ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
দেশগুলোকেই তা নিশ্চিত করতে হবে

মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন মিশনে যেতে না পারেন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ জুন ২০২৩, ১০:০২ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০১ এএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোকে নিশ্চিত করতে হবে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে মিশনে পাঠানো হচ্ছে না। শান্তিরক্ষা বিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়েরে ল্যাক্রোক্স এক ইমেইল বার্তায় এমন কথা জানিয়েছেন। জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে গত রোববার পাঠানো এক বিবৃতিতে তিনি এমন কথা জানান।

এর আগে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে তার কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির জবাবে ইমেইল বার্তা পাঠান জ্যাঁ-পিয়েরে। এতে তিনি আরও বলেন, শান্তিরক্ষা মিশনে সেনা সদস্য বা পুলিশ পাঠানো সব দেশকে জাতিসংঘের নিয়ম অনুযায়ী পরিষ্কার করতে হবে যে, মোতায়েন করা বা রোটেশনের ভিত্তিতে যাদেরকে মিশনে পাঠানো হচ্ছে তারা কেউই আন্তর্জাতিক মানবাধিকার বা আন্তর্জাতিক কোনো মানবিক আইন লঙ্ঘন করেননি অথবা তাদের কারো বিরুদ্ধে এমন অভিযোগও নেই।

এর আগে মায়ের ডাকের পক্ষ থেকে তার কাছে যে চিঠি পাঠানো হয়, তাতে জ্যাঁ পিয়েরের প্রতি অনুরোধ করা হয় জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে মোতায়েন করা সদস্যদের মানবাধিকারের সার্বজনীন নীতি এবং জবাবদিহিতা যেন নিশ্চিত করা হয়। একই সঙ্গে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিষয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বানও জানানো হয়।

অন্যদিকে সোমবার ঢাকার একটি হোটেলে দুই দিনের প্রস্তুতি সভার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যঁ পিয়ের লাক্রোয়া। সভায় অন্য বক্তারাও নারীর জন্য সম সুযোগের ক্ষেত্র তৈরির ওপর জোর দেন। ঢাকায় প্রস্তুতিমূলক বৈঠকের মূল প্রতিপাদ্য ‘জাতিসংঘ শান্তি রক্ষায় নারী’।

জাতিসংঘের শান্তি রক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের লাক্রোয়া শান্তি রক্ষা কার্যক্রমে নারীর প্রতি যৌন নিপীড়নমূলক ঘটনা প্রতিরোধ ও অসমতা দূর করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকায় জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান। আগামী ডিসেম্বরে ঘানায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের শান্তি রক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ঢাকায় প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জ্যঁ পিয়ের লাক্রোয়া বলেন, জাতীয় পর্যায়ে ও শান্তি রক্ষা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর অংশগ্রহণ বাড়াতে নিরাপদ, সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সমতার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো শনাক্ত করতে সবাইকে এক হতে হবে। এ লক্ষ্যে সামরিক ক্ষেত্র ও বিশ্বজুড়ে নারীর সাম্প্রতিক যে পরিস্থিতি রয়েছে, তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে হবে শান্তি রক্ষা কার্যক্রমেও।

জ্যঁ পিয়ের লাক্রোয়া আরও বলেন, নারীর ক্ষেত্রে জাতিসংঘ পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সদস্যরাষ্ট্রগুলোকে তা মেনে চলার আহ্বান জানাচ্ছে।

সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সশস্ত্র বাহিনীর নারীরা যেন নেতৃত্বের অবস্থানে যেতে পারেন, সে লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশে সশস্ত্র বাহিনীতে নারীর প্রতি যৌন নিপীড়নের ঘটনা খুবই কম। এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেয়া হয়। তিনি জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে যেসব নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তা কমানোর লক্ষ্যে ডিসেম্বরে ঘানায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের শান্তি রক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা করার আহ্বান জানান।

বিভিন্ন দেশে শান্তি রক্ষা বাহিনীর ওপর ঘটে চলা সহিসংতা প্রতিরোধের আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত। তিনি বলেন, শান্তি রক্ষা কার্যক্রমে নারীর সংখ্যা বাড়াতে জেন্ডার সংবেদনশীল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তিনি ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুর ওপর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত বৈষম্য কমানোর বিষয়গুলোও আলোচনায় আনার প্রয়োজনীয়তার কথা জানান।

প্রস্তুতি সভায় জাতিসংঘের ব্যবস্থাপনা কৌশল, নীতি ও কমপ্লায়েন্স বিভাগের তথ্য বলছে, ২০১০ থেকে ২০২৩ সালের চলতি মাস পর্যন্ত শান্তি রক্ষা কার্যক্রমে থাকা ৯৬০ নারী যৌন শোষণ ও নিপীড়নের অভিযোগ করেছেন। সভায় জাতিসংঘের ব্যবস্থাপনা কৌশল, নীতি ও কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড বলেন, জাতিসংঘের নীল পতাকার নিচে নারীর জন্য নিরাপদ, শ্রদ্ধাশীল ও মর্যাদাপূর্ণ কাজের জায়গা নিশ্চিত করতে হবে। যৌন শোষণ ও অসদাচরণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

 

--


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে জামিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে জামিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুড়ে দিল ভারত

বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুড়ে দিল ভারত

বিষ প্রয়োগ ও শিল্প দূষণ বন্ধ করে পশুর নদী ও সুন্দরবন বাঁচাতে হবে

বিষ প্রয়োগ ও শিল্প দূষণ বন্ধ করে পশুর নদী ও সুন্দরবন বাঁচাতে হবে

রাশিয়ায় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

রাশিয়ায় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

ইসলামের বিধি-বিধান নিয়ে কটুক্তিকারী ড. সৈয়দ জামিল আহমেদকে অপসারণ করতে হবে

ইসলামের বিধি-বিধান নিয়ে কটুক্তিকারী ড. সৈয়দ জামিল আহমেদকে অপসারণ করতে হবে

সাইবারট্রাক ‘অচল’ করে দেয়ার জন্য মাস্ককে দুষলেন কাদিরভ

সাইবারট্রাক ‘অচল’ করে দেয়ার জন্য মাস্ককে দুষলেন কাদিরভ

ফিরেই পান্তের সেঞ্চুরি,  তিন অঙ্কে গিলও

ফিরেই পান্তের সেঞ্চুরি, তিন অঙ্কে গিলও

মুখে সুন্নী বললে সুন্নী হওয়া যায়না, আমলের মাধ্যমে সুন্নী হতে হয় -ছারছীনার পীর ছাহেব

মুখে সুন্নী বললে সুন্নী হওয়া যায়না, আমলের মাধ্যমে সুন্নী হতে হয় -ছারছীনার পীর ছাহেব

রাঙামাটি পৌঁছেছে তিন উপদেষ্টাসহ সরকারের প্রতিনিধি দল

রাঙামাটি পৌঁছেছে তিন উপদেষ্টাসহ সরকারের প্রতিনিধি দল

'কাজ না করলে বেতন বন্ধ’, ধর্মঘটকারী ভারতীয় কর্মীদের হুঁশিয়ারি দিল স্যামসাং

'কাজ না করলে বেতন বন্ধ’, ধর্মঘটকারী ভারতীয় কর্মীদের হুঁশিয়ারি দিল স্যামসাং

অফ-স্পিনে ৩৯ বার আউট: কোহলিকে যে দাওয়াই দিলেন শাস্ত্রী

অফ-স্পিনে ৩৯ বার আউট: কোহলিকে যে দাওয়াই দিলেন শাস্ত্রী

মাগুরায় ৮ বছর আগে কেড়ে নেয়া মাইক্রো উদ্ধার মালিককে ফেরত দিলেন যুবদল নেতা

মাগুরায় ৮ বছর আগে কেড়ে নেয়া মাইক্রো উদ্ধার মালিককে ফেরত দিলেন যুবদল নেতা

পার্বত্য এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি: নাহিদ

পার্বত্য এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি: নাহিদ

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

সুনামগঞ্জে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

সুনামগঞ্জে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

ছাত্রজনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত পুলিশ সদস্যরা এখনো লাপাত্তা

ছাত্রজনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত পুলিশ সদস্যরা এখনো লাপাত্তা

রোগীদের সুস্থ করে তুলতে ‘রোবটের মতো’ কাজ করেছে লেবাননের যে চিকিৎসক

রোগীদের সুস্থ করে তুলতে ‘রোবটের মতো’ কাজ করেছে লেবাননের যে চিকিৎসক

মোদীর সফরের আগে ভারত সরকারের নামে যুক্তরাষ্ট্রে মামলা পান্নুনের

মোদীর সফরের আগে ভারত সরকারের নামে যুক্তরাষ্ট্রে মামলা পান্নুনের

মিয়ানমার থেকে মণিপুরে অনুপ্রবেশ ৯০০ জঙ্গির, দাবি ভারতের

মিয়ানমার থেকে মণিপুরে অনুপ্রবেশ ৯০০ জঙ্গির, দাবি ভারতের

৪৩ দিন পর কাজে ফিরলেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা

৪৩ দিন পর কাজে ফিরলেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা