আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ এই প্রজন্মই ৪১ সালের বাংলাদেশকে উন্নত করবে- নৌ পরিবহন প্রতিমন্ত্রী
১৯ মে ২০২৩, ০৫:৩৯ পিএম | আপডেট: ১৯ মে ২০২৩, ০৫:৩৯ পিএম
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, বাংলাদেশ এমনি এমনি আসে নাই। এই বাংলাদেশ আসার জন্য অনেক বড় ত্যাগ, অনেক বড় ইতিহাস। এই বাংলাদেশ আসার জন্য বাঙ্গালী জাতি হাজার বছর সংগ্রাম করছে। মাস্টারদা সূর্য্য সেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছেন। তিতুমির বাঁশের কেল্লা তৈরী করে এই বাংলার মানুষকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন, স্বাধীনতা আসে নাই। খূদিরাম ফাঁসির মঞ্চে গিয়েছেন, নুরুলদীন কৃষক আন্দোলন করেছেন, ফকির মজনু শাহ বিদ্রোহ করেছিলেন, হাজ্বী শরিয়ত উল্ল্যা বিশাল সংগ্রাম করেছিলেন, কিন্তু স্বাধীনতা আসে নাই। কবিগুরু রবীন্দ্র নাথ ১৯০৫ সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি রচনা করেছিলেন, স্বদেশী আন্দোলন চলার সময় । গান রচনা করেছিলেন আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি এবং আমি কান পেতে শুনি। কবিগুরুর লেখা সেই আমারা সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি। এটির স্বার্থকতা ও রুপ দিয়েছেন, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। শেখ মুজিব ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রতিটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের স্বাধীকারের জন্য তিনি ৬ দফা দিয়েছিলেন। এই ৬ দফা বাঙ্গালীদের মুক্তির সনদ ছিলো। সেই সময় এদেশের মুক্তিকামি মানুষের মধ্যে ১৫ বছর থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকরা ৬ দফাকে ১ দফায় পরিনত করেছিলো। সে সময় তারা শ্লোগান দিয়েছিলো বাঁশের লাঠি তৈরী কর, বাংলাদেশ স্বাধীন কর। সমগ্র বাংলাদেশ যখন একত্রিত হয়েছিলো, তথন ৭ মার্চ বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের সাধীনতার সংগ্রাম। বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ঠ কবিতাটি তিনি সেদিন উচ্চারিত করেছিলেন। সেই সংগ্রাম মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ বিজয় লাভ করেছিলো। বিদেশি সাংবাদিকরা বঙ্গবন্ধুকে যখন জিজ্ঞেস করেছিলো, এই দেশে তো কিছুই নাই, এই দেশ তো পোড়া মাটির দেশ। রাস্তা নাই, ঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই, চারিদেক হাহাকার দারিদ্রতা, মানুষ খেতে পারেনা, পরনে কাপড় নাই,বাসস্থান নাই , চিকিৎসার ব্যবস্থা নাই, যে দেশে মানুষ ৫ ভাগ শিক্ষিতি না, এই দেশকে আপনি কিভাবে গড়ে তুলবেন। সেই সময় বঙ্গবন্ধুশেখ মুজিব বলেছিলেন, আমার সোনার মানুষ আছে, সোনার মাটি আছে এই বাংলাদেশকে আমি সোনার বাংলা করবো। তাই তিনি কিছুদিনের জন্য একটি সংবিধান দিয়েছিলেন এবং সাধারণ নির্বাচন দিয়ে একটি রাস্ট্রীয় কাঠামো তৈরী করেছিলেন। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় তিনি যুদ্ধবিধ্বস্ত একটি অতিদরিদ্র দেশকে তিনি স্বল্প উন্নত দেশে পরিনত করেছিলেন। সেই সময় তিনি জিডিপি ৯ ভাগে উত্তীর্ণ করে ছিলেন। যেটা ৫৩ বছরেও আমরা করতে পারিনাই। একটি দেশ পরিচালনার জন্য আইন দরকার, বিধিমালা দরকার নীতিমালা দরকার, তিনি ১৫৪টি আইন করেছিলেন এবং ২০০ টির উপরে নীতিমালা ও বিধিমালা তৈরী করেছিলেন। আমাদের যে বঙ্গোপসাগর ট্যারিট্যারিয়্যাল এ্যাক্ট ১৯৭৪ সালে তিনি গঠন করেছিলেন। তার ৮ বছর পরে জাতি সংঘ সেটাকে এক্টিফাই করেছে। বঙ্গবন্ধু কতবড় দুরদর্শী নেতা ছিলেন যে, তিনি জাতি সংঘের থেকে ৮ বছর আগে তিনি সেই ট্যারিট্যারিয়্যাল এক্ট সমুদ্র সীমা নীতি মালা তৈরী করেছিলেন।
শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলানায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং জনশুমারি প্রকল্পের আওতায় নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ট্যাব, সবজি চাষীদের মাঝে নিরাপদ সবজি পরিবহনের জন্য ভ্যান ও প্রশিক্ষিত নারীদের মাঝে আয়বর্ধক প্রকল্পের আওতায় অনুদানের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়বো। তখন অনেকে ব্যংঙ্গ করে বলেছিলো, বাংলাদেশ ডিজিটাল নয়, টালমাটাল হয়ে যাবে। ২০০৮ সালের আগে বাজারে জুন-জুলাই মাসের আগে পাঠ্যপুস্তক পাওয়া যেত না। এখন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের বিনামুল্যে বই দেয়া হয় এবং উপবৃত্তি দেয়া হয়। এখন নিউট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা যদি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারি। তাহলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। এর জন্য প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং স্বাধীনতার ইতিহাস জানতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মুক্তিকামি মানুষ একটি স্বাধীন রাস্ট্র করে দিয়েছে। এটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। আজকে বাংলাদেশ সোনার বাংলা হয়েছে এটাকে তোমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশ আমরা বিজয়ী জাতি, পৃথিবীর অনেক কম দেশ আছে যে লড়াই করে স্বাধীনতা আনতে হয়েছে। এই লড়াই করতে গিয়ে আমাদের অনেক ব্যাথা সহ্য করতে হয়েছে। স্বাধীনতার ইতহাসে পৃথিবীর সব থেকে বড় উদাহারণ দুইটি দেশ। একটি আমেরিকা আর একটি বাংলাদেশ। আমাদের আমাদের মুক্তিযুদ্ধ করে দেশের স্বাদীনতা আনতে হয়েছে। আমরা কোন দেশের দিকে তাকিয়ে সভ্যতা শিখতে চাই না। আমাদের সভ্যতা আমাদের এগিয়ে যাওয়া আমরাই করবো। পৃথিবীর অন্যকোন দেশের দিকে তাকিয়ে নয়। আজকে যারা সভ্য দাবী করে তারাও এক সময় অসভ্য ছিলো। আজকের প্রজন্মকে সরকারের দেয়া সুবিধা গুলিকে কাজে লাগিয়ে নিজেকে শিক্ষিত নাগরকি হিসাবে তৈরী করতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আাজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ। এই প্রজন্মই ৪১ সালের বাংলাদেশকে উন্নত করবে।
অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমা কান্ত রায়, সহাকী কমিশনার (ভ‚মিঃ) আব্দুল ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, এড, রবিউল ইসলাম রবি (পি,পি), থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এভারকেয়ারে অবহেলায় গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ
সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার
জাতীয় ঐক্যের ডাক দিলেন মিজানুর রহমান আজহারী
নীতীশ-সুন্দরের ব্যাটে ফলো-অন এড়ালো ভারত
বগুড়ায় বালু ব্যবসার দ্বন্দ্বে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সউদীতে নিজ নামেই ব্যবসা পরিচালনার সুযোগ
অলিভিয়া হাসি : কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া
ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামি আটক
প্রকৃতির সাথে হাসছে সরিষা ফুল, সাথে মিশে আছে কৃষকের রঙিন স্বপ্ন
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক :স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের নির্বাচন
শ্যামনগর জুয়ার মাস্টার এজেন্টরা রক্ষা পেতে রাজনৈতিক নেতাদের ছায়াতলে
‘অবৈধ দখলদাররা যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে : সৈয়দা রিজওয়ানা
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা
কীর্তিমানসহ সব বাবাই হচ্ছেন আমাদের জন্য বটবৃক্ষ- মাহমুদুল হক রুবেল
রামগতিতে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
পানামা খাল নিয়ে ট্রাম্পের অভিযোগ অমূলক : জোসে রাউল মুলিনো
৫৫ লাখ টাকা নিয়ে উধাও বিকাশের ডিএসও ইমরান গ্রেপ্তার