ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ এই প্রজন্মই ৪১ সালের বাংলাদেশকে উন্নত করবে- নৌ পরিবহন প্রতিমন্ত্রী

Daily Inqilab বিরল(দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

১৯ মে ২০২৩, ০৫:৩৯ পিএম | আপডেট: ১৯ মে ২০২৩, ০৫:৩৯ পিএম

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, বাংলাদেশ এমনি এমনি আসে নাই। এই বাংলাদেশ আসার জন্য অনেক বড় ত্যাগ, অনেক বড় ইতিহাস। এই বাংলাদেশ আসার জন্য বাঙ্গালী জাতি হাজার বছর সংগ্রাম করছে। মাস্টারদা সূর্য্য সেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছেন। তিতুমির বাঁশের কেল্লা তৈরী করে এই বাংলার মানুষকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন, স্বাধীনতা আসে নাই। খূদিরাম ফাঁসির মঞ্চে গিয়েছেন, নুরুলদীন কৃষক আন্দোলন করেছেন, ফকির মজনু শাহ বিদ্রোহ করেছিলেন, হাজ্বী শরিয়ত উল্ল্যা বিশাল সংগ্রাম করেছিলেন, কিন্তু স্বাধীনতা আসে নাই। কবিগুরু রবীন্দ্র নাথ ১৯০৫ সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি রচনা করেছিলেন, স্বদেশী আন্দোলন চলার সময় । গান রচনা করেছিলেন আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি এবং আমি কান পেতে শুনি। কবিগুরুর লেখা সেই আমারা সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি। এটির স্বার্থকতা ও রুপ দিয়েছেন, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। শেখ মুজিব ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রতিটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের স্বাধীকারের জন্য তিনি ৬ দফা দিয়েছিলেন। এই ৬ দফা বাঙ্গালীদের মুক্তির সনদ ছিলো। সেই সময় এদেশের মুক্তিকামি মানুষের মধ্যে ১৫ বছর থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকরা ৬ দফাকে ১ দফায় পরিনত করেছিলো। সে সময় তারা শ্লোগান দিয়েছিলো বাঁশের লাঠি তৈরী কর, বাংলাদেশ স্বাধীন কর। সমগ্র বাংলাদেশ যখন একত্রিত হয়েছিলো, তথন ৭ মার্চ বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের সাধীনতার সংগ্রাম। বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ঠ কবিতাটি তিনি সেদিন উচ্চারিত করেছিলেন। সেই সংগ্রাম মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ বিজয় লাভ করেছিলো। বিদেশি সাংবাদিকরা বঙ্গবন্ধুকে যখন জিজ্ঞেস করেছিলো, এই দেশে তো কিছুই নাই, এই দেশ তো পোড়া মাটির দেশ। রাস্তা নাই, ঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই, চারিদেক হাহাকার দারিদ্রতা, মানুষ খেতে পারেনা, পরনে কাপড় নাই,বাসস্থান নাই , চিকিৎসার ব্যবস্থা নাই, যে দেশে মানুষ ৫ ভাগ শিক্ষিতি না, এই দেশকে আপনি কিভাবে গড়ে তুলবেন। সেই সময় বঙ্গবন্ধুশেখ মুজিব বলেছিলেন, আমার সোনার মানুষ আছে, সোনার মাটি আছে এই বাংলাদেশকে আমি সোনার বাংলা করবো। তাই তিনি কিছুদিনের জন্য একটি সংবিধান দিয়েছিলেন এবং সাধারণ নির্বাচন দিয়ে একটি রাস্ট্রীয় কাঠামো তৈরী করেছিলেন। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় তিনি যুদ্ধবিধ্বস্ত একটি অতিদরিদ্র দেশকে তিনি স্বল্প উন্নত দেশে পরিনত করেছিলেন। সেই সময় তিনি জিডিপি ৯ ভাগে উত্তীর্ণ করে ছিলেন। যেটা ৫৩ বছরেও আমরা করতে পারিনাই। একটি দেশ পরিচালনার জন্য আইন দরকার, বিধিমালা দরকার নীতিমালা দরকার, তিনি ১৫৪টি আইন করেছিলেন এবং ২০০ টির উপরে নীতিমালা ও বিধিমালা তৈরী করেছিলেন। আমাদের যে বঙ্গোপসাগর ট্যারিট্যারিয়্যাল এ্যাক্ট ১৯৭৪ সালে তিনি গঠন করেছিলেন। তার ৮ বছর পরে জাতি সংঘ সেটাকে এক্টিফাই করেছে। বঙ্গবন্ধু কতবড় দুরদর্শী নেতা ছিলেন যে, তিনি জাতি সংঘের থেকে ৮ বছর আগে তিনি সেই ট্যারিট্যারিয়্যাল এক্ট সমুদ্র সীমা নীতি মালা তৈরী করেছিলেন।

শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলানায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং জনশুমারি প্রকল্পের আওতায় নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ট্যাব, সবজি চাষীদের মাঝে নিরাপদ সবজি পরিবহনের জন্য ভ্যান ও প্রশিক্ষিত নারীদের মাঝে আয়বর্ধক প্রকল্পের আওতায় অনুদানের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়বো। তখন অনেকে ব্যংঙ্গ করে বলেছিলো, বাংলাদেশ ডিজিটাল নয়, টালমাটাল হয়ে যাবে। ২০০৮ সালের আগে বাজারে জুন-জুলাই মাসের আগে পাঠ্যপুস্তক পাওয়া যেত না। এখন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের বিনামুল্যে বই দেয়া হয় এবং উপবৃত্তি দেয়া হয়। এখন নিউট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা যদি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারি। তাহলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। এর জন্য প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং স্বাধীনতার ইতিহাস জানতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মুক্তিকামি মানুষ একটি স্বাধীন রাস্ট্র করে দিয়েছে। এটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। আজকে বাংলাদেশ সোনার বাংলা হয়েছে এটাকে তোমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশ আমরা বিজয়ী জাতি, পৃথিবীর অনেক কম দেশ আছে যে লড়াই করে স্বাধীনতা আনতে হয়েছে। এই লড়াই করতে গিয়ে আমাদের অনেক ব্যাথা সহ্য করতে হয়েছে। স্বাধীনতার ইতহাসে পৃথিবীর সব থেকে বড় উদাহারণ দুইটি দেশ। একটি আমেরিকা আর একটি বাংলাদেশ। আমাদের আমাদের মুক্তিযুদ্ধ করে দেশের স্বাদীনতা আনতে হয়েছে। আমরা কোন দেশের দিকে তাকিয়ে সভ্যতা শিখতে চাই না। আমাদের সভ্যতা আমাদের এগিয়ে যাওয়া আমরাই করবো। পৃথিবীর অন্যকোন দেশের দিকে তাকিয়ে নয়। আজকে যারা সভ্য দাবী করে তারাও এক সময় অসভ্য ছিলো। আজকের প্রজন্মকে সরকারের দেয়া সুবিধা গুলিকে কাজে লাগিয়ে নিজেকে শিক্ষিত নাগরকি হিসাবে তৈরী করতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আাজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ। এই প্রজন্মই ৪১ সালের বাংলাদেশকে উন্নত করবে।

অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমা কান্ত রায়, সহাকী কমিশনার (ভ‚মিঃ) আব্দুল ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, এড, রবিউল ইসলাম রবি (পি,পি), থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল