বিএনপি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সবসময় ত্যাগ স্বীকার করে আসছে: মির্জা ফখরুল
২২ জুন ২০২৩, ০৭:১২ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ০৭:১২ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটা দল যারা নিজেদের দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সবসময় ত্যাগ স্বীকার করে আসছে। এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়া সবসময় দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করে এসেছেন। কেউ কখনো অভিযোগ করতে পারেনি যে, বিএনপি দেশ বিক্রি করেছে।
বৃহস্পতিবার (২২ জুন) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে অনেক অভিযোগ রয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) বিরুদ্ধে বহু অভিযোগ আছে। তিনি নিজেও (প্রধানমন্ত্রী) বলেছেন, আমরা তো সব দিয়ে দিয়েছি। বলেননি? কাকে দিয়েছেন? সেটার উত্তর তো আপনারা জানেন, ঠিক না? মানুষকে তারা এত বোকা ভাবেন কেন? এসমস্ত কথা বলে পার পাবেন না, এটা তার (প্রধানমন্ত্রী) বোঝা উচিত।’
সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন বলেন, ‘তিনি যে কথাগুলো বলেছেন, সেটা কী প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন না কি আওয়ামী লীগ সভাপতি হিসেবে বলেছেন? প্রধানমন্ত্রী হিসেবে তো বলেছেন। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, তারা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন, সেই আইনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা অন্য যে কারো নামে, যারা মিথ্যা তথ্য দেয় তার নামে মামলা আসে না? এখন কী তিনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় পড়েন কি না? তিনি তো বিএনপির বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করেছেন।’
নির্বাচন ইস্যুতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘বিদেশিদের কাছে সাহায্য তো তাদের পররাষ্ট্রমন্ত্রী চেয়েছেন... একবার ভারতের কাছে, আরেকবার আমেরিকার কাছে। আপনারা একটু সাহায্য করেন যেন বিএনপি নির্বাচনে আসে। আবার যেন তাদের (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকতে দেয়। এটা তিনিও স্বীকার (স্বরাষ্ট্রমন্ত্রী) করেছেন। তাহলে কী তারা নিশ্চিত হয়ে গেছে যে আর ক্ষমতায় থাকতে পারছে না? নাহলে এই প্রশ্নগুলো কেন আসছে? আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। চাইলে যে কোনো ভাষায় কথা বলতে পারি না। কিন্তু তিনি, তার মন্ত্রী ও নেতারা পারেন। আমরা পারি না।’
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যা বলি দায়িত্ব নিয়ে বলি। সেজন্য বলছি তাহলে এখন কী ডিজিটাল সিকিউরি অ্যাক্টে মামলা করার সময় এসে গেছে? তিনি (প্রধানমন্ত্রী) যে সমস্ত মিথ্যা কথা বলছেন তা মিথ্যা, বানোয়াট ও ভয়ংকর। একটা দেশ সেন্টমার্টিন চাচ্ছে? তাদেরকে দিয়ে দেওয়ার কথা বলছেন। আপনি চিন্তা করতে পারেন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে! গতকালই তারা বিবৃতি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে।’ মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দেওয়ায় ব্যাপারে বিশ্বাস করে না। শেষ রক্তবিন্দু দিয়ে তা রক্ষা করব। সরকার ইতোমধ্যে এই কাজগুলো বহুবার করেছে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এসময় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, আনম সাইফুল ইসলামসহ নগর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ