জেসমিনের নামে করা সেই মামলার এক নম্বর আসামি আল আমিন গ্রেপ্তার
২৯ মার্চ ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম
নওগাঁয় আটকের পর র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ন সচিব মো. এনামুল হক অভিযোগের পর র্যাব আটক করে। এরপর জেসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক। মামলায় জেসমিন ছাড়াও মো. আল আমিন (৩২) নামের একজনকে আসামি করা হয়ে। সে এই মামলার এক নম্বর আসামি।
মঙ্গলবার (২৮ মার্চ) তাকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, রাজশাহীতে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎকারী চক্রের প্রধান আসামি মো. আল-আমিনকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। র্যাব সদর দপ্তর এর গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে৷
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি উক্ত প্রতারক চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এই চক্রটি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ন সচিব মো. এনামুল হকের নাম পরিচয় ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি থেকে চাকরি প্রত্যাশী বেকার যুবকদের কাছ থেকে সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে ।
র্যাবের এই কর্মকর্তা বলেন, পরবর্তীতে ওই কর্মকর্তা বিষয়টি জানতে পারলে গত ২৩ মার্চ গ্রেপ্তার আল-আমিন এবং তার সহযোগী মোছা. সুলতানা জেসমিনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা করেন। মামলা দায়ের এর পর থেকে আসামিকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয় এবং একপর্যায়ে গতকাল র্যাব কর্তৃক আটক করা হয়। আটকের পর তার দেয়া তথ্যর ভিত্তিতে চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য র্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আল-আমিন একজন বিকাশ, নগদ এবং মোবাইল ফ্লেক্সিলোড ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে তার এই মোবাইল ব্যাংকিং ব্যবসার সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের নাম পদবী ব্যবহার করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ সিন্ডিকেট এর সাথে কাজ করে আসছে। গ্রেপ্তারের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও ৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম
শনিবারসহ ২০২৫ সালে মাদ্রাসায় ছুটি ৭৫ দিন
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপের
বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশ
নারায়ণগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে ৩ বন্ধুকে ছুরিকাঘাত, নিহত ১
সাতক্ষীরা-সুন্দরবনে কাঁকড়া ধরার ২ মাসের নিষেধাজ্ঞা শুরু
নিউইয়র্কের টাইমস স্কয়ারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরের শুরু
থার্টি ফার্স্ট নাইটে জাবিতে ৯ শিক্ষার্থী আটক
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ২
তারাকান্দায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আজ থেকে দেশের সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ রাখার নির্দেশ
কিশোরগঞ্জে ঘন কুয়াশায় দিনেও যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে
ভূগর্ভস্থ পানিরস্তর নামাসহ জরাজীর্ণ সরবরাহ ব্যবস্থায় বরিশাল মহানগরীতে পানির হাহাকার
নতুন বছরে পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটি
মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রধান উপদেষ্টা
জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য অর্থছাড়ের সীমা শিথিল
বাংলাদেশের ২০২৪ : একতরফা নির্বাচন, ছাগলকাণ্ড, হাসিনার দেশত্যাগসহ বিরল সব ঘটনা
পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতি থেকে ১১ জন পদত্যাগ করে সংবাদ সম্মেলন
হরিরামপুরে মহান দিবস উদযাপনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সাড়ে ১২ হাজার কোটি টাকার বিশেষ ঋণ পেল ৩ ব্যাংক