বালা মুসিবত ঘূর্ণিঝড় থেকে পানাহ চাইতে হবে জুমার খুৎবা পূর্ব বয়ান
১২ মে ২০২৩, ০৮:১৬ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিন আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেছেন, প্রচন্ড খরা চলছে। আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাইতে হবে। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করার শব্দ ব্যবহার করা যাবে না। প্রাকৃতিক দুর্যোগে যাতে কম ক্ষয়ক্ষতি হয় তার আগাম প্রস্তুতি নেয়ার উদ্যোগ নিতে হবে। কর্মের কারণেই মানুষ সর্বশ্রেষ্ঠ হয় আবার অপকর্মের দরুণই মানুষ সবচেয়ে নিকৃষ্ট হয়। খতিব বলেন, তাওবাহ করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সকল প্রকার বালা মুসিবত , ঘূর্ণিঝড় অনাবৃষ্টি থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। খতিব বলেন, ছেলে মেয়েরা মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে। শিক্ষিত ছাত্ররাও ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে গ্রেফতার হচ্ছে । অভিবাবকদের সামাজিক দায়িত্ব পালন করে সন্তানদের সর্বদা খোঁজ খবর রাখতে হবে। নেট দুনিয়ায় সম্পৃক্ত হয়ে সন্তানরা বিপথগামী হচ্ছে। একজন লাইফ দেখিয়ে আত্মহত্যাও করেছে। নেট দুনিয়ার ভয়াবহতার ছোবল থেকে সন্তানদের রক্ষা করতে হবে। খতিব বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয় স্বজন পাড়াপ্রতিবেশির হক যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহর বিধান এবং রাসূল (সা.) এর আদর্শকে অনুসরণ করতে পারলে দুনিয়া ও আখেরাতে কল্যাণ নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
আজ মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের খতিব প্রিন্সিপাল মাওলানা খালেদ সাইফুল্লাহ জুমার খুৎবা পূর্ব বক্তব্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বিবাহকে করেছেন হালাল এবং জেনা ব্যভিচারকে করেছেন হারাম। বিবাহিত স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে রহমত রেখেছেন এবং তথাকথিত অবিবাহিত নারী-পুরুষের প্রেম ভালবাসার মাঝে রেখেছেন আজাব ও গজব। তাই সামাজিকভাবে নানাবিধ বাধ্যবাধকতায় না রেখে সফল ক্যারিয়ার ও সচ্ছলতার জন্য বিবাহকে সহজতর করা জরুরি। তিনি পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ (সূরা নূর : ৩২)। তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বিবাহ কখনই সফল ক্যারিয়ার ও সচ্ছলতার প্রতিবন্ধক নয় বরং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ি কেহ যদি নিঃস্ব, অভাবি, দরিদ্র থাকে বিবাহ করলে এসব সমস্যা থেকে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের মুক্ত করবেন। এজন্য আমাদের সমাজে বিবাহকে আরো সহজ করতে হবে। আমাদের সমাজে কিছু নিয়ম প্রচলিত রয়েছে যার কারণে বিবাহ কার্য সম্পন্ন করা অনেকই মুশকিল। তন্মধ্যে উল্লেখযোগ্য, অতিরিক্ত দেনমোহর ধার্য করা, জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে অর্থের অপচয়, বয়স হওয়া সত্যেও ক্যারিয়ার ডেভলপের দোহাই দিয়ে সন্তানদের বিবাহের ব্যাপারে পারিবারিকভাবে উদ্যোগ গ্রহণ না করা। এছাড়াও আরো অনেক প্রতিবন্ধকতার কারণে সঠিক সময়ে সন্তানকে বিবাহ না দেয়ায় তারা জেনা, ব্যভিচারের মত ঘৃনিত ও জঘন্ন কাজে লিপ্ত হয়, চারিত্রিক অবক্ষয় দেখা দেয়, ইভটিজিংসহ অশ্লিল ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। শরিয়াহ সম্মতভাবে বিবাহ সম্পন্ন হলে এসকল অনৈতক কর্মকান্ড থেকে সমাজ ও দেশ মুক্ত থাকবে। একইসাথে সন্তানের কর্মমুখি মানসিকতা বৃদ্ধি পাবে। রাসূল (সা.) ইরশাদ করেন, হে যুব সমাজ! তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ রয়েছে সে যেন বিয়ে করে নেয়, কেননা এটা চোখকে সংযত রাখে আর লজ্জাস্থানকে হেফাযত করে। আর তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ নেই সে যেন রোজা রাখে, কেননা রোজাটাই তার জন্য নিরাপদ রাখার উপায় (মুসলিম : হাদিস নম্বর ৩৪৬৬)। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তিনি সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে পরস্পরে ভালোবাসা ও দয়া (সূরা আর- রূম : ২১)। সুতরাং আসুন বিবাহকে সহজতর করার ব্যাপারে সচেষ্ট হই। জেনা-ব্যভিচার, অশ্লীল, অনৈতিক কর্ম, ইভটিজিংসহ প্রভৃতি অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করে শান্তিপূর্ণ একটি দেশ গঠন করি। সর্বপরি আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যমে দুনিয়া ও আখিরাতে মর্যাদা সম্পন্ন আসনে আসিন হই। আমিন।
মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, মানুষের জীবনে কথার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম । কথার ব্যবহার ব্যতিত মানুষের জীবন দূর্বিষহ , পঙ্গু ও অসম্পূর্ণ । কথাবার্তার মাধ্যমেই মানুষ তার মনের ভাব প্রকাশ করে। একজন অন্যজনের প্রয়োজন, চাহিদা অনুভব করতে সক্ষম হয়। পরস্পরের মাঝে আন্তরিকতার সৃষ্টি হয়। আবার এই কথাবার্তার কারণেই পরস্পরে শত্রæ হয়ে যায়। একজন অন্যজন থেকে কষ্ট অনুভব করে। কথাবার্তার কষ্টের দাগ সহজে শুকিয়ে যায়না। আর মানুষ সবচেয়ে বেশি কষ্ট অনুভব করে কথার কারণে । যা কখনও ভুলতে পারেনা। উত্তম কথার কারণে পরকালে কেউ হবেন জান্নাতী আর অবান্তর কথার কারণেই কেউ হবে জাহান্নামী। তাই কথার কারণে মানুষের যাতে জাহান্নামে যেতে না হয় সেক্ষেত্রে সালামের মাধ্যমে, নর কোমলময়ী ভাষা, সুন্দর ভাব ভঙ্গি, সহজ সরল পন্থা, অনুচ্চ স্বরে চিন্তা ফিকির ও প্রজ্ঞার সাথে কথা বলা সহ ইসলামে রয়েছে বাক্যালাপের সুন্দর নীতিমালা, উত্তম পন্থা, কল্যাণময়ী আদর্শ ও শিষ্টাচার। যার অনুসরণে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আসতে পারে অনাবিল শান্তি ও বেহেস্তী পরিবেশ। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ঈমানদারগণ যখন তোমার নিকট আমার বাণী নিয়ে আসবে তখন তুমি বল তোমাদের উপর "সালাম" আল্লাহর রহমত ও শান্তি। আল্লাহ তায়ালা আরও বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর ও ন্যায়নিষ্ঠ সত্য কথা বল তবে আল্লাহ তায়ালা তোমাদের আমল পরিশুদ্ধ করবেন এবং তোমাদের গুনাহ ও অন্যায়গুলা ক্ষমা করে দিবেন । (সূরা আহযাব, (৭০-৭২ নং আয়াত )। তিনি অন্যত্র বলেন, তোমরা মানুষের সাথে সুন্দর সুসম্পর্কময় বাক্যালাপ কর, নামাজ আদায় কর ও যাকাত দাও। সূরা বাকারা, আয়াত নং ৮৩। রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, প্রতিটি উত্তম কথা একটি সদকার সওয়াব সমতুল্য । অতএব আল্লাহ তায়ালা আমাদের সকলকে সকলের সাথে উত্তম ভাবে ন¤্র, ভদ্র, ও কোমল ভাষায় সঠিক সহজ কল্যাণময়ী কথা বলার তৌফিক দান করেন । আমিন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা