ভয়ঙ্কর কায়দায় স্বামীকে খুন নারগিস মোস্তারির
২৪ মার্চ ২০২৩, ১১:৫১ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০১:৫২ এএম
স্বামীর জন্য সেমাই রান্না করেন নারগিস মোস্তারি (৪৫)। রান্না করা সেমাইয়ের সাথে মিশিয়ে দেন দশ-বারোটা ঘুমের বড়ি। সেমাই খেয়ে তৃপ্তির ঢেকুর তোলার আগেই অচেতন হয়ে পড়েন প্রবাস ফেরত এমদাদুল হক (৪৮)। পরিকল্পনা অনুযায়ী ডেকে আনেন ভাড়াটে খুনি আইয়ুব নবীকে (২২)। কিন্তু ততক্ষণে স্বামীর জ্ঞান ফিরে আসে। ঘরে আইয়ুব নবীকে দেখে জানতে চান এই ছেলে কে ? মোস্তারির জবাব- তুমি অসুস্থ তাই, তাই ডাক্তার নিয়ে এসেছি। এরপর নারগিস তার একহাত চেপে ধরে। অন্য হাতে আইয়ুব নবী আগে থেকে তৈরী জিআই তার পেঁচিয়ে মাল্টিপ্লাগ থেকে বৈদ্যুতিক সংযোগ লাগিয়ে দেয়। ওই তারে জড়িয়ে জবাই করার মুরগির মতো ছটফট করতে করতে মারা যান এমদাদুল হক। গভীর রাতে এমদাদুল হকের ছোট ভাই কামাল পাশাকে ফোন করে নারগিস জানান, তোমার ভাই বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা গেছে।
এভাবে নিজের স্বামীকে পরিকল্পিতভাবে খুন করেন দুই সন্তানের ওই জননী। খুনের ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর গ্রামে ২১ মার্চ রাতে। প্রথমে খুনের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও পরে পুলিশী জেরার মুখে মুখ খোলেন এই খুনি স্ত্রী। বিচারিক হাকিমের কাছে খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন নারগিস। ৫০ হাজার টাকায় ভাড়াটে খুনি আইয়ুব নবীও আদালতে দোষ স্বীকার করেন। বৃহস্পতিবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির পর তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন। জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, হত্যার বিষয়টি অকপটে স্বীকার করেছে নারগিস মোস্তারি। তিনি দাবি করেছেন স্বামীর সাথে বনিবনা হচ্ছিল না তার, তাই তাকে খুন করার সিদ্ধান্ত নেন। আর এই কাজে তাকে সহযোগিতা করেছে আইয়ুব নবী। প্রথমে সে খুনে সহযোগী হতে রাজি হয়নি। পরে তাকে ৫০ হাজার টাকায় রাজি করানো হয়।
এর আগেও এক দফা এমদাদুল হককে খুন করার চেষ্টা করেন নারগিস। কিন্তু তখন প্রতিবেশিরা আইয়ুব নবীকে দেখে বহিরাগত হিসাবে আটক করে। তখন ওই যাত্রায় রক্ষা পান এমদাদুল হক। হত্যাকাÐের ঘটনায় খুনের শিকার এমদাদের ভাই কামাল পাশা বাদি হয়ে নারগিস মোস্তারি ও আইয়ুব নবীকে আসামি করে মীরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এমদাদুল হক উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ফরাজি বাড়ির মরহুম মনছুর আহম্মদের পুত্র। নারগিস সাহেরখালী ইউনিয়নের মধ্য সাহেরখালী গ্রামের আলা মিয়া চৌধুরী বাড়ির আনোয়ারুল আজিমের মেয়ে। আইয়ুব নবী পেশায় দিনমজুর। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে। নারগিস-এমদাদুল হকের দুই পুত্র, একজন কলেজে পড়ে।
আদালতে দেয়া জবানবন্দিতে এমদাদের স্ত্রী নারগিস জানান, ২০০৪ সালে এমদাদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আবুধাবী থাকতেন। প্রবাসে থাকাকালীন ঠিকমতো টাকা পয়সা দিতেন না, অনেক কষ্ট দিতেন। এরমধ্যে তাদের দুটি সন্তানের জন্ম হয়। গত বছরের সেপ্টেম্বরে স্বামী একেবারে দেশে চলে আসেন। দেশে আসার পরও ঠিকভাবে টাকা পয়সা খরচ করতো না। এ নিয়ে তার সাথে আমার প্রায় সময় ঝগড়া হতো। তার আচরণে আমি অতিষ্ঠ হয়ে মেরে ফেলার মনস্থির করেছি। এরপর বিষয়টি আমাদের বাড়ির কাজের লোক আইয়ুব নবীকে বলি। সে প্রথমে রাজি না হলেও পরে ৫০ হাজার টাকার বিনিময়ে আমার স্বামীকে খুন করতে রাজি হয়।
পরিকল্পনা অনুযায়ী ঘটনার তিনদিন আগে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ওয়াহেদপুরে চলে আসি। আসার সময় সাহেরখালী ভোরের বাজারের একটি ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনে নিয়ে আসি। আগের পরিকল্পনা অনুযায়ী রান্না করা সেমাইয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিই। সেমাই খেয়ে স্বামী অচেতন হয়ে পড়ে। এরপর আইয়ুব নবীকে ফোন করে বাড়িতে আসতে বলি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে আমার ঘরে আসে। তখন আমার স্বামীর জ্ঞান ফিরে আসে। তখন তাকে বলি ডাক্তার এসেছে, তোমাকে চিকিৎসা করতে। এরপর আমি একহাত চেপে ধরি, আইয়ুব নবী আরেক হাতে জিআই তার পেঁচিয়ে মাল্টিপ্লাগ থেকে সংযোগ লাগিয়ে বৈদ্যুতিক শক দিয়ে মৃত্যু নিশ্চিত করে। রাত ২টায় দেবর কামাল পাশাকে ফোন করে তার ভাই বিদ্যুৎপৃষ্টে মারা যাওয়ার বিষয়টি জানাই।
থানার ওসি জানান, লাশের অবস্থা দেখে আমাদের সন্দেহ হয়। এরপর নারগিসকে জিজ্ঞাসাবাদ শুরু করি। প্রথমে কিছু বলতে না চাইলেও এক পর্যায়ে তিনি পুরো ঘটনা খুলে বলেন। তখন আইয়ুব নবীকেও ধরে আনা হয়। দুই জনেই খুনের দায় স্বীকার করেছেন। ওসি জানান, স্বামীর সাথে বনিবনা হচ্ছিল না। আর তাই এই খুন বলে দাবি করেন নারগিস। ওসি জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যার আলামত জিআই তার, মাল্টিফ্লাগ উদ্ধার করা হয়েছে। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার