‘মানুষ সুখে আছে বলেই বঙ্গবন্ধু কন্যাকে বার বার ভোট দেয়’- শিক্ষামন্ত্রী
৩১ মার্চ ২০২৩, ০৩:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৭ পিএম
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। কারণ আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা একই দিনে ৫০০ জায়গায় বোমা দেখতে চাই না, শেখ হাসিনা যেমন একই দিনে ১০০টি ব্রিজ, ১০০টি সড়ক উদ্বোধন করছেন, আমরা তা দেখতে চাই।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা চাই না, সরকারের উচ্চ পর্যায়ে যারা থাকে, তারা এতিমের অর্থ আত্মসাৎ করুক। সেজন্য বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বর্তমান সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা আমাদের দরকার। আজ আমরা যে অবস্থায় আছি, আগামী দিনে আমরা আরও ভালো অবস্থায় থাকব, যদি এ সরকারের ধারাবাহিকতা থাকে। এ ধারাবহিকতা থাকবে। বঙ্গবন্ধুকন্যাকে মানুষ কেন বার বার ভোট দিয়ে নির্বাচিত করছে, তার কারণ মানুষ সুখে ও শান্তিতে আছে এবং আগের তুলনায় অনেক ভালো আছে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দীপু মনি বলেন, আমরা জেনেছি, চাঁদপুর সদর উপজেলায় ৩২১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট ১৩৬৫ জন মানুষ বসবাস করে এ উপজেলায়।
এসব পরিবারের জনগণের উদ্দেশে তিনি বলেন, আমাদের সংবিধানই আপনাদের সমান অধিকার দিয়েছে। দেশের অন্যান্য নাগরিকের মতো আপনাদেরও সমান অধিকার প্রাপ্য। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীই নয়, পেশাগত কিংবা ভৌগলিক কারণে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের মূলধারায় ফিরিয়ে আনবার জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের অন্যের মতো সমান অধিকার নয়, আরও অতিরিক্ত সহযোগিতা দিয়ে অন্য সবার সমান জায়গায় নিয়ে আসার জন্য বঙ্গবন্ধুকন্যার সরকার আমাদের সংবিধানের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন সক্রিয়ভাবে।
আমরা দেখেছি, শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই নয়, আমাদের সমতলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, সে জন্য ঘরে করে দেওয়া হচ্ছে। একইভাবে শিক্ষায় সহায়তার জন্য বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে। সন্তানদের পড়া-লেখার জন্য বৃত্তির ব্যবস্থা করা, তাদের এলাকার উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যডাভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক সংগঠন বালিয়া ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরাসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে : জামায়াত আমির
পাকিস্তানে জঙ্গি-সেনা তুমুল গুলির লড়াই, লেফটেন্যান্ট কর্নেল সহ নিহত ১২
মসজিদে না গিয়ে হোটেলেই নামাজ ক্রিকেটারদের! নেপথ্যে কি হিন্দু মহাসভার হুমকি?
কলাপাড়ায় ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদকের বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
ফুলপুরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্র চালু, এলাকা পরিদর্শনে ইউএনও
ঢাকায় সন্ত্রাসী হামলায় যুগান্তর সাংবাদিক আহত
চবির অতীশ দীপঙ্কর হল কেবল ক্ষুদ্র নৃগোষ্ঠিদের জন্য নির্মিত হয়নি
জয়শঙ্করের সফরে কি ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি হবে?
ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ নেতা ২ দিনের রিমান্ডে
ছাত্র-জনতা হত্যাকারীকে গ্রেফতারে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের গনসমাবেশ অনুষ্ঠিত
সখিপুরে একদিনে কুকুরের কামুড়ে ২১জন আহত, ১৪জন ঢাকায় রেফার্ড
শিক্ষার বিরাজমান বৈষম্য দূর করতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কোন বিকল্প নেই- জাতীয় শিক্ষক ফোরাম
শেরপুরের বন্যা পরিস্থিতি: উজানের উন্নতি, ৩ জনের প্রাণহানি, পানি বন্দি হাজারো পরিবার!
রংপুরে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার
কুরস্কে একদিনে ইউক্রেনের ৩৫০ সেনা নিহত
প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন : প্রবাসী কল্যাণ উপদেষ্টা
কুমিল্লায় মামলার তিন নেতা আসামি মৃত! বাদি বললেন নাম শনাক্তে নিশ্চিত হতে পারেন নি
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হবে না- ব্যবসায়ি নেতৃবৃন্দ
কচুয়ায় মাদ্রাসা মাঠসহ অর্ধ শতাধিক পরিবার পানিবন্দি, চরম দুর্ভোগ