তথ্য নিতে হলের কক্ষে ইবি জিয়া হল প্রভোস্ট, প্রভোস্ট লাঞ্ছিত-ভাঙচুর
১৫ মার্চ ২০২৩, ০৪:৩৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট কর্তৃক হলে অবস্থানকৃত শিক্ষার্থীদের কক্ষে কক্ষে তথ্য নিতে গিয়ে হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত ও প্রভোস্টের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০ দিকে এ ঘটনা ঘটে।
তথ্য সূত্রে, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর হলের প্রভোস্ট হলে অবস্থানকৃত শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। এতে আবাসিকতা করার বিষয়টি আলোচনায় ওঠে আসে। পরের দিন মঙ্গলবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য নিতে হলের রুমগুলো পরিদর্শনে যান হলের প্রভোস্ট, হাউজ টিউটর ও কর্মকর্তারা।
এ সময় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে শোরগোল ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলেন। তথ্য সংগ্রহকালে হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠান, হাউজ টিউটর প্রকাশ চন্দ্র বিশ্বাস, হলের উপ-রেজিস্ট্রার তারিক উদ্দীন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে হল থেকে নিচে নামলে প্রভোস্টের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় প্রভোস্ট কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সরেমজিনে প্রভোস্ট কার্যালয়ের জানালার কাচ ভাঙা পড়ে থাকতে দেখা যায়। পরে হল থেকে প্রভোস্ট চলে যান।
হল সূত্রে, হলের মোট সিট সংখ্যা ৩৯৬ টি। এর মধ্যে ৮০ সিটের মতো আবাসিকতা প্রাপ্ত। বাকী সবাই অনাবাসিক।
ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ বলেন, পূর্ব নির্দেশনা ছাড়াই হলে রেড দিয়েছে। হঠাৎ রেড দেওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছে। এ জন্য শিক্ষার্থীরা হল থেকে নিচে নেমে ক্ষুদ্ধ হয়ে এমনটি করেছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান বলেন, হলের আবাসিক ও অনাবাসিক ছাত্রদের তথ্য নিতে গেলে হলে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে লাঞ্ছিত করেছে। যা অনায্য, অনৈতিক ও অছাত্র সুলভ আচরণ। তবে সাধারণ ছাত্রদের সহযোগিতা পেয়েছি।
তিনি বলেন, জিয়া হল প্রভোস্ট পদত্যাগের পর দেড় মাস হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন। তারপর থেকেই চেষ্টা করছি হলকে নতুন করে গুছিয়ে নিতে। এছাড়াও হলের বেশ কিছু সমস্যার ও সমাধান করেছি। হলের তথ্য ঘাটাঘাটি করে দেখতে গিয়ে দেখি গত দশ বছরে ধরে জিয়া হলের শিক্ষার্থীদের কোন ডাটাবেজ নেই। সকল শিক্ষার্থীদের ডাটা সংগ্রহের চেষ্টা চলছে। যে কয়দিন হল প্রভোস্ট হিসেবে থাকব নিয়মের মধ্য থেকে কাজ করব। কোন অন্যায় মেনে নেওয়া হবে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল

দায়ের করলেন ‘গোপন অভিযোগ’ দুদকে হঠাৎ হাসনাত-সারজিস

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের সঙ্গে একমত নয় বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির