধার করে। গত ২মার্চ এ ঘটনায় নিহতের স্ত্রী রুবিনা বেগম বাদি হয়ে ১০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫-২০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইতোমধ্যে সিএনজির মালিক মহিম সহ ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩জন আসামি হত্যাকাÐে সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পনাকারী পূর্বের শত্রæতার প্রতিশোধ নেওয়ার জন্য আবদুল হাকিমকে হত্যার পরিকল্পনা করে এবং তার পরিকল্পনার অংশ হিসেবে অর্থের লোভ দেখিয়ে আবদুল হাকিমের সিএনজির মালিক মহিমকে ব্যবহার করে। মহিম হত্যাকান্ড শেষ করতে কামাল, রিপু, মোমেন, নুর আলম সহ আরো কয়েকজনকে কাজে লাগায়। নিহত আবুদল হাকিম ও হত্যাকারীদের বিরুদ্ধে আগেও হত্যা সহ থানায় একাধিক মামলা রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক